• অর্থনীতি

ছয় মাসে ব্র্যাক ব্যাংকের ৯০৬ কোটি টাকা মুনাফা

  • অর্থনীতি

ফাইল ছবি

নিউজ ডেস্ক : চলতি বছরের প্রথম ছয় মাসেই সরকারি ট্রেজারি বিল-বন্ড থেকে ব্র্যাক ব্যাংকের সমন্বিত আয় ২ হাজার কোটি টাকা ছাড়িয়ে গেছে। গত বছরের প্রথম ছয় মাসের চেয়ে চলতি বছরের প্রথম ছয় মাসে এই খাত থেকে ব্যাংকটির আয় বেড়েছে ৮৫২ কোটি টাকা, যা ব্যাংকটির প্রকৃত সুদ আয়ের চেয়ে বেশি। আর ট্রেজারি বিল-বন্ডের বাড়তি আয়ের ওপর ভর করে চলতি বছরের প্রথমার্ধে ৯০০ কোটি টাকার বেশি মুনাফা করেছে বেসরকারি খাতের শীর্ষস্থানীয় এই ব্যাংক।

ব্র্যাক ব্যাংকের অর্ধবার্ষিক আর্থিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। গত সোমবার ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায় অর্ধবার্ষিক এই আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয়। আর শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি হিসেবে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইটের মাধ্যমে আর্থিক প্রতিবেদনের নানা তথ্য বিনিয়োগকারীদের জানানো হয়েছে।

আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত জানুয়ারি থেকে জুন—এই ছয় মাসে ব্র্যাক ব্যাংক কর-পরবর্তী সমন্বিত মুনাফা করেছে ৯০৬ কোটি টাকা। গত বছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৫৯১ কোটি টাকা। সেই হিসাবে এক বছরের ব্যবধানে ব্যাংকটির কর-পরবর্তী মুনাফা ৩১৫ কোটি টাকা বা সোয়া ৫৩ শতাংশের বেশি বেড়েছে। ব্যাংকটির মুনাফার এই প্রবৃদ্ধি সম্ভব হয়েছে মূলত সরকারি ট্রেজারি বিল-বন্ডের আয়ে বড় ধরনের প্রবৃদ্ধি হওয়ায়। গত বছরের প্রথম ছয় মাসের তুলনায় চলতি বছরের প্রথম ছয় মাসে সরকারি ট্রেজারি বিল-বন্ড থেকে ব্র্যাক ব্যাংকের আয় ৮৫২ কোটি টাকা বা সাড়ে ৭১ শতাংশ বেড়েছে। শুধু তা-ই নয়, ২০২৪ সালের পুরো বছরে ব্র্যাক ব্যাংক সরকারি ট্রেজারি বিল-বন্ডের সুদ বাবদ আয় করেছিল ২ হাজার ৮৮১ কোটি টাকা। চলতি বছরের প্রথম ছয় মাসেই তা ২ হাজার ৪৪ কোটি টাকা ছাড়িয়ে গেছে।

আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম ছয় মাসে ব্র্যাক ব্যাংক ও তার সহযোগী প্রতিষ্ঠানগুলো ঋণের সুদ বাবদ সম্মিলিত আয় করেছে ৩ হাজার ৬৮৮ কোটি টাকা। গত বছরের একই সময়ে যার পরিমাণ ছিল ২ হাজার ৬৪২ কোটি টাকা। সেই হিসাবে এক বছরের ব্যবধানে ঋণের সুদ বাবদ আয় ১ হাজার ৪৬ কোটি টাকা বা প্রায় ৪০ শতাংশ বেড়েছে। ঋণের সুদ আয় বৃদ্ধির পাশাপাশি আমানতের সুদ বাবদ ব্যয়ও বেড়েছে ব্যাংকটির। চলতি বছরের প্রথমার্ধে আমানতের সুদ বাবদ ব্যাংকটির ব্যয় হয়েছে ২ হাজার ৮৭১ কোটি টাকা। গত বছরের একই সময়ে যার পরিমাণ ছিল ১ হাজার ৭৭৯ কোটি টাকা। সেই হিসাবে এক বছরের ব্যবধানে আমানতের সুদ বাবদ খরচ বেড়েছে ১ হাজার ৯২ কোটি টাকা বা ৬১ শতাংশের বেশি।

