
ছবিঃ সিএনআই
নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর রাণীনগরে যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্যে দিয়ে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি উদযাপন করা হচ্ছে। দিবস উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও বিভিন্ন শ্রমিক সংগঠন দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে।
কর্মসূচির প্রথমেই বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসন ও থানা গৃহ নির্মাণ শ্রমিক ইউনিয়নের যৌথ উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি উপজেলার প্রধান প্রধান স্থান প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের বরেন্দ্র গেইটে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় থানা গৃহ নির্মাণ শ্রমিক ইউনিয়নের আহবায়ক আলহাজ¦ মো: আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হাফিজ মো: রায়হান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন।
এছাড়া র্যালীতে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেজবা-উল-হক লিটন, সাখাওয়াত হোসেন, শ্রমিক ইউনিয়নের সকল সদস্য, উপজেলা বিএনপি ও তার অংগসংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দরা অংশ্রগ্রহণ করেন। এসময় বক্তারা শ্রমিকদের যথাযথ মূল্যায়ন ও সম্মান প্রদর্শন করার প্রতি আহ্বান জানান।
গোপালপুর প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরে আন্তর্জাতিক শ্রমিক দিবস-২...
মাগুরা প্রতিনিধি আজ মহান মে দিবস। দিবসটিতে এবারের প্রতিপাদ্য-‘শ্রমিক-মালিক এক হয়ে, ...
লালমনিরহাট প্রতিনিধি: ‘শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো এদেশ নতুন ক...
পঞ্চগড় প্রতিনিধি: আওয়ামী লীগ এখনো ৭২ এর সংবিধানে রয়ে গেছে। তাই ৭২ এর সংবিধা...
নড়াইল প্রতিনিধিঃ বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে নড়াইলে মহান মে দিবস এব...
মন্তব্য (০)