
ফাইল ছবি
নিউজ ডেস্কঃ ঘোড়ার গাড়িতে ফুটবলারদের বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) নিয়ে আসা, বাদ্য-বাজনা বাজিয়ে দলবদলে অংশ নেওয়া-এসব এখন অতীত। কারণ, এবার বাফুফে ভবনে সশরীরে এসে নয়, অনলাইনে দলবদল সেরেছে প্রিমিয়ার ফুটবল লিগের ক্লাবগুলো। বৃহস্পতিবার দলবদলের শেষদিন ছিল। এদিন কোনো ফুটবলার কিংবা ক্লাব কর্মকর্তাদের আনাগোনা ছিল না বাফুফে ভবনে। জানা গেছে, প্রায় সব ক্লাবই ফিফা কানেক্টের মাধ্যমে অনলাইনে দলবদল সেরেছে। আধুনিক বিশ্বে দলবদল অনলাইন ট্রান্সফারে হয়। বাফুফে এবার সেই পথে হাঁটায় ঘরোয়া ফুটবলের সংস্কৃতি বদলে গেল।
নতুন মৌসুমে কাগজ-কলমে আবাহনী ও কিংস ভালো দল গড়েছে। গত মৌসুমের লিগ চ্যাম্পিয়ন মোহামেডান সাংগঠনিক ব্যর্থতায় এবার প্রত্যাশিত মানের দল গড়তে পারেনি। মোহামেডানের গুরুত্বপূর্ণ তিন বিদেশি খেলোয়াড় নিয়েছে আবাহনী ও কিংস। আবাহনীর জার্সি গায়ে দিয়েছেন মোহামেডানের অধিনায়ক সুলেমান দিয়াবাতে। কিংসে যোগ দিয়েছেন এমানুয়েল সানডে ও টনি। কিংসের শেখ মোরসালিন এবার খেলছেন আবাহনীতে।
জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া গতবারের মতো এবারও ব্রাদার্স ইউনিয়নে রয়ে গেছেন। ব্রাদার্সও গতানুগতিক কম বাজেটের দল গড়েছে। ফর্টিস, পুলিশ, রহমতগঞ্জ সার্ক কোটায় কয়েকজন খেলোয়াড় এনেছে। বাফুফের নতুন নিয়মে সার্কের খেলোয়াড়রা বাংলাদেশি হিসাবে খেলতে পারবেন। বড় দলগুলো সার্কের খেলোয়াড় না নিলেও মধ্যম সারির দলগুলো সার্কের খেলোয়াড় নিয়েছে।
এবার দলবদলে অনিশ্চয়তা ছিল ফকিরেরপুল ইয়ংমেন্সকে নিয়ে। ফকিরেরপুল ফিফার নিষেধাজ্ঞায় ছিল। উজবেক ফুটবলারের পারিশ্রমিক পরিশোধ করে দিয়ে নিষেধাজ্ঞামুক্ত হয়েছে তারা। কাল নির্ধারিত সময়ে দলবদল করেছে ফকিরেরপুল। ক্লাবটির সম্পাদক আহমেদ আলী বলেন, ‘আমাদের ক্লাবের সবার ও বাফুফের সহযোগিতায় দলবদলের কাজ শেষ হয়েছে। আমরা তিনজন বিদেশি খেলোয়াড়ও নিয়েছি।’
স্পোর্টস ডেস্ক : ফিফা ক্লাব বিশ্বকাপ জয়ের বোনাসের একটি অংশ আর্থিক অনুদান...
স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক সিরিজ না থাকায় নিজেদের মধ্যে ভাগ হয়ে দু&rsq...
স্পোর্টস ডেস্ক : অষ্টম হিরোজ তায়কোয়ান্দো আন্তর্জাতিক চ্যাম্প...
স্পোর্টস ডেস্কঃ চার দিনের সফরে বাংলাদেশে আসছেন এশিয়ান ফুটবল ...
স্পোর্টস ডেস্ক : নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন বাংলাদেশ ‘এ&rsquo...
মন্তব্য (০)