
ছবিঃ সংগৃহীত
বিনোদন ডেস্ক : একুশে পদকপ্রাপ্ত জীবন্ত কিংবদন্তি শিল্পী দিলারা জামান ও আবুল হায়াতকে নিয়ে নির্মিত হলো বিশেষ নাটক। নাম ‘বেলা ও বিকেল’। নাটকে নাম ভূমিকায় অভিনয় করেছেন তারা। দিলারা জামান হয়েছেন বেলা, আর আবুল হায়াত হয়েছেন বিকেল।
এছাড়া অভিনয় করেছেন এই প্রজন্মের অভিনেত্রী নাবিলা বিনতে ইসলাম ও গোলাম কিবরিয়া তানভীর প্রমুখ। গত ৫ ও ৬ আগস্ট রাজধানীর উত্তরায় নাটকটির দৃশ্যধারণ হয়েছে। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন শরীফুল ইসলাম শামীম।
আবুল হায়াত বলেন, ‘মূলত বেলা ও বিকেলের গল্প নিয়েই এটি নির্মিত হয়েছে। অন্যান্য চরিত্র ও গল্পের প্রয়োজনে গুরুত্ব পেয়েছে। দিলারা ভাবীর সঙ্গে বহু নাটকে একসঙ্গে অভিনয় করেছি, তবে নাম ভূমিকায় সম্ভবত প্রথমবার কাজ করলাম। কাজ করতে বেশ ভালো লেগেছে। নাবিলা ও তানভীরও দারুণ অভিনয় করেছে। পরিচালক শামীম যত্ন নিয়ে কাজটি করেছেন, আশা করছি প্রচারে এলে দর্শকের ভালো লাগবে।’
দিলারা জামান বলেন, ‘এখনও সুস্থ আছি, নাটক, সিনেমা, বিজ্ঞাপনে কাজ করতে পারছি, এটাই বড় প্রাপ্তি। বয়স তো আর কম হলো না, তারপরও ঠিকঠাকভাবে কাজ করতে পারছি, এটা আনন্দের। নির্মাতারা এখনও আমাকে নিয়ে ভাবেন, আগ্রহ নিয়ে কাজ করেন– এটাও তৃপ্তির।’
অন্যদিকে প্রথমবার আবুল হায়াতের সঙ্গে অভিনয় করে উচ্ছ্বাস প্রকাশ করেছেন নাবিলা বিনতে ইসলাম। তিনি বলেন, ‘দিলারা আন্টির সঙ্গে আগেও কাজ হয়েছে, কিন্তু হায়াত আঙ্কেলের সঙ্গে এবারই প্রথম। দেখা যায়, বাবা-মায়ের জন্মদিন, বিবাহবার্ষিকীসহ তাদের জীবনঘনিষ্ঠ উৎসবগুলো আমরা উদযাপন করি না। অথচ তাদের মনেও ইচ্ছে থাকে উদযাপনের– এটাই মূলত নাটকের বিষয়বস্তু।’
পরিচালক শরীফুল ইসলাম শামীম জানান, খুব শিগগিরই ‘বেলা ও বিকেল’ নাটকটি একটি বেসরকারি টেলিভিশনে প্রচার হবে।
নিউজ ডেস্ক : অমৃতা সিংয়ের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর কারিনা কাপুরকে বিয়ে কর...
বিনোদন ডেস্ক : বর্তমান প্রজন্মের সংগীতশিল্পী মেহজাবীন মেহা। প্রথমব...
বিনোদন ডেস্ক : দশ বছরের অপেক্ষার পর মুক্তি পেতে চলেছে ‘ধূমকেতু&rsq...
বিনোদন ডেস্ক : দীর্ঘদিন পর মোশাররফ করিমের সঙ্গে জুটি হিসাবে নতুন নাটকে ক...
বিনোদন ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর উত্তরায় হত্যাচেষ্টা মাম...
মন্তব্য (০)