• তথ্য ও প্রযুক্তি

অব্যবহৃত ডাটা-মিনিট পরবর্তী প্যাকেজে যুক্ত হবে কি না জানাতে হবে

  • তথ্য ও প্রযুক্তি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : অব্যবহৃত ডাটা ও কলটাইম (মিনিট) পরবর্তী প্যাকেজের সঙ্গে যুক্ত হওয়ার প্রযোজ্য শর্তাবলি স্পষ্ট করে ব্যবহারকারীকে জানাতে হবে। অর্থাৎ অব্যবহৃত ডাটা ও মিনিট পরবর্তী প্যাকেজে চালু করার পর যোগ হবে কি না তা পরিষ্কার করে গ্রাহককে নিশ্চিত করবে মোবাইল অপারেটর কোম্পানিগুলো।গ্রাহকদের ভোগান্তি কমাতে এমন বেশকিছু সিদ্ধান্ত নিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর (ডিএনসিআরপি)।

সোমবার (২৮ জুলাই) ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সম্মেলনকক্ষে দেশের মোবাইল ফোন অপারেটরদের সঙ্গে এক মতবিনিময় সভায় এমন সিদ্ধান্তের কথা জানান ডিএনসিআরপি। দেশের মোবাইল ফোন অপারেটর কোম্পানিগুলোর বিরুদ্ধে গ্রাহকের দাখিল করা অভিযোগগুলো দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলিম আখতার খানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় গ্রামীনফোন, রবি, বাংলালিংক, টেলিটক প্রতিনিধি, বিটিআরসি প্রতিনিধি ও বাংলাদেশ মোবাইল টেলিকম অপারেটর অ্যাসোসিয়েশনের মহাসচিব উপস্থিত ছিলেন।

সভায় অধিদপ্তরের পরিচালক (অভিযোগ ও তদন্ত) মোহাম্মদ আজিজুল ইসলাম বলেন, গ্রাহকরা বিভিন্ন সময় মোবাইল ফোন অপারেটরদের বিরুদ্ধে নানা অভিযোগ করছেন। কিন্তু অপারেটররা নিয়মিত অভিযোগের শুনানিতে উপস্থিত থাকছেন না, কোন কোন অপারেটরের পক্ষে ক্রমাগত সময় চাওয়ায় অভিযোগগুলো নিষ্পত্তিতে বিলম্ব হচ্ছে।

এরপর সভায় মোবাইল ফোন অপারেটরদের বিরুদ্ধে ভোক্তাদের প্রাপ্ত অভিযোগগুলো উপস্থাপন করা হয়। এরপর অভিযোগ কমাতে এবং যেসব অভিযোগ আছে সেগুলো দ্রুত নিষ্পত্তি ও ভোক্তাসাধারণের স্বার্থে পাঁচটি সিদ্ধান্ত নেওয়া হয়।

সেগুলো হলো:
১। মোবাইল ফোন অপারেটররা অধিদপ্তরে দাখিল করা অভিযোগগুলো আগামী ৭ (সাত) দিনের মধ্যে যাচাই বাছাই করে নিষ্পত্তিযোগ্য অভিযোগগুলো নিজ উদ্যোগে নিষ্পত্তি করে বাস্তবায়ন প্রতিবেদন দাখিল করবেন। যেসব অভিযোগের বিষয়ে অপারেটররা দ্বিমত করবেন সেসব অভিযোগ যথারীতি শুনানির মাধ্যমে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নিষ্পত্তি করবে। শুনানিতে নিয়মিত উপস্থিত থাকার জন্য অপারেটররা নির্দিষ্ট কর্মকর্তাকে দায়িত্ব দেবেন।

২। অভিযোগের গ্রহণযোগ্যতা/আমলযোগ্যতা যাচাইয়ে যেসব টেকনিক্যাল বিষয় বিবেচনায় নিতে হবে, অপারেটররা সেসব বিষয়ের একটা চেকলিস্ট তৈরি করে আগামী ৭ (সাত) দিনের মধ্যে অধিদপ্তরে পাঠাবেন।

৩। অব্যবহৃত ডাটা ও মিনিট পরবর্তী প্যাকেজের সঙ্গে যুক্ত হওয়ার প্রযোজ্য শর্তাবলি স্পষ্ট করে ব্যবহারকারীকে জানাতে হবে।

৪। কাস্টমার কেয়ার প্রতিনিধির সঙ্গে কোন অভিযোগের বিষয়ে কথা বলার সময়ে অভিযোগকারীর সীম থেকে কলচার্জ বাতিল/গ্রহণযোগ্য করার সম্ভাব্যতা পরীক্ষা করে মোবাইল ফোন অপারেটররা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

৫। পুরোনো সিম নতুন করে বিক্রয়ের ক্ষেত্রে সিমের প্যাকেটে পরিষ্কার ভাষায় ইংরেজিতে ‘Re-Used’ এবং বাংলায় ‘পূর্বে-ব্যবহৃত’ লিখতে হবে যাতে সিম ক্রয়ের আগেই ভোক্তা জানতে পারেন।

মন্তব্য (০)





image

গুগল সার্চে আসছে পরিবর্তন

তথ্য প্রযুক্তি ডেস্ক : সার্চ ইঞ্জিনকে আরও স্মার্ট ও কার্যকর করতে গুগল নত...

image

প্রতিদিন ২৫০ কোটির বেশি নির্দেশনা সামলাতে হয় চ্যাটজিপিটিকে

তথ্য প্রযুক্তি ডেস্ক : চ্যাটবট চ্যাটজিপিটি হচ্ছে— ওপেনএআইয়ের তৈরি ...

image

জানা গেলো আইফোন ১৭ প্রো-এর ডিজাইন, ক্যামেরা কেমন হবে

তথ্য প্রযুক্তি ডেস্ক : সেপ্টেম্বরেই বাজারে আসবে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় স...

image

মারুতির প্রথম বৈদ্যুতিক গাড়ি, কী কী ফিচার থাকছে

নিউজ ডেস্ক : গাড়ির বাজারে অন্যতম জনপ্রিয় গাড়ির ব্র্যান্ড মারুতি সুজুকি। ...

image

ফোনে ওয়াই-ফাইয়ের পাসওয়ার্ড চেক করবেন যেভাবে

নিউজ ডেস্ক : প্রায় সবাই এখন ঘরে ওয়াই-ফাই ব্যবহার করেন। অনেক সময় এমন হয় য...

  • company_logo