• সমগ্র বাংলা

শ্রীপুরে ব্রিজ থেকে ঝাপ দিয়ে কলেজ ছাত্রী নিখোঁজ। উদ্ধার কাজ করছে ফায়ারসার্ভিস

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে ব্রিজ থেকে ঝাঁপ দিয়ে এক কলেজ ছাত্রী নিখোঁজ হয়েছে । নিখোঁজ কলেজ ছাত্রীকে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।নদী তীরে স্বজন, প্রতিবেশী ও উচ্ছোক জনতার ভীড়।

বুধবার (১৩ আগস্ট) সকালে উপজেলার কাওরাইদ ইউনিয়নের নান্দিয়া সাঙ্গুন গ্রামের সুতিয়া নদীর উপর নির্মিত ত্রিমোহনী ব্রিজে এ ঘটনা ঘটেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত এখনো উদ্ধার হয়নি নিখোঁজ কলেজ ছাত্রী। 

নিখোঁজ কলেজ ছাত্রী লামিয়া আক্তার (১৭) উপজেলার কাওরাইদ ইউনিয়নের নান্দিয়া সাঙ্গুন গ্রামের মো. দেলোয়ার হোসেনের কন্যা। তিনি পাশ্ববর্তী গফরগাঁও উপজেলার পাগলা থানার নিগুয়ারী ইউনিয়নের ক্যাপটেন গিয়াস উদ্দিন কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী ছিলো।

প্রত্যক্ষদর্শীরা জানান , আজ বেলা ১০ টার দিকে ব্রিজ থেকে কিছু পড়ার শব্দ পাই। আমরা মনে করেছি হয়তো কেউ ময়লা আবর্জনা ফেলেছে। কিন্তু কাছে গিয়ে দেখি একটি মেয়ে পানিতে ডুবছে আর ভাসছে।  এরপর আমার দুজন ডাক চিৎকার দিয়ে পানিতে লাফিয়ে পড়ি। সাঁতরে কাছাকাছি যাওয়ার আগেই সে তলিয়ে যায়। নদীর স্রোতের কারণে পৌঁছাতে দেরি হয়। যাঁর কারণে মেয়েটিকে বাঁচাতে পারিনি। 

 

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দা জানান, কলেজ পড়ুয়া এক ছেলের সঙ্গে নিখোঁজ ছাত্রীর প্রেমের সম্পর্ক ছিলো। কিন্তু বিষয়টি পারিবারিক ভাবে মেনে নেয়নি। এনিয়ে তাদের পারিবারিক সমস্যা চলছিলো। ধারণা করা হচ্ছে বিষয়টি নিয়ে মনে হয় মেয়েকে শাসন করার কারণে সে ব্রিজ থেকে লাফিয়ে পড়ে আত্নহত্যা করছে।

নিখোঁজ শিক্ষার বাবা দেলোয়ার হোসেন বলেন, গতকাল রাতে মেয়ের জন্মদিন ছিলো। ঝাঁক ঝমক ভাবে অনুষ্ঠান হয়েছে। কি কারণে মেয়ে নদীতে ঝাপিয়ে পড়লো বলতে পারবো না।

শ্রীপুর ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইনস্পেক্টর এটিএম মাহমুদুল হাসান বলেন, আজ বেলা ১১ টার দিকে জাতীয় পরিসেবা নাম্বার ৯৯৯ ফোন পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যদের নিয়ে দুপুর আড়াইটার দিকে উদ্ধার অভিযান শুরু করা হয়। নদীতে অনেক স্রোত থাকার কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে।

মন্তব্য (০)





image

চাটমোহরে ৬ প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে ৬ টি প্রতিষ্ঠানে ভোক্ত...

image

তিস্তা সড়ক সেতু রক্ষা বাঁধে ধ্বস, হুমকিতে তিস্তা সেতু

লালমনিরহাট প্রতিনিধি : রংপুরের গঙ্গাচড়ার মহিপুরে তিস্তা নদীর...

image

মা‌নিকগ‌ঞ্জে গ্রামবাসী নি‌জেরাই নির্মাণ কর‌ছে সেতু

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : দীর্ঘদিন ধ‌রে নদীর ওপর এক&z...

image

তিস্তার পানি বিপৎসীমার ওপরে: রংপুরে বিস্তীর্ণ এলাকা প্লাব...

রংপুর ব্যুরোটানা কয়েকদিনের ভারি বর্ষণ ও উজান থেকে ন...

image

রংপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি বাবু গ্রেফতার -হামলা...

রংপুর ব্যুরো : রংপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আতাউর ...

  • company_logo