ব্যাংক খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, দীর্ঘদিন ব্যাংক খাতে ঋণ আমানতের সুদহার একক অঙ্কে সীমাবদ্ধ ছিল। এরপর নানা অনিয়ম ও কেলেঙ্কারির ঘটনায় ব্যাংক খাতে তীব্র তারল্যসংকট দেখা দেয়। তাতে বেঁধে দেওয়া সুদহার তুলে নেওয়ার চাপও তীব্র হতে থাকে। তারই এক পর্যায়ে ধীরে ধীরে ব্যাংকঋণ ও আমানতের সুদহার তুলে নেওয়া হয়। বর্তমানে ব্যাংক খাতে ঋণ আমানতের সুদহার বাজারভিত্তিক। তাতে ঋণের সুদহার বেড়ে ১৪ শতাংশ ছাড়িয়েছে। আর আমানতের সুদহার বেড়ে দাঁড়িয়েছে ১০ শতাংশের ওপরে। এ কারণে ঋণের সুদ বাবদ ব্যাংকগুলোর আয় যেমন বেড়েছে, তেমনি আমানতের সুদ বাবদ খরচও বেড়েছে।

আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথমার্ধে ব্র্যাক ব্যাংক পরিচালন মুনাফা করেছে ১ হাজার ৭৫৬ কোটি টাকা। গত বছরের একই সময়ে যার পরিমাণ ছিল ১ হাজার ২৫৪ কোটি টাকা। সেই হিসাবে এক বছরের ব্যবধানে ব্যাংকটির পরিচালন মুনাফা বেড়েছে ৫০২ কোটি টাকা।

সুদের চেয়ে সরকারি সিকিউরিটিজ থেকে বেশি আয়ের বিষয়ে জানতে চাইলে ব্র্যাক ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও ট্রেজারি বিভাগের প্রধান মো. শাহীন ইকবাল প্রথম আলোকে বলেন, ব্যাংক খাতে বর্তমানে ঋণের চাহিদা কম। এ কারণে যেসব ব্যাংকের হাতে বিনিয়োগযোগ্য উদ্বৃত্ত তারল্য রয়েছে, তাদের বেশির ভাগই সরকারি সিকিউরিটিজে বিনিয়োগ করেছে। ফলে এ খাত থেকে ব্যাংকগুলোর আয় বেড়েছে। যার যত বেশি বিনিয়োগ, তার আয়ও তত বেশি। ভবিষ্যতে ঋণের চাহিদা আবার বাড়লে তখন সরকারি সিকিউরিটিজে বিনিয়োগের আগ্রহও কমবে। ওই খাত থেকে আয়ও কমে আসবে।

 

মন্তব্য (০)





image

দেশে রিটেইল ব্যাংকিং ব্যবসা বন্ধ করছে এইচএসবিসি

নিউজ ডেস্ক : বাংলাদেশে রিটেইল ব্যাংকিং কার্যক্রম বন্ধ করছে এইচএসবিসি ব্য...

image

সালমান এফ রহমানকে ১০০ কোটি টাকা জরিমানা, পুঁজিবাজারে আজীব...

নিউজ ডেস্ক : বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান এবং ক্ষমতাচ্যুত প্রধানমন্...

image

অন্তর্বর্তী সরকারের ‘এক্সিট পলিসি’ নিয়ে চিন্তা করার সময় এ...

নিউজ ডেস্ক : যেকোনো অন্তর্বর্তীকালীন বা তত্ত্বাবধায়ক সরকারের সর্বদা তার...

image

গ্যাস খাতে ভর্তুকির অর্ধেক গচ্চা যাচ্ছে

নিউজ ডেস্ক : গ্যাস খাতে বছরে সিস্টেমলস প্রায় সাড়ে ৭ শতাংশ। এতে বছরে প্রা...

image

শুল্ক কমাতে যুক্তরাষ্ট্রের সবুজ সংকেত পেয়েছে বাংলাদেশ: বা...

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘোষিত পাল্টা শুল্ক হার কমাতে তৃতীয় দফা...

  • company_logo