
ফাইল ছবি
নিউজ ডেস্কঃ ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সব শহীদকে ‘জাতীয় বীর’ হিসেবে ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ মঙ্গলবার (৫ আগস্ট) সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ‘জুলাই ঘোষণাপত্র পাঠ’ অনুষ্ঠানে এ ঘোষণা দেন তিনি।
অনুষ্ঠানে ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। ঘোষণাপত্রের ২৪তম দফায় জুলাই গণঅভ্যুত্থানের সব শহীদকে ‘জাতীয় বীর’ হিসেবে ঘোষণা দিয়ে প্রধান উপদেষ্টা বলেন, ‘সেহেতু, বাংলাদেশের জনগণ জুলাই গণঅভ্যুত্থানের সব শহীদদের জাতীয় বীর হিসেবে ঘোষণা করে শহীদদের পরিবার, আহত যোদ্ধা এবং আন্দোলনকারী ছাত্র-জনতাকে প্রয়োজনীয় আইনি সুরক্ষা দেওয়ার অভিপ্রায় ব্যক্ত করছে।’
এর আগে বিকেল ৫টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠান মঞ্চে যোগ দেন প্রধান উপদেষ্টা। এ সময় তার সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলে প্রতিনিধিরা। তার আগে বিকেল থেকে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা অনুষ্ঠানে যোগ দেন।
বিএনপি নেতাদের মধ্যে অনুষ্ঠানে যোগ দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান ও সালাহউদ্দিন আহমদ।
জামায়াত নেতাদের মধ্যে অনুষ্ঠানে যোগ দিয়েছেন দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান ও সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ।
জাতীয় নাগরিক পার্টির নেতাদের মধ্যে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন অনুষ্ঠানে যোগ দিয়েছেন। এ ছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের (চরমোনাই পীর) আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি ও নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নাসহ অন্যান্যরা।
নিউজ ডেস্কঃ বিগত দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন&mda...
নিউজ ডেস্কঃ জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের হত্যা...
নিউজ ডেস্কঃ জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত...
নিউজ ডেস্কঃ প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, জ...
নিউজ ডেস্কঃ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহা...
মন্তব্য (০)