• তথ্য ও প্রযুক্তি

নতুন ক্রিয়েটরদের জন্য সুখবর, এক সপ্তাহেই যেভাবে পাবেন মনিটাইজেশন

  • তথ্য ও প্রযুক্তি

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে নতুন ক্রিয়েটরদের জন্য সুখবর। সম্প্রতি প্ল্যাটফর্ম কর্তৃপক্ষ জানিয়েছে, যে কেউ মাত্র তিনটি নির্দিষ্ট সেটিংস চালু করলেই মাত্র এক সপ্তাহের মধ্যেই মনিটাইজেশন ফিচারে যুক্ত হতে পারবেন। এতে নতুনরা খুব দ্রুত আয় করার সুযোগ পাবেন।

‎প্ল্যাটফর্ম সূত্র জানায়, নতুন নীতিমালায় মনিটাইজেশনের জন্য বড় ধরনের কোনো শর্ত আর নেই। বরং এখন যেসব তিনটি সেটিংস সক্রিয় করতে হবে, তা হলো—

‎(১) প্রফেশনাল মোড অন করা,
‎(২) ক্রিয়েটর টুলস সক্রিয় করা এবং
‎(৩) বেসিক ইউজার ভেরিফিকেশন সম্পন্ন করা।

‎এই তিনটি ধাপ নিশ্চিত করা হলে ক্রিয়েটরদের কনটেন্ট স্বয়ংক্রিয়ভাবে রিচ পেতে থাকে এবং অ্যালগরিদম তাদের ভিডিও বা পোস্টকে দ্রুত বিস্তৃত দর্শকের কাছে পৌঁছে দেয়। এর ফলে মাত্র ৫–৭ দিনেই মনিটাইজেশন যোগ্যতা পূর্ণ হয়।

‎নতুন আপডেটের পর থেকে সবচেয়ে লাভবান হচ্ছেন তারা, যারা সম্পূর্ণ নতুন অ্যাকাউন্ট দিয়ে কনটেন্ট তৈরি শুরু করছেন। বিশেষজ্ঞদের মতে, পূর্বের তুলনায় এখন মনিটাইজেশন পাওয়া অনেক সহজ হয়ে গেছে, যা তরুণ ক্রিয়েটরদের আরও উৎসাহিত করবে।

‎প্ল্যাটফর্মের একটি টেকনিক্যাল টিম জানিয়েছে, এই নতুন সিস্টেম পরীক্ষামূলকভাবে চালুর পর দেখা গেছে—যারা নিয়মিত কনটেন্ট আপলোড করছেন, তারা পূর্বের তুলনায় দ্রুত আয়ের সুযোগ পাচ্ছেন। ফলে অনেকেই এখন সোশ্যাল মিডিয়াকে বিকল্প আয়ের উৎস হিসেবে বিবেচনা করছেন।

মন্তব্য (০)





image

দেশ সেরা এডটেক প্ল্যাটফর্ম লিড একাডেমী চালু করলো PGD in A...

নিজস্ব প্রতিবেদক : আজকের প্রতিযোগিতাতামলূক কর্পোরেট পরিবেশে ...

image

বারবার কল ড্রপ, সমাধান করবেন যেভাবে

তথ্য প্রযুক্তি ডেস্ক : আপনার মোবাইলে বারবার কলড্রপ হচ্ছে। এই কলড্রপ খুবই...

image

চ্যাটজিপিতে নতুন ফিচার চালু করল ওপেনএআই

তথ্য প্রযুক্তি ডেস্ক : বছরের শেষের দিকে স্পটিফাই র‍্যাপডের মতোই এবার...

image

নতুন চুক্তিতে যাচ্ছে টিকটক

তথ্য প্রযুক্তি ডেস্ক : যুক্তরাষ্ট্রে টিকটকের মালিকানা ও পরিচালনায় বড় পরি...

image

২০২৫ সালে অনলাইনে সবচেয়ে বেশিবার সার্চ হওয়া ব্যক্তিত্ব

তথ্য প্রযুক্তি ডেস্ক : ২০২৫ সালে বিশ্বজুড়ে ইন্টারনেটে মানুষের আগ্রহ মূল...

  • company_logo