
ছবিঃ সিএনআই
রংপুর ব্যুরোঃ পানি কখনোই মারণাস্ত্র হতে পারে না, যুদ্ধের অস্ত্রও হতে পারে না। কিন্তু একমাত্র ভারতই বিশ্বকে দেখিয়ে দিয়েছে যে তারা পানি যুদ্ধের অস্ত্র ও মারণাস্ত্র হিসেবে ব্যবহার করছে—এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
রোববার (৪ মে) বিকেলে তিস্তা চুক্তি ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে আয়োজিত গণপদযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটি রংপুর নগরীর শাপলা চত্বরে অনুষ্ঠিত হয়।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মিজা আব্বাস বলেছেন আমরা চোখের পানিতে কারো কাছে কিছু চাইবো না। আমরা বকশিস চাই না,আমরা ভিক্ষা চাই না।আমরা হিসাবের পাওনা চাই। আমাদের হিসাবের পাওনা দিতে হবে,আজকে না হোক কাল,কাল না হয় পরশু দিতে হবে।
আন্দোলন শুরু হয়েছে এ আন্দোলন থামবে না।আমাদের কাছে কি ভারতের দেনা পাওনা নাই।ভুলে যাবেন না অনেক কিছু আছে।আমাদের তিস্তার পানি চাই, দিতে হবে।ফারাক্কার পানি চাই দিতে হবে।যেখানে যেখানে আমাদের অভিন্ন নদী আছে সেখানকার পানি আমরা চাই।
মির্জা আব্বাস বলেন, ‘আমরা ভারতের কাছে কিছু চাই না, শুধু পানি চাই। আমরা বকশিশ চাই না, ভিক্ষা চাই না—আমরা আমাদের ন্যায্য হিস্যার পানি চাই। আজ না হোক, কাল দিতে হবে। আমরা সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় আছি। পূর্ববর্তী সরকার ভারতের সঙ্গে এই হিসাব-নিকাশ করেনি, কারণ তারা সরকারে থাকার ইচ্ছায় ভারতকে চাপে ফেলেনি।’
তিনি আরও বলেন,‘আমাদের কাছে ভারতের অনেক কিছু রয়েছে—মংলা পোর্ট, চট্টগ্রাম পোর্ট—সব হিসাব করতে হবে।হিসাব করার সময় এসেছে। আমাদের তিস্তার পানি চাই, ফারাক্কার পানি চাই। দেশের যেখানে পানি দরকার, সেখানে তা দিতে হবে।’
বিএনপির এই নেতা বলেন, ‘আমরা বহু আগেই পানির ন্যায্য হিস্যা পেতাম যদি শেখ হাসিনার নেতৃত্বে একটি সন্ত্রাসী সরকার না আসতো। তারা ভারতের কাছে কোনো দিন পানির দাবি তুলতে পারেনি।’
রংপুরের শাপলা চত্বরে বিএনপির ডাকা তিস্তা নদীর মহাপরিকল্পনা বাস্তবায়ন ও তিস্তা নদী গণপদযাত্রা কমসুচিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্যসহ কেন্দ্রী নেতাকমীরা অংশ গ্রহন করেন।এসময় তারা বলেন পানির ন্যায্য হিস্যা দিতে হবে।৫৪টি নদ নদীর পানি বন্ধ করে প্রমান করছে ভারত।তারা বলেন পানি সংকট,নদীভাঙন ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় উত্তরবঙ্গবাসীর প্রাণের দাবি এখন তিস্তা রক্ষা।সেই দাবিকে ঘিরেই রংপুরে হচ্ছে ‘তিস্তা বাঁচাও গণপদযাত্রা’।
জনস্রোত নেমেছে সব শ্রেণিপেশার মানুষের।তিস্তার পানির ন্যায্য হিস্যা না পাওয়ায় উত্তরাঞ্চলের কৃষি ও জীবিকা আজ হুমকির মুখে। অবিলম্বে
নিউজ ডেস্কঃ বিএনপিই সংস্কার শুরু করেছে; অযথা সংস্কার নিয়ে বিএনপিকে প্রশ্...
নিউজ ডেস্কঃ প্রায় চার মাস লন্ডনে চিকিৎসাধীন থাকার পর আগামী মঙ্গলবার সকা...
নিউজ ডেস্কঃ ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসি নিশ্চিত না...
নিউজ ডেস্কঃ নারী সংস্কার কমিশন বাতিল, আওয়ামী লীগ নিষিদ্ধ ও মিয়ানমারের রো...
নিউজ ডেস্কঃ গণমাধ্যমের স্বাধীনতা রক্ষার পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তা ন...
মন্তব্য (০)