
ছবিঃ সিএনআই
জামালপুর প্রতিনিধি : দেশের বৃহৎ ইউরিয়া সার উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা ফার্টিলাইজার কোং লিঃ (জেএফসিএল)-এ দৈনিক হাজিরা ভিত্তিক বিভিন্ন বিভাগ/শাখায় নানাবিধ কাজের জন্য সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে কারখানা চলাকালীন ২৩৩ জন এবং কারখানা বন্ধকালীন ১৫৯ জন বিভিন্ন ক্যাটাগরীর দৈনিক ভিত্তিক ক্লার্ক/ড্রাইভার সমমান দক্ষ ও অদক্ষ শ্রমিক/কর্মচারী কাজ নাই মজুরী নাই ভিত্তিতে জনবল সরবরাহের জন্য আহ্বানকৃত দরপত্রের বিপরীতে ঠিকাদার নিয়োগের নিমিত্ত অভিপ্রায় পত্র প্রেরণ করেছে কারখানা কর্তৃপক্ষ। মঙ্গলবার সকালে দেলোয়ার হোসেন, উপ-মহাব্যবস্থাপক (প্রশাসন) স্বাক্ষরিত একটি পত্র ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স আল-মমিন আউটসোর্সিং সার্ভিসেস লিঃ মেহের টাওয়ার, ৭ম তলা, রুম নং-৩, ১৬৪, বীর উত্তম সি আর দত্ত রোড, হাতিরপুল, ঢাকা-১২০৫ বরাবর প্রেরণ করা হয়েছে।
যমুনা সার কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, গত ২৪/১১/২০২৪ খ্রিঃ তারিখে আহ্বানকৃত উন্মুক্ত দরপত্র নং- জেএফসিএল/প্রশাসান/এস্টেট ০৯/৩৮০৩-এর বিপরীতে মের্সাস আল-মমিন আউটসোর্সিং সার্ভিসেস লিঃ-এর দরপত্রটি সার্বিক মূল্যায়নে বিবেচিত হওয়ায় ১ মাসের হাজিরা ভিত্তিতে সার্ভিস কমিশন শতকরা ৫ ভাগ হারে আগামী ১/৯/২০২৫ খ্রিঃ হতে ৩১/৮/২০২৭ খ্রিঃ পর্যন্ত ২৪ মাসের জন্য দৈনিক ভিত্তিক শ্রমিক সরবরাহের ঠিকাদার নিয়োগ করা হয়েছে। সূত্র মতে, সিডিউল মোতাবেক আগামী ১/৯/২০২৫ খ্রিঃ তারিখ হতে যথারীতি মেসার্স আল-মমিন আউটসোর্সিং সার্ভিসেস লিঃ-কে কাজ শুরু করার অনুমোদন দিয়েছে কারাখানা কর্তৃপক্ষ।
এ বিষয়ে মেসার্স আল-মমিন আউটসোর্সিং সার্ভিসেস লিঃ-এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ মোমিনুল ইসলাম জানান, মঙ্গলবার যমুনা ফার্টিলাইজার কোং লিঃ কর্তৃক দৈনিক হাজিরা ভিত্তিক জনবল সরবরাহের ঠিকাদার হিসেবে কারখানা কর্তৃপক্ষের অভিপ্রায় পত্র হাতে পেয়েছি। তিনি আরো বলেন- আগামী ১লা সেপ্টেম্বর থেকে আমি যথারীতি কাজ শুরু করবো, ইনশাল্লাহ।
এ ব্যাপারে যমুনা সার কারখানার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আফাজ উদ্দিনের সাথে মুঠোফোনে কথা বলতে চাইলে তাতে তিনি সাঁড়া দেননি।
নিউজ ডেস্কঃ দেশের সাতটি অঞ্চলের উপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিমি বে...
নিউজ ডেস্কঃ কুড়িগ্রামের সাংবাদিক মো. আরিফুল ইসলাম রিগানকে মধ...
নিজস্ব প্রতিবেদক: রূপালী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৩৭ত...
বাকৃবি প্রতিনিধিঃ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) অধ্...
নিউজ ডেস্ক : শিক্ষা উপদেষ্টা প্রফেসর ড. চৌধুরী রফিকুল আবরার বলেছেন, জুলা...
মন্তব্য (০)