• সমগ্র বাংলা

গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে ঈশ্বরগঞ্জে জামায়াতের গণমিছিল ও সমাবেশ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : জুলাই-আগষ্ট ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের ঐতিহাসিক ‘জুলাই অভ্যুত্থান দিবস’-এর বর্ষপূর্তি উপলক্ষ্যে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দিবসটি পালন উপলক্ষ্যে মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধ চত্বর থেকে একটি গণমিছিল শুরু হয়ে শিমুলতলী মোড় হয়ে উপজেলা পরিষদ গেইটের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

ময়মনসিংহ জেলা শূরা সদস্য ও ঈশ্বরগঞ্জ আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা মনজুরুল হক হাসান এঁর সভাপতিত্বে গণমিছিল ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় শূরা সদস্য ও ময়মনসিংহ জেলা আমির মো. আব্দুল করিম।

সমাবেশে অধ্যক্ষ মাওলানা মনজুরুল হক হাসান বলেন, জুলাই গণ-অভ্যুত্থান ছিল দেশের গণতন্ত্র ও ইসলামি মূল্যবোধ রক্ষার একটি ঐতিহাসিক অধ্যায়। সেই আন্দোলনের চেতনায় উদ্বুদ্ধ হয়ে আগামী দিনে আরও সংগঠিত ভাবে জনগণের অধিকার আদায়ে কাজ করতে হবে। জুলাই গণ-অভ্যুত্থান ছিল আমাদের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই আন্দোলন প্রমাণ করে যে, দেশের জনগণ যখন ঐক্যবদ্ধ হয়, তখন কোনো স্বৈরাচারী শক্তি তাদের দাবিয়ে রাখতে পারে না।

তিনি আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে চাঁদাবাজি ও টেন্ডারবাজি পুরোপুরি বন্ধ করে দেয়া হবে। শ্রমিকরা যাতে কোনো রকম হয়রানি ছাড়াই কাজ করতে পারেন, তা নিশ্চিত করা হবে। জামায়াতে ইসলামী একটি ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য কাজ করবে। জুলাই গণ-অভ্যুত্থানের মাধ্যমে অর্জিত বিজয়কে ধরে রাখতে দেশে সত্যিকারের গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে। কৃষকদের ন্যায্য অধিকার নিশ্চিত করবে এবং কৃষিপণ্যের সঠিক মূল্য নিশ্চিত করতে কাজ করবে। কৃষকরা যেন তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য দাম পায়, সেদিকে বিশেষ নজর দেওয়া হবে। জামায়াতে ইসলামী একটি শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ।

জামায়াতে ইসলামী কেন্দ্রীয় শূরা সদস্য ও ময়মনসিংহ জেলা আমির আব্দুল করিম বলেন, জনগণের মৌলিক অধিকার ও মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে এই আন্দোলন থেকে প্রেরণা নিয়ে আমাদের সামনে এগিয়ে যেতে হবে। জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে দুর্নীতি, স্বজনপ্রীতি এবং লুটপাটের রাজনীতি চিরতরে বন্ধ করে দেয়া হবে। দেশের প্রতিটি নাগরিকের জন্য সমান অধিকার নিশ্চিত করা হবে। শিক্ষা ও স্বাস্থ্য খাতে ব্যাপক পরিবর্তন আনা হবে, যাতে দেশের সাধারণ মানুষ উন্নত সেবা পায়। তিনি আরো বলেন, যুব সমাজের জন্য কর্মসংস্থান সৃষ্টি করা হবে। বেকারত্ব দূর করতে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হবে, যাতে দেশের তরুণরা তাদের মেধা ও শক্তি দিয়ে দেশ গড়তে পারে। জামায়াতে ইসলামী এমন একটি সমাজ প্রতিষ্ঠা করতে চায়, যেখানে আইনের শাসন থাকবে এবং কেউ আইনের ঊর্ধ্বে থাকবে না।

এছাড়াও দিবসটি পালন উপলক্ষে উপজেলা প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক দলের স্বতঃস্ফূর্ত ভাবে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। সকাল থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন কর্মসূচি পালন করে উপজেলা প্রশাসন। কর্মসূচির মধ্য ছিল শহীদদের কবর জিয়ারত ও পুষ্পস্থবক অর্পন, আনন্দ মিছিল, ও পুরস্কার বিতরণ। 

দুপুরের পর থেকে শুরু হয় বিভিন্ন রাজনৈতিক দলের আনন্দ, বিজয় ও গণমিছিল। আনন্দ আর বিজয়ের উল্লাসে ভরে ওঠে ঈশ্বরগঞ্জ পৌর শহরের প্রতিটি রাস্তাঘাট। শহরের জুড়ে সড়কে চলছিল স্লোগান আর স্বৈরাচার বিরোধী প্রতিবাদের ঢেউ।

বিকেল ৩টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মুফতি হাবিবুল্লাহ’র নেতৃত্বে সমাবেশ ও গণমিছিল মিছিল অনুষ্ঠিত হয়। বিকেল সাড়ে ৫টায় উপজেলা বিএনপির আহ্বায়ক প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবুর নেতৃত্বে বিজয় র্যা লি শেষে গো-হাটা বাজারে সমাবেশ করেছে দলটি। এছাড়াও লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে বিজয় মিছিল করা হয়েছে।

মন্তব্য (০)





image

ইসলামপুর থেকে চাঁদাবাজ, সন্ত্রাসীদের উৎখাত করব: বিএনপি নে...

জামালপুর প্রতিনিধি : বিএনপি নেতা বলেছেন, জুলাই গণঅভূথানের বছরপূতির মাহেন্দ্রক...

image

গোপালপুরে জুলাই শহীদ মো. ইমনের কবরে পুষ্পস্তবক অর্পণ ও দো...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয...

image

মেলান্দহে ভুয়া ভোটার তালিকা তৈরি, আদালতে মামলা, নির্বাচন...

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে ম্যানেজিং কমিটি নির্বাচনে ভুয়া ভোট...

image

কালীগঞ্জে শহীদের কবর জিয়ারত করলো প্রশাসন ও রাজনৈতিক নেতৃব...

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের...

image

শ্রীপুরে জুলাই বিপ্লবে শহীদদের স্বরণে কোরআন খতম ও দোয়া মা...

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে জুলাই বিপ্লবে শহীদদের স্মরণে...

  • company_logo