
প্রতীকী ছবি
ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও পৌর শহরের মুন্সিপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৬০ পিস ট্যাপেনটাডল ট্যাবলেটসহ এক যুবককে আটক করেছে পুলিশ। আটক যুবকের নাম মো. জাহার আল-আমিন (২৮)। তিনি সদর উপজেলার পশ্চিম মুন্সিপাড়া (বেলতলী) এলাকার মৃত তোতা মিয়ার ছেলে।ঠাকুরগাঁও সদর থানার এসআই (নিঃ) মো. নূর আলম সিদ্দিক জানান, মঙ্গলবার দিবাগত রাতে মোবাইল-৪ নাইট ডিউটির সময় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মুন্সিপাড়া কবরস্থানের পাশে সাবেক কমিশনার নুরু’র বাড়ির সামনে এক ব্যক্তি মাদকদ্রব্য বিক্রি করছে। সংবাদ পাওয়ার পর রাত ১১টা ৪০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে তাকে আটক করা হয়।
আটকের সময় ধৃত আসামীর পরিহিত জিন্সের প্যান্টের ডান পকেট থেকে একটি সাদা পলিথিন ব্যাগে রাখা চারটি পাতায় মোট ৪০টি এবং ২০টি আলাদা ট্যাবলেটসহ মোট ৬০ পিস ট্যাপেনটাডল উদ্ধার করা হয়। প্রতিটি ট্যাবলেটের ওজন শুন্য দশমিক ২৭ গ্রাম করে মোট ওজন দাঁড়ায় ১৬ দশমিক ২ গ্রাম এবং আনুমানিক বাজার মূল্য প্রায় ১৮ হাজার টাকা।
আটকের সময় উপস্থিত ছিলেন কনস্টেবল দীনেশ চন্দ্র সেন, সুজন চন্দ্র ও ড্রাইভার কনস্টেবল রুহুল আমিন। এছাড়া স্থানীয় দু’জন সাক্ষীকেও জব্দ তালিকায় স্বাক্ষর করানো হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী জাহার আল-আমিন স্বীকার করেছেন যে, তিনি দীর্ঘদিন ধরে মাদক বিক্রির সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬ (১) সারণী অনুযায়ী নিয়মিত মামলা রজু করা হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ারে আলম খান জানান, মাদকের বিরুদ্ধে চলমান অভিযান আরও জোরদার করা হবে। জনস্বার্থে এ ধরনের অপরাধ দমন করতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে জেলা গোয়েন্দা (ড...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে মাদক ও মোবাইল জুয়া বিরোধী অভি...
দোহার (ঢাকা) প্রতিনিধি: ঢাকার দোহার উপজেলায় বিএনপি নেতা হারুনুর রশিদ ওরফে হার...
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগর থানাপুলিশ অভিযান চালিয়ে বিস্ফোরক ম...
নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় গত এক সপ্তাহ আগে হঠাৎ করেই খোলাবাজারে প্রকার ভেদে প্র...
মন্তব্য (০)