• খেলাধুলা

‘এখনও দলে কোনো গ্রুপিং নেই’

  • খেলাধুলা

ফাইল ছবি

স্পোর্টস ডেস্ক : ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের পর ভারপ্রাপ্ত অধিনায়ক হন নাজমুল হোসেন শান্ত। ২০২৪ সালের টি-২০ বিশ্বকাপেও ছিলেন অধিনায়ক। টেস্টের নেতৃত্বভারও ছিল তার কাঁধে। এরপরও নানা কারণে নেতৃত্বে ছেড়েছেন তিনি। মেহেদী মিরাজকে ওয়ানডে অধিনায়ক করায় শান্ত টেস্ট নেতৃত্ব ছাড়েন। এরপর দলে বিভাজনের গুঞ্জন ছড়ায়। সমকালের সিকান্দার আলীকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে শান্ত দাবি করেছেন, দলে কোন বিভাজন সৃষ্টি হয়নি। এখনও কোন গ্রুপিং নেই।

তিনি বলেন, ‘আমি শ্রীলঙ্কায় ওয়ানডে সিরিজ পর্যন্ত ছিলাম। ওই সময় পর্যন্ত দলাদলির মতো কিছু ছিল না। পরিবেশ ভালো আছে। আমি বিশ্বাস করি, আস্তে আস্তে এটা আরও ভালোর দিকে যাবে। কিছু ঘটনায় মানুষ হয়তো বাইরে থেকে ধারণা করছে, কিন্তু এখন পর্যন্ত তেমন কিছু ঘটেনি।’

ওয়ানডের  অধিনায়ক মিরাজ, টি-২০ দলকে নেতৃত্ব দিচ্ছেন লিটন। তাদের অধীনে খেলতে কোন আপত্তি নেই বলেও পরিষ্কার করেছেন শান্ত, ‘আমার কোনো আপত্তি নেই (হাসি)। আমি যে কোনো অধিনায়কের অধীনে খেলার জন্য প্রস্তুত। দলের জন্য যেভাবে খেলা দরকার বা অধিনায়ককে সহযোগিতা করার প্রয়োজন করব।’

বাংলাদেশের পরবর্তী টেস্ট সিরিজ নভেম্বরে। টেস্টের অধিনায়ক নির্বাচন করতে তাই কিছুটা সময় পাচ্ছে বিসিবি। টেস্ট নেতৃত্বের বিষয়টি বিসিবি পুনর্বিবেচনা করতে বললে, কী করবেন এমন প্রশ্নে শান্ত জানান, বিষয়টি নিয়ে আপাতত ভাবছেন না, ‘কেন আমি নেতৃত্ব ছেড়েছি সেটি নিয়ে কথা বলেছি। এই বিষয়গুলো নিয়ে এখন কথা বলতে চাই না। কারণ ইতোমধ্যে দুই সংস্করণে দু’জন অধিনায়ক আছেন। আমি আশা করব, তারা ভালোভাবে দলটিকে সামনের দিকে এগিয়ে নেবেন। অধিনায়ক ইস্যুতে ভবিষ্যতে কী হবে না হবে সে বিষয় এ মুহূর্তে চিন্তা করছি না।’

শান্ত নিজেই টি-২০’র অধিনায়কত্ব ছাড়তে চেয়েছিলেন। তবে ওয়ানডে ও টেস্ট নিয়ে পরিকল্পনা ছিল তার। এমনকি এই দুই ফরম্যাটে দীর্ঘমেয়াদি দায়িত্ব চেয়েছিলেন তিনি। অধিনায়কত্ব তার জন্য চাপের ছিল না বলেও সাক্ষাৎকারে উল্লেখ করেছেন বাঁ-হাতি এই ব্যাটার, ‘অধিনায়ক থাকায় অসুবিধা ছিল, তা না। হ্যাঁ, তখন সবাইকে নিয়ে একটু চিন্তা করতে হতো, দল নিয়ে ভাবতে হতো। ওই জায়গা থেকে দেখলে একটু হলে মুক্ত সময় পাব। এখন মূল ফোকাস থাকবে নিজের ব্যাটিংয়ে উন্নতি করা। তিন সংস্করণে সুযোগ এলে বেশি অবদান রাখার চেষ্টা করব।’

মন্তব্য (০)





image

ক্রিকেটাররা এখন কোচিংয়েই ভবিষ্যৎ দেখছে: হাবিবুল

স্পোর্টস ডেস্ক : ক্রিকেটারদের কোচ হওয়ার আগ্রহ বাড়ায় সন্তুষ্ট হাবিবুল বাশ...

image

দারুণ সুযোগ হারাল বাংলাদেশ, ক্রিকেট-কূটনীতিতে ব্যর্থ বিসি...

স্পোর্টস ডেস্কঃ সংযুক্ত আরব আমিরাতে আগামী ৯ সেপ্টেম্বর ...

image

টানা দ্বিতীয় জয়, জিম্বাবুয়েকে হারিয়ে ঘুরে দাঁড়াল বাংলাদেশ

নিউজ ডেস্কঃ ব্যাট-বলে দুর্দান্ত পারফরম্যান্স করে প্রথম দুই ম...

image

বৈরী আবহাওয়ার কারণে স্থগিত করা হয়েছে নওগাঁর জুলাই স্মৃতি

নওগাঁ প্রতিনিধি : এক সময় দেশজুড়ে সুনাম ছিলো নওগাঁর ভলিবল দলে...

image

‘শুধু প্রত্যাশা নয়, ভালো প্রস্তুতি নিয়ে বিশ্বকাপে যেতে হবে’

স্পোর্টস ডেস্ক : প্রত্যাশার ভেলা ভাসিয়ে ২০২৩ সালে ভারতে অনুষ্ঠিত বিশ্বকা...

  • company_logo