
ছবিঃ সংগৃহীত
স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে বাজে সময় কাটিয়েছেন এনামুল হক বিজয়। দুই টেস্টে তিনি করেছিলেন দুটি শূন্য, এক অঙ্কের একটি ইনিংস এবং আরেকটি ১৯ রানের ইনিংস। এরপর থেকেই তাকে দলে নেওয়ার সিদ্ধান্তের সমালোচনা হচ্ছে চারিদিকে। তবে এরপরও নির্বাচকরা আবার তার ওপর আস্থা রাখছেন।
বাংলাদেশ ‘এ’ দলের হয়ে খেলতে অস্ট্রেলিয়া যাচ্ছেন বিজয়। ২৮ থেকে ৩১ আগস্ট সাউথ অস্ট্রেলিয়ার বিপক্ষে চার দিনের ম্যাচে অংশ নেবেন তিনি। এই ম্যাচের মাধ্যমে আবারও নিজের ফর্ম ফিরে পাওয়ার সুযোগ পাচ্ছেন সংগ্রামরত এই ওপেনার।
বাংলাদেশ ‘এ’ দলের এই সফর মূলত ২০২৬ সালের আগস্টে অস্ট্রেলিয়ায় দুই টেস্টের জন্য প্রস্তুতি হিসেবে ধরা হচ্ছে। এই দুই ম্যাচ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৫-২০২৭ চক্রের অংশ।
বিজয়ের সঙ্গে আরও পাঁচজন খেলোয়াড় দেশ ছাড়বেন। তারা হলেন ইফতেখার হোসেন, অমিত হাসান, মাহমুদুল হাসান জয়, শাহাদাত হোসেন দিপু এবং হাসান মুরাদ। দুই ধাপে তারা ১৭ ও ১৮ আগস্ট অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা হবেন।
এছাড়াও নুরুল হাসান সোহানের নেতৃত্বে ‘এ’ দলের কিছু খেলোয়াড় ইতিমধ্যে টপ এন্ড টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলতে অস্ট্রেলিয়ায় আছেন। বিসিবি সূত্রে জানা গেছে, পেসার হাসান মাহমুদ, যিনি বর্তমানে টি-টোয়েন্টি দলে আছেন, চার দিনের ম্যাচেও খেলবেন তিনি। ওপেনার মোহাম্মদ নাঈম, স্পিনার নাঈম হাসান এবং উইকেটকিপার-ব্যাটার মাহিদুল ইসলামও এই ম্যাচে সুযোগ পেতে পারেন।
স্পোর্টস ডেস্ক : ফিফা ক্লাব বিশ্বকাপ জয়ের বোনাসের একটি অংশ আর্থিক অনুদান...
স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক সিরিজ না থাকায় নিজেদের মধ্যে ভাগ হয়ে দু&rsq...
স্পোর্টস ডেস্ক : অষ্টম হিরোজ তায়কোয়ান্দো আন্তর্জাতিক চ্যাম্প...
স্পোর্টস ডেস্কঃ চার দিনের সফরে বাংলাদেশে আসছেন এশিয়ান ফুটবল ...
নিউজ ডেস্কঃ ঘোড়ার গাড়িতে ফুটবলারদের বাংলাদেশ ফুটবল ফেডারেশনে...
মন্তব্য (০)