ছবিঃ সংগৃহীত
তথ্যপ্রযুক্তি ডেস্ক: বেশ কয়েক দিন ধরে অনেক ব্যবহারকারী দেখছেন যে ফেসবুক অ্যাপ খুললে— অর্থাৎ ‘লঞ্চ স্ক্রিনে’ পুরনো নীল-সাদা লোগোর পরিবর্তে একটি হালকা, ‘ফেড’ (white-fade) বা হালকা ধূসর লোগো। এই পরিবর্তন অ্যান্ড্রয়েড ও আইওএস উভয় অপারেটিং সিস্টেমেই লোগোটি দেখা যাচ্ছে।
অনেকেই ভেবেছেন শীতের কারণেই কি ‘উইন্টার স্নো’ থিম হিসেবে লোগো পরিবর্তন করা হয়েছে। আবার অনেকে মনে করছেন, এটা হয়তো কোনো ‘বাগ’ বা কারিগরি ত্রুটি।
আইফোনে ফেসবুক ব্যবহারকারী শুভ বেশ কয়েক দিন ধরেই ‘উইন্টার থিম’ লোগোটি দেখছেন। প্রথমে অবশ্য তিনি ভেবেছিলেন, তার স্মার্টফোনের রেজল্যুশনের সমস্যার কারণে লোগোটি ভিন্ন দেখাচ্ছে। পরে অন্যদের সঙ্গে কথা বলে জানতে পারেন এমন অভিজ্ঞতা প্রায় সবারই হচ্ছে। একই অভিজ্ঞতার কথা জানিয়েছেন অ্যান্ড্রয়েডে ফেসবুক ব্যবহারকারী আব্দুল করীম। লোগোটি দেখে প্রথমে নিজের স্মার্টফোনে কোনো ত্রুটি হয়েছে বলে ভেবেছিলেন তিনি।
তবে প্রযুক্তি সাংবাদিক এবং ডিজাইন বিশ্লেষকদের একাংশ বলছেন, এটা কোনো কারিগরি ত্রুটি নয়। বরং Meta পরিকল্পিতভাবে একটি ‘ব্র্যান্ড রিফ্রেশ’ পরীক্ষা করছে। যদিও এখনও পর্যন্ত Meta অফিসিয়ালভাবে নতুন লোগো বা থিম সংক্রান্ত কোনো ঘোষণা দেয়নি।
তথ্য অনুযায়ী, যারা নতুন লোগোর পক্ষে যুক্তি দিচ্ছেন, তারা নিচের বিষয়গুলো উল্লেখ করছেন:
ভিজ্যুয়াল আধুনিকীকরণ (Visual modernization): পুরোনো ‘ফ্ল্যাট নীল’ লোগোর বদলে এখন হালকা, সুক্ষ ও পরিমার্জিত গ্রেডিয়েন্ট বা ফেডেড রং ব্যবহার করা হচ্ছে, যা সামগ্রিক ডিজাইনে নতুনত্ব আনে।
পাঠযোগ্যতা ও কন্ট্রাস্ট: হালকা বা গাঢ় যেকোনো ব্যাকগ্রাউন্ডের সঙ্গে ‘ফেডেড’ লোগোটা চমৎকার দেখায়, অর্থাৎ অ্যাপ লঞ্চ বা লোডিং স্ক্রিনে লোগোর দৃশ্যমানতা বাড়ে।
মেটা ইকোসিস্টেমের সামঞ্জস্য: মেটার অন্যান্য অ্যাপ (যেমন: হোয়াটসঅ্যাপ, ইনস্ট্রাগ্রাম) এরইমধ্যে দীর্ঘদিন ধরে ভিজ্যুয়াল রিফ্রেশ বা একরূপ ডিজাইন আপগ্রেডে যাচ্ছে। নতুন লোগো সম্ভবত সেই ধারারই অংশ।
এদিকে অনেক ব্যবহারকারী ভিন্ন রূপের লোগো দেখলেও মেটার পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি এই পরিবর্তন বা থিমসংক্রান্ত। ফলে, এই পরিবর্তন কি সাময়িক, পরীক্ষামূলক বা ভবিষ্যতের জন্য স্থায়ী হবে কিনা, সেটি এখনও পরিষ্কার নয়।
প্রসঙ্গত, ২০১৫ সালে প্রথমবারের মতো নিজেদের লোগো পরিবর্তন করে ফেসবুক। তখন ফেসবুকের প্রথম অক্ষর ‘এফ’ ছাড়া অন্য সব কটি অক্ষরের নকশায় পরিবর্তন আনা হয়।
তথ্য প্রযুক্তি ডেস্ক : মার্কিন ই-কমার্স জায়ান্ট অ্যামাজন, ইলন মাস্কের স্...
তথ্য প্রযুক্তি ডেস্ক : সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে, মানুষের মস্তিষ্ক জ...
নিউজ ডেস্কঃ বিশ্বের বিভিন্ন দেশে এখন স্মার্টফোনে ভূমিকম...
তথ্য প্রযুক্তি ডেস্ক : গুগল কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে একটি বড় পদক্ষে...
তথ্য প্রযুক্তি ডেস্ক : বিশ্বজুড়ে ৩৫০ কোটি হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর ফোন ন...

মন্তব্য (০)