
ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয় থাকায় দেশের কয়েকটি বিভাগে আগামী ২৪ ঘণ্টার মধ্যে ভারী থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে।
বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে এক আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক স্বাক্ষরিত সতর্কবার্তায় জানানো হয়, সকাল ১০টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন স্থানে ৪৪ থেকে ৮৮ মিলিমিটার পর্যন্ত ভারী বর্ষণ, এবং কোথাও কোথাও ১৮৮ মিলিমিটার পর্যন্ত অতি ভারী বর্ষণ হতে পারে।
চট্টগ্রামে ভূমিধ্বসের শঙ্কা:
আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়, অতি ভারী বৃষ্টিপাতের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকাগুলোতে ভূমিধ্বসের সম্ভাবনা রয়েছে। সংশ্লিষ্ট এলাকাগুলোর বাসিন্দাদের সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এদিকে, অতি ভারী বৃষ্টিপাতের কারণে মুহুরী নদীর পানি বাড়তে থাকায় নোয়াখালীতে ফের বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। প্রবল বৃষ্টিতে জেলার বেশির ভাগ সড়ক ও অলিগলির রাস্তাঘাট ডুবে গেছে এবং বাসা বাড়িতে ঢুকে গেছে পানি।
অন্যদিকে, গোমতী নদীর পানি বৃদ্ধি পাচ্ছে প্রতিনিয়ত। সকাল ৯টায় গোমতী নদীর পানি ৯ দশমিক ৬৮ মিটার দিয়ে প্রবাহিত হতে দেখা গেছে। এ নদীর বিপৎসীমা ১১ দশমিক ৩ মিটার। বিপৎসীমার ১ দশমিক ৬২ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে গোমতী নদীর পানি।
নিউজ ডেস্কঃ গোপালগঞ্জে সমাবেশ শেষে ফিরে যাওয়ার সময় জাতীয় নাগরিক পার্টির ...
নিউজ ডেস্কঃ ঝাড়খন্ড এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘচুাপটি বর্ত...
নিউজ ডেস্কঃ জুলাই শহীদদের স্বপ্ন বৈষম্যহীন, দুর্নীতি ও স্বৈরাচারমুক্ত এক...
নিউজ ডেস্কঃ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কর্মসূচি ‘দেশ ...
নিউজ ডেস্কঃ মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের সুসংবাদ দিয়েছেন প্রবাসী কল্যাণ...
মন্তব্য (০)