
ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উদযাপন অনুষ্ঠান চলছে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে। আজ মঙ্গলবার (৫ আগস্ট) দুপুর সোয়া ১২টার দিকে ‘৩৬ জুলাই উদ্যাপন’ শীর্ষক এ অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে জনপ্রিয় গানগুলো গাওয়া হচ্ছে। চলছে উল্লাস। সঙ্গে হচ্ছে স্লোগান, করা হচ্ছে আবৃত্তি। পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হচ্ছে।
আজ মঙ্গলবার বিকেল ৪টার দিকে রাজধানীর মানিক মিয়ায় দেখা যায়, সংসদ ভবনের ১১ নম্বর গেটের সামনে বিজয় উদযাপনে স্টেজে চলছে গান-কবিতা-স্লোগান। বিদ্রোহী কবিতা পাঠ চলছে। আগত অতিথি, দর্শকরাও এতে ঠোঁট মিলিয়ে যাচ্ছেন। দেশাত্মবোধক গান চলছে। শহীদ ও তাদের পরিবারের প্রতি উৎসর্গ করে নানান মন ভেজানো গান চেয়ে চলেছেন শিল্পীরা। জুলাই গণঅভ্যুত্থান দিবসের এই অনুষ্ঠানে আগতরা কখনো মন নরম করছেন, কখনো উল্লাসে মেতে উঠছেন।
এসব যখন চলছে মানিক মিয়ার বকুল তলার আশপাশে রাখা সাউন্ডবক্সে বারবার বেজে চলেছে, ‘শেখ হাসিনা পালায় না’, ‘বেশি বাড়াবাড়ি করলে আবার জেলে পাঠাব’। এসব যখন বাজছে, আশপাশের মানুষ তা নিয়ে মজা করছেন, ব্যঙ্গ করছেন।
‘গোলামী না আজাদী, আজাদী আজাদী’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’সহ নানা ধরনের স্লোগানে মুখরিত উৎসবস্থল। উৎসবে আগতদের অনেকের কপালে, মাথায়, হাতে-বুকে-পিঠে লাল সবুজ পতাকা। চারদিক পতাকায় ছেয়ে গেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া চার বন্ধু এসেছেন অনুষ্ঠানে। এদের মধ্যে তরিকুল ইসলাম বলেন, কি যে ভালো লাগছে বলে বোঝানো যাবে না। বন্ধুরা মিলে জুলাই গণঅভ্যুত্থান উদযাপন করতে এসেছি। আন্দোলনে শহীদদের জন্য গর্ব হচ্ছে। তারা ভালো থাকুক। তাদের জন্য আজ আমরা এখানে।
কনসার্ট উপভোগ করছিলেন মারুফ হাসান নামের এক চাকরিজীবী। গানের সঙ্গে নিজেও সুর মেলাচ্ছেন। তিনি বলেন, ‘আজকের দিনটির জন্য মানুষের কতদিনের অপেক্ষা। কত নির্যাতন, জেল-জুলুম, হত্যা-গুমের পর এই দিন আমাদের হলো। দেশ স্বৈরাচারমুক্ত থাকুক আজীবন। এদেশের নাগরিকরা স্বাধীনতা উপহার পাক।’
রাজধানীর উত্তরা থেকে এসেছেন নাজমুল হুদা। তিনি বলেন, আলতাফ নামের আমার এক বন্ধু উত্তরায় ৩ আগস্ট শহীদ হয়েছে। ওরা জন্য খারাপ লাগছে। বারবার মনে পড়ছে। ও বেঁচে থাকলে আজ একসঙ্গে আসতে পারতাম। বন্ধুটা আমার কেমন আছে জানি না। আল্লাহ তাকে ভালো রাখুক।
নিউজ ডেস্কঃ বিগত দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন&mda...
নিউজ ডেস্কঃ জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের হত্যা...
নিউজ ডেস্কঃ জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত...
নিউজ ডেস্কঃ প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, জ...
নিউজ ডেস্কঃ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহা...
মন্তব্য (০)