
ছবিঃ সংগৃহীত
গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধায় ২৫ বছরের যুবক ও দুই সন্তানের জনক হ্যাকার জালিয়াতির মুলহোতা পলাশ রানাকে শিশু পলাশ মিয়া নামের জন্ম সনদ দেখিয়ে কারাগার থেকে জামিনেমুক্তির ঘটনায় তোলপাড় চলছে আদালত পাড়ায় ।
গেল ১৫ জুলাই সেনাবাহিনীর অভিযানে গোবিন্দগঞ্জ উপজেলার তালুক কানুপুরে শ্বশুর মশিউর রহমানের বাড়ী থেকে হ্যাকার চক্রের মাষ্টার মাইন্ড পলাশ রানা সহ ৪ জনকে সরকারি ভাতা হ্যাক করে অর্থ আত্নসাতের অপরাধে আটক করে। আটককৃতদের কারাগারে প্রেরণ করে আদালত এবং চলতি মাসের ১২ তারিখে আসামীদের ধার্য তারিখ নির্ধারন করা হয়।ধার্য তারিখে অন্যান্য আসামীদের উপস্থিত করা হলেও অনুপস্থিত থাকে পলাশ রানা । এসময় জানা যায় আসামি পলাশ রানা গেল ৩ তারিখে নারী শিশু আদালত থেকে জামিন নিয়ে কারাগার থেকে বের হয়েছে। এমন বিষয়ে হতবাক আদালত পাড়ার আইনজীবীরা। নথিপত্রে দেখা যায় পলাশ রানাকে পলাশ মিয়া নামের জন্ম সনদে তাকে শিশু দেখিয়ে জামিন করানো হয়েছে। এমন জাল জালিয়াতির তদন্ত ও বিচার দাবি করেন আইনজীবীরা।
এদিকে নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের দায়িত্ব প্রাপ্ত পিপি আবু বকর সিদ্দিক ছানা বলেন, নারী শিশু আদালতে যুবককে শিশু দেখিয়ে জামিন করানোর বিষয়ে কিছুই জানি।
আসামী পক্ষের আইনজীবী এ্যাড শেফাউল ইসলান রিপন নিজেকে নির্দোষ দাবি করে যথার্থ প্রক্রিয়ায় তার মক্কেলের জামিন হয়েছে বলে জানান।
জেলা বারের সিনিয়র আইনজীবীরা জাল জালিয়াতির সাথে সম্পৃক্তদের বিচার দাবি জানিয়েছেন।
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে ৬ টি প্রতিষ্ঠানে ভোক্ত...
লালমনিরহাট প্রতিনিধি : রংপুরের গঙ্গাচড়ার মহিপুরে তিস্তা নদীর...
মানিকগঞ্জ প্রতিনিধি : দীর্ঘদিন ধরে নদীর ওপর এক&z...
রংপুর ব্যুরো : টানা কয়েকদিনের ভারি বর্ষণ ও উজান থেকে ন...
রংপুর ব্যুরো : রংপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আতাউর ...
মন্তব্য (০)