
ছবিঃ সিএনআই
দোহার (ঢাকা)প্রতিনিধি: দোহার উপজেলার জয়পাড়া হাট-বাজারের ’তোহা-বাজার’ এর সরকারি সম্পত্তির আংশিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন উপজেলা প্রশাসন ও পৌর প্রশাসক। বুধবার (৯ জুলাই) সকালে জয়পাড়া বাজারে তোহা বাজারে’র সম্পত্তি অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক তানিয়া তাবাসসুম। এ সময়ে অভিযানে সহযোগীতা করেন সেনাবাহিনীর সদস্য, দোহার থানা পুলিশ, ফায়ার সার্ভিসের সদস্য ও আনসার বাহিনী।
জানা যায়, জমি জেলা প্রশাসকের অথচ আওয়ামী সরকারের আমলে গড়ে তোলা অবৈধ দোকান উচ্ছেদ করলেন উপজেলা প্রশাসন ও পৌর কর্তৃপক্ষ। জানা যায়, জয়পাড়া হাট বাজারের ‘তোহা বার্জার যা হাট ও বাজারের পরিসীমার মধ্যে প্রান্তিক কৃষকদের উৎপাদিত পণ্য ক্রয়-বিক্রয়ের নিমিত্তে সংরক্ষিত জমিটি দখলে নেন ২০১২-১৩ সালে প্রভাবশালীরা।সে
সময়ে তোহা বাজারের প্রায় অর্ধ একর জমিতে দখলের মাধ্যমে ভাগ বাটোয়ারা করে দোকান নির্মণ করেন তৎকালীন সময়ের আওয়ামী প্রভাবশালীরা। এরপর বিষয়টি হালাল করতে পৌরসভা মেয়রের মাধ্যম হয়ে উপজেলা প্রশাসনের কাছে বন্দোবস্ত চেয়ে তৎকালীন ঢাকা-১ আসনের এমপি একটি ডিউ লেটার দেন পৌরসভা। এক পর্যায়ে ঢাকা-১ আসনের সাবেক সংসদ সদস্য সালমান এফ রহমানের নির্দেশে দখল বাস্তবায়িত হয়। গড়ে উঠে তোহা বাজারের সম্পত্তি’র উপর জয়পাড়া হাট বাজার। সম্প্রতি বিষয়টি নিয়ে উপজেলা আইনশৃঙ্খলা সভায় কৃষকদের উৎপাদিত ফসল সাপ্তাহিক হাট-বাজারের বিক্রির জায়গা না পাওয়ায় হতাশ কৃষকরা বিষয়ে আলোচনা হয়। এতে সভাপতিত্ব করেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক তানিয়া তাবাসসুম। সভায় সরকারি সম্পত্তি উদ্ধারের চুড়ান্ত সিদ্ধান্ত গ্রহনের মাধ্যমে অভিযানের দিনঘনচুড়ান্ত হয়।
আজকের অভিযানে প্রায় ২১ টি অবৈধ দোকানের স্থাপনা উচ্ছেদ করা হয়। এসময় বিপুল পরিমান দোকানের লোহার স্থাপনা নিলামে বিক্রয় করা হয়।
এ বিষয়ে জয়পাড়া বড় বাজার ও হাট-বাজারের সভাপতি এস এম কুদ্দুস জানান, সকাল থেকেই বৃষ্টির মধ্যে উদ্ধার অভিযান চলছে। ব্যবসায়ীদের জান-মালের যেন ক্ষয়ক্ষতি না হয়, সে বিষয়ে দৃষ্টি রেখে সকাল থেকেই অভিযানে রয়েছি। ধন্যবাদ জানাই উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ঠ কতৃপক্ষকে এ ধরনের অভিযান পরিচালনা করায়।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার(ভুমি) মো.তাসফিক সিবগাত উল্লাহ জানান, দীর্ঘদিন যাবৎ সরকারি সম্পত্তি প্রভাবশালীরা দোকান নির্মান করে দখলে রেখে সরকারি স্বার্থ লঙ্ঘিত করেছেন। ভবিষ্যতেও এ অভিযান অব্যাহত থাকবে।
এবিষয়ে উপজেলা নির্বার্হী কর্মকর্তা ও পৌর প্রশাসক তানিয়া তাবাসসুম জানান, তোহা বাজারের প্রায় অর্ধ একর সম্পত্তি হতে আংশিক ১৫ শতাংশ পরিমান জমি উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত জমিতে প্রকৃত কৃষকগন তাদের উৎপাদিত ফসল এখানে রেখে বিক্রি করতে পারবে।
পাবনা প্রতিনিধিঃ পাবনার সুজানগরে মোবাইলে কথা বলাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্...
বেনাপোল প্রতিনিধি : জলবদ্ধতায় বেনাপোল স্থলবন্দরে অনেক স্থানে হাটু পানি জমায় ম...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে আলিম পরিক্ষা দেয়া হল না লি...
পাবনা প্রতিনিধিঃ পদ্মা নদীতে পানি বাড়ার সঙ্গে সঙ্গে অবহেলা আর অযত্নে থাক...
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বড় পুকুরিয়া কয়লা খনি অভ্যন্তরে দুর্ঘটনায় একজন ...
মন্তব্য (০)