• প্রশাসন

কালীগঞ্জে গ্রাম আদালত বিষয়ক ২ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

  • প্রশাসন

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে গ্রাম আদালত সক্রিয়করণ বিষয়ে ২ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (২১ মে) সকাল থেকে উপজেলা পরিষদ সভাকক্ষে শুরু হওয়া এই প্রশিক্ষণ শেষ হবে আগামীকাল বৃহস্পতিবার।

জানা গেছে, স্থানীয় সরকার বিভাগ এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আওতাধীন “বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়)” প্রকল্পের অংশ হিসেবে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।

প্রথম ধাপের প্রশিক্ষণে উপজেলার জামালপুর, বাহাদুরসাদী, তুমলিয়া ও বক্তারপুর ইউনিয়ন পরিষদের নারী ও পুরুষ সদস্যরা অংশগ্রহণ করেন। দ্বিতীয় ধাপে জাঙ্গালিয়া, নাগরী ও মোক্তারপুর ইউনিয়ন পরিষদের সদস্যদের অংশগ্রহণে প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।

প্রশিক্ষণে কোর্স সমন্বয়কারীর দায়িত্ব পালন করছেন উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদ। প্রশিক্ষক হিসেবে রয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূরী তাসমিন ঊর্মী, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন, উপজেলা সমাজসেবা অফিসার আফরোজা বেগম, মহিলা বিষয়ক অফিসার শাহনাজ আক্তার ও যুব উন্নয়ন অফিসার মো. ইসমাইল ভূঁইয়া।

প্রশিক্ষণকালে উপস্থিত ছিলেন গ্রাম আদালতের উপজেলা সমন্বয়কারী মো. আলতাফুর রহমান, প্রকল্প হিসাব সহকারি মো. এনামুল হক প্রমুখ।

এই প্রশিক্ষণের মাধ্যমে ইউনিয়ন পরিষদ সদস্যদের গ্রাম আদালত পরিচালনায় দক্ষতা বৃদ্ধির পাশাপাশি স্থানীয় পর্যায়ে বিচার ব্যবস্থাকে আরও কার্যকর করার লক্ষ্যে অবদান রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

মন্তব্য (০)





image

রিজভীর পা ছুঁয়ে সালাম করা সেই পুলিশ সদস্য ক্লোজড

নিউজ ডেস্ক : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর পা ছুঁয়ে সাল...

image

সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, মাগুরার সেপ্টেম্বর মাসের ...

মাগুরা প্রতিনিধি: জনগণের আস্থা ও সেবার মানোন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে মা...

image

৪ শিক্ষানবিশ এএসপিকে চাকরি থেকে অপসারণ

নিউজ ডেস্ক : বিসিএস (পুলিশ) ক্যাডারের ৪৩তম ব্যাচের ৪ সহকারী পুলিশ সুপারক...

image

‎ডিএমপির শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ(ওসি) হাফিজুর রহমান পিপিএম

নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সেপ্টেম্...

image

প্রধান বিচারপতির বাসভবন ও আশপাশের এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

নিউজ ডেস্ক : রাজধানীর প্রধান বিচারপতির সরকারি বাসভবন, সুপ্রিম কোর্ট এলাক...

  • company_logo