• সমগ্র বাংলা

মাগুরায় সাপের কামড়ে কলেজ ছাত্রের প্রাণহানি

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

মাগুরা প্রতিনিধি : মাগুরা সদর উপজেলার শ্রীকান্তপুর গ্রামে বিষধর সাপের কামড়ে শাওন শিকদার (১৯) নামের এক তরুণের মর্মান্তিক মৃত্যু হয়েছে। অমূল্য সময় হারিয়ে গেছে ঝাড়ফুঁক আর ওঝার বাড়ি ঘুরে।


রবিবার সন্ধ্যায় গ্রামের রাস্তায় হেঁটে বেড়াচ্ছিলেন শাওন, আমুড়িয়া কারিগরি মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থী। হঠাৎই এক বিষধর সাপের ছোবল। আতঙ্কিত পরিবার সঙ্গে সঙ্গে চিকিৎসকের শরণাপন্ন না হয়ে ছোটে এক ওঝার বাড়িতে। শুরু হয় ঝাড়ফুঁক। সময় গড়িয়ে যায়, শাওনের শ্বাসে টান পড়ে। এরপর নেওয়া হয় আরেক ওঝার নিকটে। চিকিৎসা নয়, চলে মন্ত্র তন্ত্র।

রাত সাড়ে ১১টার দিকে শাওনকে যখন মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে আনা হয়, তখন দেহে প্রাণ নেই।
হাসপাতালের আরএমও ডা. মামুনুর রশীদ জানান, “তাকে মৃত অবস্থায় আনা হয়। যদি সঠিক সময়ে হাসপাতালে আনা হতো, অ্যান্টিভেনম ছিল, হয়তো বাঁচানো যেত।”

শাওনের মৃত্যুর খবর গ্রামে ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে। তরুণটি শুধু পরিবারের নয়, পুরো সমাজের হারানো সম্ভাবনা।

এই একুশ শতকে এসেও অনেক মানুষ বিশ্বাস করে ঝাড়ফুঁকে সাপের বিষ কাটে। চিকিৎসকের ভাষায়, “সাপে কামড়ালে দ্রুত হাসপাতালে যেতে হবে, অ্যান্টিভেনম ছাড়া অন্য কোনো পথ নেই।” অথচ এখনো অনেক পরিবার সিদ্ধান্ত নেয় ভুয়া ওঝার কথামতো।

মাগুরা সদর থানার ওসি মো. আইয়ুব আলী জানান, আইনি প্রক্রিয়া শেষে সোমবার সকালে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

স্থানীয় স্কুলের শিক্ষক তৌহিদুল ইসলাম বলেন, শাওনের মৃত্যু কেবল একটি পরিবারের শোক নয়—এটি আমাদের সমাজের জন্য একটি কঠিন শিক্ষা। সময় এসেছে মানুষকে বোঝানোর, “ঝাড়ফুঁকে নয়, জীবন বাঁচে আধুনিক চিকিৎসায়।” শাওনের মতো আর কোনো তরুণ যেন এমন করুণ পরিণতির শিকার না হয়—এই হোক আমাদের অঙ্গীকার।

মন্তব্য (০)





image

পাবনায় মাকে মারধোর করায় ছেলে-বৌসহ গ্রেফতার ৫

পাবনা প্রতিনিধি : পাবনার সাঁথিয়ায় মাকে মারধর, নির্যাতনের ভিডিও প্রকাশ ...

image

ঈশ্বরগঞ্জে আনসার সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ঈশ্বরগ...

image

নারায়ণগঞ্জের ফতুল্লায় বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু

নারায়ণগঞ্জ প্রতিনিধি :  নারায়ণগঞ্জের ফতুল্লায় পাম্প দিয়ে ঘরের পিছনে...

image

চাটমোহরে অশ্লীলতা মাদক ও নগ্নতার প্রতিবাদে মানববন্ধন; জড়ি...

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে অশ্লীলতা, মাদক ও নগ্নতার প...

image

তারেক রহমানের ঘোষিত ৩১ দফা গ্রামে গঞ্জে হাটে বাজারে ছড়িয়ে...

নড়াইল প্রতিনিধি : বিএনপির ভারপ্র...

  • company_logo