• সমগ্র বাংলা

কালীগঞ্জ থানা থেকে রাজকীয় সংবর্ধনায় বাড়ি ফিরলেন কনস্টেবল আফছার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধিঃ ২৫ বছরের কর্মজীবন শেষে রাজকীয় বিদায় সংবর্ধনা পেলেন এক পুলিশ কনস্টেবল। দেশের বিভিন্ন থানায় নিষ্ঠা, দক্ষতা ও সুনামের সঙ্গে চাকরি করেন পুলিশ কনস্টেবল মো. আফছার উদ্দিন।

‎মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে সহকর্মীরা তাকে ব্যতিক্রমী বিদায় সংবর্ধনা দিয়েছেন। এ সময় তিনি কান্নায় ভেঙে পড়েন। পরে সুসজ্জিত একটি প্রাইভেটকারে তোলে তাকে পৌঁছে দেওয়া হয়েছে বাড়ি। এরে আগে গত মঙ্গলবার (৩১ জুলাই) ছিল তার চাকরি জীবনের শেষ দিন। সর্বশেষ কর্মস্থল গাজীপুরের কালীগঞ্জ থানা থেকে তিনি অবসর নিয়ে রাজকীয়ভাবে বাড়ি ফিরলেন।

‎বিদায়ী পুলিশ কনস্টেবল আফছার টাঙ্গাইল সদর উপজেলার পিচুরীয়া গ্রামের মৃত শহিদ আলীর ছেলে। তিন ভাই ২ বোনের মধ্যে আফছার ছিলেন বাবার প্রথম সন্তান। ২০০০ সালে ১২ ফেব্রুয়ারি তিনি গাজীপুর জেলায় আর্মড পুলিশ ব্যাটালিয়নে চাকরি জীবনের শুরু। দীর্ঘ যাত্রায় সুনামের সঙ্গে নেত্রকোনা, পুলিশ হেটকোয়ার্টার, ঢাকা মেট্রো ও গাজীপুরে দায়িত্ব পালন করেন। গাজীপুরে দিয়ে শুরু করে গাজীপুর দিয়েই শেষ করেন নিজের চাকুরি জীবন।

‎ব্যক্তিগত জীবনে তিনি এক ছেলে ও এক কন্যা সন্তানের জনক। ছেলে এবার মিরপুর বাংলা কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিচ্ছে। আর মেয়ে চলতি বছর রাজারবাগ পুলিশ লাইন্স স্কুল থেকে এসএসসি পাস করেছেন।

‎গাজীপুর জেলা পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেকের নির্দেশনায় কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন ব্যতিক্রমী বিদায় সংবর্ধনার আয়োজন করেন।

‎এ সময় উপস্থিত ছিলেন থানার ইন্সপেক্টর (ইনভেস্টিকেশন) মো. আশরাফুল ইসলাম, সেকেন্ড অফিসার উপ পরিদর্শক (এসআই) মাসুদ রানা শামীম সহ থানার সকল এসআই, এএসআই ও পুলিশ সদস্যরা। থানা ভবনের করিডোরের দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে সহকর্মীরা তাকে থানা ভবন থেকে ধীরে ধীরে সুসজ্জিত গাড়ির দিকে নিয়ে যান।

‎এর আগে অবসরপ্রাপ্ত পুলিশ কনস্টেবল আফছারকে গ্রামের বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন একটি প্রাইভেটকার গাড়ি ভাড়া করে সেটি সুসজ্জিত করে রাখেন। আর সেই গাড়ীতেই তাকে রাজকীয় বিদায় জানানো হয়। এছাড়াও তাকে ফুলেল শুভেচ্ছা ও বিদায় জনিত সংবর্ধনা দিয়ে ক্রেস্ট প্রদান করা হয়।

‎অবসরপ্রাপ্ত পুলিশ কনস্টেবল আফছার উদ্দিন জানান, সহকর্মীরা তাকে এভাবে সম্মান দেবেন তা কখনও কল্পনাও করেননি। চাকরি শেষে এমন সম্মান কয়জনের ভাগ্যে জুটে। চাকরিকালীন তিনি চেষ্টা করেছেন সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের। হয়তো তিনি কিছুটা পেরেছেন বলেই সহকর্মীরা তাকে এত সম্মান দিয়েছে, মনে হচ্ছে পুলিশের চাকরিতে যাওয়া তার সার্থক হয়েছে।

‎তিনি আরো বলেন, আমার চাকুরী জীবন শুরু গাজীপুর থেকে আর তা শেষও হলো গাজীপুর দিয়ে।

‎থানার ওসি মো. আলাউদ্দিন জানান, অবসরে যাওয়া পুলিশ সদস্য আফছার পুলিশ বিভাগে যথেষ্ট অবদান রেখেছেন, নিজেও সুনাম অর্জন করেছেন। বিদায়লগ্নে আমরা চেষ্টা করেছি তাকে সসম্মানে বিদায় দিতে। এসপির নির্দেশে পুলিশ সদস্যে আফসারের চাকরি জীবনের শেষ মুহূর্তটি স্মরণীয় রাখতে সহকর্মীরা মিলে এ আয়োজন করি।

মন্তব্য (০)





image

ইসলামপুর থেকে চাঁদাবাজ, সন্ত্রাসীদের উৎখাত করব: বিএনপি নে...

জামালপুর প্রতিনিধি : বিএনপি নেতা বলেছেন, জুলাই গণঅভূথানের বছরপূতির মাহেন্দ্রক...

image

গোপালপুরে জুলাই শহীদ মো. ইমনের কবরে পুষ্পস্তবক অর্পণ ও দো...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয...

image

গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে ঈশ্বরগঞ্জে জামায়াতের গণমিছিল...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : জুলাই-আগষ্...

image

মেলান্দহে ভুয়া ভোটার তালিকা তৈরি, আদালতে মামলা, নির্বাচন...

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে ম্যানেজিং কমিটি নির্বাচনে ভুয়া ভোট...

image

কালীগঞ্জে শহীদের কবর জিয়ারত করলো প্রশাসন ও রাজনৈতিক নেতৃব...

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের...

  • company_logo