
ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ মাত্র চার মাসের মাথায় আবারও ভেঙে গেছে আত্রাই নদীর বাঁধ। এতে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে আত্রাই পাড়ের মানুষজন। মঙ্গলবার (২০ মে) সকালে পানিতে চাপে ভেঙে যায় আত্রাই ড্যামের ভারতীয় অংশ।
উত্তরের আত্রাই নদী বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে আবার বাংলাদেশে প্রবাহিত হয়েছে। ভারতের অভিযোগ, নদীতে বাংলাদেশের পক্ষ থেকে রাবার ড্যামে দেয়ার কারণে ভারতীয় অংশ বারবার বন্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। এ অবস্থায় পরিস্থিতি মোকাবেলায় গত বছর থেকে আত্রাই নদীতে ছোট আকারে বাঁধ দেয়ার কাজ শুরু করে ভারত।
কিন্তু বাঁধের কাজ চলাকালীন গত ফেব্রুয়ারিতেই বন্যার পানির চাপে ড্যাম ভেঙে যাওয়ায় চাঞ্চল্য ছড়িয়ে ছিল। সেই ঘটনার পর থেকে প্রশাসনের পক্ষ থেকে জারোশোরে চলছিল মেরামতের কাজ।
কিন্তু মঙ্গলবার সকালে ওই মেরামত অংশ ফের ভেঙে পড়ায় নতুন করে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। ইতিমধ্যেই টানা বৃষ্টিতে আত্রাই নদীর পানির স্তর বেড়েছে। স্থানীয়দের আশঙ্কা, এভাবে পানি বাড়লে ড্যামের ক্ষতিগ্রস্ত অংশ পুরোপুরি ধসে পড়তে পারে। সেক্ষেত্রে পার্শ্ববর্তী গ্রামগুলো তলিয়ে যাবে বলেই মনে করছেন এলাকাবাসী। নদীটি যেহেতু ভারত হয়ে বাংলাদেশে আবারও প্রবেশ করেছে, সেক্ষেত্রে নদীতে আচমকা পানি প্রবাহ বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশে নেতিবাচক প্রভাব পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
তবে মাত্র এক বছর আগে প্রায় ৩০ কোটি টাকা ব্যয় করে নির্মিত এই ড্যাম। বর্ষার শুরুতেই এই ধরনের ভাঙনে আতঙ্কে রয়েছেন আশেপাশের গ্রামের বাসিন্দারা।
ঘটনার পরই ড্যামটি পরিদর্শনে আসেন দক্ষিণ দিনাজপুরের সাংসদ ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। ড্যাম নির্মাণে দুর্নীতির অভিযোগ তুলে তিনি বলেন, ‘বাড়ি তৈরির টিএমটি রড ব্যবহার করে ড্যাম তৈরি হয়েছে। এটি চরম দুর্নীতির ফল। আমি চাই প্রশাসনিক স্তরে এই বিষয়ে উচ্চ পর্যায়ে তদন্ত হোক। পাশাপাশি তিনি অভিযোগ করেন, ‘ড্যাম নির্মাণে প্রচুর টাকা নেতাদের ঘুষ হিসেবে দেয়া হয়েছে, যার ফলেই আজ এই বিপর্যয়।।’
অন্যদিকে বালুরঘাট মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান অশোক মিত্র এই ভাঙনকে ‘প্রাকৃতিক দুর্যোগ’ হিসেবে ব্যাখ্যা করেন। তিনি বলেন, ‘এই ভাঙনের পেছনে কোনো মানুষের হাত নেই। দুর্নীতির অভিযোগ তোলার আগে বিজেপিকে নিজের ঘরে নজর দিতে হবে। বালুরঘাট রেলস্টেশনে তৃতীয় শ্রেণির লিড ব্যবহার করে যে কাজ হচ্ছে, সেটি কি দুর্নীতি নয়?’
তিনি আরও বলেন, ‘রাম মন্দির তৈরির পরই ছাদ থেকে জল পড়ছে— এটাও তো দুর্নীতি। সেখানেও তো বিজেপি চোখ বুজে আছে।’
বর্তমান পরিস্থিতিতে রাজনৈতিক পাল্টাপাল্টি মন্তব্যের মাঝে চরম উদ্বেগে দিন কাটাচ্ছেন আত্রাই নদী পারের গ্রামবাসীরা। ড্যামের দ্রুত সংস্কার ও ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন তারা। প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট আশ্বাস না মেলায় ক্ষোভও বাড়ছে জনমনে।
আন্তর্জাতিক ডেস্কঃ হাজার হাজার পাকিস্তানি ২০২৩ সালের ৯ মে রাস্তায় নেমে স...
আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর)...
আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়া ও ইউক্রেন শিগগিরই যুদ্ধবিরতি এবং স্থায়ীভাবে য...
আন্তর্জাতিক ডেস্কঃ আম রপ্তানিতে বড় ধাক্কা খেল ভারতের রপ্তানিকারকরা। যুক্...
আন্তর্জাতিক ডেস্কঃ জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে পাল্টা...
মন্তব্য (১)
কামাল পাশাক।
আমি চাই বষা শুরু হওয়ার আগেই ড্যাম মেরামত করতে হবে