
নজরুল ইসলাম রাজু, রংপুরঃ
রংপুরসহ উত্তরবঙ্গের প্রতি দীর্ঘদিনের বাজেট বৈষম্যের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে শিক্ষার্থীরা।বাজেট বৈষম্য নিরসন ও উন্নয়ন নিশ্চিতের দাবি।
সোমবার (২৮ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রংপুর নগরীর মডার্ন মোড় রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করে ‘ব্লকেড’ কর্মসূচি সাড়ে ১২টা পযন্ত পালন করেন। তারা দাবি বাস্তবায়নের জন্য সরকারকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেন।ঘন্টা ব্যাপি এই ‘ব্লকেড’ কর্মসূচি শতশত শিক্ষাথী অংশগ্রহন করেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মডার্ন মোড়ে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। পাশাপাশি সেনাবাহিনীর সদস্যদেরও দায়িত্ব পালন করতে দেখা যায়, যাতে অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে।
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্রধান ফটক থেকে শিক্ষার্থীদের একটি বিক্ষোভ মিছিল বের হয়ে কৃষ্ণচূড়া সড়ক, বিজয় সড়ক ও আবু সাঈদ চত্বর হয়ে মডার্ন মোড়ে গিয়ে অবস্থান নেয়। এতে করে গুরুত্বপূর্ণ এ মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।সড়কজুড়ে মুখরিত হয় বিক্ষোভকারীদের স্লোগানে“ রক্ত লাগলে রক্ত নে,রংপুরে বাজেট দে”,
“ঢাবির সিন্ডিকেট ভেঙে দাও, গুঁড়িয়ে দাও”,
“আবু সাঈদের বিশ্ববিদ্যালয়ে বৈষম্যের ঠাঁই নাই”,
“ভিক্ষা লাগলে ভিক্ষা নে, রংপুরে বাজেট দে”।
দুই দফা দাবি-ব্লকেড কর্মসূচি থেকে শিক্ষার্থীরা উত্তরবঙ্গের উন্নয়ন ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত সংকট দূরীকরণে দুটি দাবি উত্থাপন করেন-
১. উত্তরবঙ্গের দীর্ঘকালীন বাজেট বৈষম্য নিরসনে এবং শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও অবকাঠামোসহ সামগ্রিক উন্নয়নে একটি স্বাধীন আঞ্চলিক উন্নয়ন কমিশন গঠন।
২. বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে স্বায়ত্তশাসিত ও পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তর।
আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, দাবি আদায়ে ৪৮ ঘণ্টার মধ্যে কার্যকর উদ্যোগ না নেওয়া হলে ‘উত্তরবঙ্গ ব্লকেড’ কর্মসূচিসহ অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হবে। এছাড়া ক্লাস ও পরীক্ষা বর্জনের হুঁশিয়ারিও দেন তারা।
দাবি আদায়ে(মঙ্গলবার) থেকে নতুন কর্মসূচি ঘোষণা করা হয়।বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থী শাহরিয়ার সোহাগ জানান,মঙ্গলবার আবু সাঈদ চত্বর থেকে ‘মার্চ টু জেলা প্রশাসক’ ও ‘মার্চ টু বিভাগীয় কমিশনার’ কর্মসূচি পালনের মাধ্যমে জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনার বরাবর স্মারকলিপি প্রদান করা হবে।
শিক্ষার্থী শাহরিয়ার সোহাগ,শামসুর রহমান বলেন, “জুলাই পরবর্তী বাংলাদেশে বৈষম্যের কোনো স্থান নেই—এমনটাই বলা হলেও আমরা এখনো দেখছি উত্তরবঙ্গ এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বাজেট বৈষম্য করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ে ক্লাসরুম ও আবাসন সংকট প্রকট। অথচ এসব উন্নয়নে কোনো বাজেট বরাদ্দ নেই।”
আরও কয়েকজন শিক্ষার্থী আহসান হাবীব,রহমত আলী,জাহিদ হাসান বলেন,“২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনের পরও আমরা আশান্বিত ছিলাম—সরকার বাজেট বণ্টনে সুবিচার করবে। কিন্তু এবারের বাজেটেও উত্তরবঙ্গ উপেক্ষিত। আমরা সেই অবহেলার বিরুদ্ধে রাজপথে।”
উল্লেখ্য, রোববার (২৭ জুলাই) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৮ হাজার ১৪৯ কোটি ৩৮ লাখ টাকা ব্যয়ে ১২টি প্রকল্প অনুমোদন করা হয়। এর মধ্যে এককভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে বরাদ্দ হয় ২ হাজার ৮৪০ কোটি টাকা। অথচ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর সিটি করপোরেশন বা উত্তরবঙ্গের উন্নয়নের জন্য কোনো বরাদ্দই ছিল না।
মন্তব্য (০)