• খেলাধুলা

রোনালদোর বিয়ের প্রস্তাবে যা বললেন জর্জিনা

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : আগেও কয়েকবার ইঙ্গিত দিয়েছিলেন। গত বছর দুবাইয়ে গ্লোব সকারের পুরস্কার নিতে গিয়ে জর্জিনা রদ্রিগেজকে ‘স্ত্রী’ বলে সম্মোধন করেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এরও আগে ইউটিউব চ্যানেলে জর্জিনাকে ‘ওয়াইফ’ বলে পরিচয় করান সিআরসেভেন। এবার বিয়ের প্রস্তাবই দিয়ে বসেছেন।

মাদ্রিদের একটি দোকানে দুজনের দেখা। ২০১৬ সালের পর রোনালদো-জর্জিনা একত্রে আছেন। গত আট বছরে পেশাগত কারণে রোনালদো যেখানে গেছেন, জর্জিনাও সঙ্গী হয়েছেন। স্পেন হয়ে ইতালি, সেখান থেকে ইংল্যান্ড হয়ে মধ্যপ্রাচ্য। তবে এ সময়ে বিয়েটা হয়নি দুজনের। সেই নিয়েও কত আলোচনা। তবে এবার সব থামছে। 

প্রেমিকা জর্জিনাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন পর্তুগিজ মহাতারকা। জর্জিনা সোমবার নিজেই ইনস্টাগ্রামে বাগদত্তা হওয়ার খবরটি জানান। আঙুলে হীরার আংটি পরা একটি ছবি দিয়ে ক্যাপশনে লেখেন রোনালদোর বিয়ের প্রস্তাবের সম্মতিমূলক বার্তা। যার আক্ষরিক অর্থ, ‘হ্যাঁ, আমি রাজি। এই জীবনে এবং আমার সব জীবনে।’

রোনালদো এবং জর্জিনার চারটি সন্তান রয়েছে— যমজ এভা মারিয়া এবং মাতেও (২০১৭ সালে সারোগেসির মাধ্যমে জন্ম), আলানা (২০১৭ সালে জন্ম) এবং বেলা (২০২২ সালে জন্ম)। দুঃখজনকভাবে, বেলার যমজ ভাই ২০২২ সালে মারা যায়।

এই যুগল আবার রোনালদোর জ্যেষ্ঠ পুত্র ক্রিস্টিয়ানো রোনালদো জুনিয়রের (২০১০ সালে জন্ম) অভিভাবকও। রদ্রিগেজের পোস্টটি আবার রিয়াদ, সৌদি আরবে ট্যাগ করা ছিল। বর্তমানে পরিবারসহ সৌদি আরবের রাজধানী রিয়াদে বসবাস করছেন রোনালদো। ২০২২ সালের ডিসেম্বরে আল-নাসেরে যোগ দেন। বছরে প্রায় ১৭৭ মিলিয়ন পাউন্ড (২৩৮ মিলিয়ন মার্কিন ডলার) আয় করছেন।

চলতি বছরের জুনে ৪০ বছর বয়সি মহাতারকা জানান, নাসেরের সঙ্গে চুক্তি ২০২৭ সাল পর্যন্ত বাড়ানো হয়েছে। যদিও এর আগে তার অবসরের জল্পনা ছড়িয়েছিল।

মন্তব্য (০)





image

ক্লাব বিশ্বকাপ জয়ের বোনাস জোটার পরিবারকে দেবে চেলসি

স্পোর্টস ডেস্ক : ফিফা ক্লাব বিশ্বকাপ জয়ের বোনাসের একটি অংশ আর্থিক অনুদান...

image

ছেলেদের বিপক্ষে খেলে বিশ্বকাপ প্রস্তুতি সারবেন জ্যোতিরা

স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক সিরিজ না থাকায় নিজেদের মধ্যে ভাগ হয়ে দু&rsq...

image

তায়কোয়ান্দোর আন্তর্জাতিক চ্যাম্পিয়নশিপে ৩৬ পদক জয় বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক : অষ্টম হিরোজ তায়কোয়ান্দো আন্তর্জাতিক চ্যাম্প...

image

চার দিনের সফরে বাংলাদেশ আসছেন এএফসি সভাপতি

স্পোর্টস ডেস্কঃ চার দিনের সফরে বাংলাদেশে আসছেন এশিয়ান ফুটবল ...

image

নতুনত্বের হাওয়া লাগল দেশের ফুটবলে

নিউজ ডেস্কঃ ঘোড়ার গাড়িতে ফুটবলারদের বাংলাদেশ ফুটবল ফেডারেশনে...

  • company_logo