• বিনোদন

বেশি খরচ হবে বলে বিয়ে করছেন না সালমান খান!

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্কঃ বলিউডে এখনো অন্যতম সবচেয়ে আলোচিত এক প্রশ্ন! কবে বিয়ে হবে সালমান খানের? ৫৯ বছর বয়সী সালমান খানের সমবয়সী সহকর্মীদের মধ্যে যেখানে কেউ কেউ সংসার করছেন কেউ আবার নাতি-নাতনি মানুষ করছেন। কিন্তু অবিবাহিত রয়ে গেলেন ভাইজান। বিয়ে না করার কারণ হিসেবে কেউ কেউ মনে করেন প্রেমের ব্যর্থতা কেউ আবার মনে করেন অভিনেতার দুই ভাইয়ের বিয়ের ব্যর্থতা।

যদিও বিয়ে না করার আসল কারণ কী, তা বছরখানেক আগেই প্রকাশ্যে এনেছিলেন বলিউড ভাইজান। ২০১৮ সালের গ্লোবাল সামিটে উপস্থিত হয়ে বিয়ে নিয়ে করা প্রশ্নের উত্তরে অভিনেতা যা বলেছিলেন, তা রীতিমতো হাস্যরসের জন্ম দিয়েছিলো।

সেসময় বিয়ে প্রসঙ্গে প্রশ্ন উঠতে সালমান খান বলেন, ‘আমার কাছে এত টাকা কই? আমার বাবার যখন বিয়ে হয়েছিলো, তখন মাত্র ১৮০ টাকা খরচ হয়েছিলো। কিন্তু এখন বিয়ে মানেই একটি বড় অনুষ্ঠান। কোটি কোটি টাকা ব্যয় হয় এই বিয়ের জন্য। এত টাকা খরচ করার ক্ষমতা আমার নেই, শুধুমাত্র এই কারণেই আমি অবিবাহিত থেকে গেছি।’ভাইজান আরও উল্লেখ করেন, ‘আমি তো সুরজ বরজাতিয়াকে বারবার বলেছিলাম বিয়েকে এত বড় করে না দেখাতে সিনেমার মধ্যে। ম্যানে পেয়ার কিয়া, হাম সাথ সাথ হ্যায় সিনেমায় বিয়ে নিয়ে যা দেখানো হয়েছিলো, তারপরেই বিয়ে মানুষের কাছে একটি বড় অনুষ্ঠানে পরিণত হয়।’

উল্লেখ্য, ঐশ্বরিয়া রাই বচ্চন থেকে ক্যাটরিনা কাইফ, একাধিক নারীর প্রেমে পড়েছিলেন সালমান। দুর্ভাগ্যবশত কোনও সম্পর্কই বেশিদিন টেকেনি। বর্তমানে রোমানিয়ান অভিনেত্রী, টিভি উপস্থাপিকা ইউলিয়া ভান্তুরের সঙ্গে সম্পর্ক রয়েছে ভাইজানের, এমনটাই গুঞ্জন রয়েছে। যদিও এই সম্পর্ক আদৌ পরিণতি পাবে কিনা, সেটা নিয়ে দ্বন্দ্ব রয়েই গেছে। 

মন্তব্য (০)





image

এবার টেলিভিশনেও ইতিহাস গড়ল ‘পুষ্পা ২’

বিনোদন ডেস্কঃ ‘পুষ্পা ২: দ্য রুল’ বক্স অফিসে ঝড় তোলার পর এবা...

image

একসঙ্গে ৩ নায়িকার সঙ্গে সম্পর্ক, মুখ খুললেন সঞ্জয় দত্ত

একসময় বহু নারীর পছন্দের পুরুষ ছিলেন তিনি। একের পর এক নারী সঙ্গে জড়িয়েছেন। নিজস্ব স্টাইলে এক...

image

যে কারনে ঈদে বুবলী ছিলেন নীরব!

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। ২০১৬ সালে ‘বসগিরি’...

image

শাকিবের সঙ্গে কি সিনেমায় আসছেন জোভান?

বিনোদন ডেস্কঃ বেশ কয়েকদিন ধরে সামাজিক মাধ্যমে আলোচনা-সমালোচনার কেন্দ্রে ছিলেন...

image

সমু চৌধুরীকে পরিবারের কাছে হস্তান্তর

বিনোদন ডেস্কঃ অবশেষে জনপ্রিয় অভিনেতা সমু চৌধুরীকে পরিবারের কাছে হস্তান্ত...

  • company_logo