• বিনোদন

এবার হামজাদের বিশ্বাস রাখতে বললেন শাকিব খান

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্কঃ টানটান উত্তেজনা আর ভরপুর অ্যাকশনের ‘তাণ্ডব’ ঝড় চলছে প্রেক্ষাগৃহে। একই সময়ে দেশের মানুষ ভাসছে ফুটবল জোয়ারে। মঙ্গলবার সিঙ্গাপুরের বিপক্ষে লড়াই করে হেরেছে বাংলাদেশ। সিনেমা নিয়ে ব্যস্ত সময় পার করা শাকিব খান সেই ম্যাচ দেখতে ভোলেননি। হারের পর হামজাদের সাহসও জুগিয়েছেন।

ঢাকাই সিনেমার পোস্টারবয় হামজাদের ম্যাচের একটি কার্ড পোস্ট করেছেন। ভেরিফায়েড ফেসবুকে শাকিব বলেছেন, ‘মাত্র শুরু হলো। বিশ্বাস রাখো, সামনেই আসছে ভালো দিন।’ বাংলাদেশ গতকাল ২-১ ব্যবধানে হেরে যায়। সুযোগ মিস আর কয়েকটি ভুল সিদ্ধান্তে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচটিতে সিঙ্গাপুর পায় জয়।

তবে এমন হারেও ভালো কিছু খুঁজছেন শাকিব। ফেসবুকে বাংলাদেশ ও ফুটবলের ইমোজি জুড়ে দিয়ে তাণ্ডবের নায়ক লিখেছেন, ‘আমরা এক গোলে হেরেছি। কিন্তু খেলেছি হৃদয়, সাহস আর উদ্দিপনা নিয়ে। প্রতিটি ম্যাচই একটি শিক্ষা। প্রতিটি ব্যর্থতাই সামনে এগিয়ে যাওয়ার একটি ধাপ।’

হামজাদের সাহস জুগিয়েছেন শাকিব, ‘এটা শেষ নয়—শুরু হলো মাত্র। বিশ্বাস রাখুন। সামনেই উজ্জ্বল দিন।’ শাকিবের ওই পোস্টে প্রতিক্রিয়া জানিয়েছেন তার হাজারো ভক্ত। 

ঈদে দেশজুড়ে প্রায় ১৩৩ টি সিনেমা হলে মুক্তি পেয়েছিল শাকিব খানের তাণ্ডব। শুরুর দিন থেকেই অধিকাংশ প্রেক্ষাগৃহে হাউজফুল যাচ্ছে সিনেমাটি। প্রথমদিনে সিনেপ্লেক্সে ২৮টি শো ছিল তাণ্ডবের। যেখান থেকে আয় হয়েছিল ৩৬ লাখ ৭৪ হাজার। এর আগে গত বছর মুক্তিপ্রাপ্ত প্যান ইন্ডিয়া সিনেমা ‘দরদ’ মুক্তির প্রথম দিনে মাল্টিপ্লেক্স থেকে আয় করেছিল ৩০ লাখ ৬৮ হাজার। সে হিসেবে ‘তাণ্ডব’ দরদেরও রেকর্ড ছাড়িয়ে যায়।

‘তাণ্ডব’ সিনেমায় শাকিব খান ছাড়াও আরও অভিনয় করেছেন জয়া আহসান, সিয়াম আহমেদ, আফরান নিশো, আফজাল হোসেন, সাবিলা নূর, রোজী সিদ্দিকী, ডা. এজাজ, এফএস নাঈম, ফজলুর রহমান বাবু, কাজী রাকায়েতসহ আরও অনেকে।

মন্তব্য (০)





image

এজেএফবি স্টার অ্যাওয়ার্ড ২০২৫: সেরা নৃত্যশিল্পী ও কোরিওগ...

বিনোদন ডেস্কঃ ২৯ জুন, রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে জমকালো আয়...

image

শীঘ্রই চ্যানেল আই-তে আসছে রানা বর্তমানে পরিচালনায় টেলিফিল...

বিনোদন ডেস্কঃ মানুষের জীবন বড়ই বিচিত্র, আনন্দের চেয়ে যন্ত্রণাই যেন বেশি।...

image

তারকাদের হাত ধরে যাত্রা শুরু করলো 'ইউ শাইন বাই তাসনিয়া রিমি'

বিনোদন ডেস্কঃ  বুধবার ৯ জুলাই সন্ধ্যায় তারকাদের উপস্থিতিতে জমকালো আয়োজনে...

image

মৃত্যু নিয়ে মশকরা, এবার রোষানলে পায়েল

বিনোদন ডেস্কঃ শেফালি জরিওয়ালার নাম উচ্চারণ না করেই তার মৃত্যু নিয়ে মশকরা করল...

image

রাজধানীতে ভাঙারি ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা, যা বললেন বাঁধন

বিনোদন ডেস্কঃ রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল...

  • company_logo