• সমগ্র বাংলা

মাগুরায় গুজব ও অপতথ্যরোধে গণমাধ্যমের ভূমিকা' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

 

মাগুরা প্রতিনিধি: 'গুজব ও অপতথ্যরোধে গণমাধ্যমের ভূমিকা' শীর্ষক একটি গুরুত্বপূর্ণ সেমিনার আজ মাগুরায় অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষ 'চাঁদের হাট'-এ এ সেমিনারের আয়োজন করে আঞ্চলিক তথ্য অফিস (পিআইডি), খুলনা।

সেমিনারে গুজব ও অপতথ্য কী, কীভাবে তা ছড়ায় এবং এটি প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের করণীয় বিভিন্ন দিক নিয়ে পাওয়ার পয়েন্টের মাধ্যমে বিস্তারিত আলোচনা উপস্থাপন করেন খুলনা পিআইডির সিনিয়র তথ্য অফিসার মেহেদী হাসান।

মাগুরায় শিশু ধর্ষণ ও হত্যা: তৃতীয় দিনে ১০ জনের সাক্ষ্য খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপ-প্রধান তথ্য অফিসার এএসএম কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাশ্বতী শীল।

সেমিনারে জেলার সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় সাংবাদিকগণ অংশগ্রহণ করেন। সেমিনারে বক্তারা বলেন, কোন ঘটনা সম্পর্কে লোকমুখে প্রচারিত সত্যতা যাচাইবিহীন কিছু কথাই হলো গুজব। গুজবের উদ্দেশ্য হলো মিথ্যাকে সত্য বলে প্রতিষ্ঠিত করা। এর ফলে সমাজে আতঙ্ক, অস্থিরতা ছড়ানো যায়। প্রতিপক্ষকে ধ্বংস করা, বাজার অস্থিতিশীল করা, হিংসা ছড়ানো, রাজনৈতিক ও অর্থনৈতিক ফায়দা হাসিল করতে বিভিন্ন কৌশলে গুজব ছড়িয়ে পড়ে। এখন কেউ কেউ ব্যক্তিগত স্বার্থসিদ্ধির পাশাপাশি ভিউ বাড়ানোর উদ্দেশ্যেও গুজব ছড়াচ্ছেন। এ কারণে গুজবের বিপরীতে প্রকৃত তথ্য উপস্থাপন এখন সবচেয়ে বেশি জরুরি।

সভায়, দেশের উন্নয়নে বস্তুনিষ্ট কার্যকর সংবাদ পরিবেশন জরুরি উল্লেখ করে গুজব প্রতিরোধে সামাজিক যোগাযোগমাধ্যম নিয়ন্ত্রণ ও ব্যবহারে জনসচেতনতা বাড়ানোর গুরুত্ব তুলে ধরা হয়। একই সঙ্গে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যম সম্পর্কে মানুষের মধ্যে সুস্পষ্ট ধারণা ও সচেতনতা বৃদ্ধির কথা বলেন বক্তারা।

সভায় সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্রবিরোধী বিভিন্ন অপপ্রচার ও গুজব প্রতিরোধে সরকার কাজ করছে বলে জানানো হয়। বিটিআরটি, আইসিটি মন্ত্রণালয়, স্বরাষ্ট্র এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সমন্বয়ে ১৯ সদস্য বিশিষ্ট উচ্চ পর্যায়ের ‘গুজব প্রতিরোধ ও অবহিতকরণ কমিটি’ রয়েছে। তথ্য অধিদফতরের ১১ সদস্য বিশিষ্ট ‘গুজব প্রতিরোধ ও সেল’ এবং পিআইডিতে ৪ সদস্যের একটি ফ্যাক্ট চেকিং কমিটি কাজ করছে। সরকারের পাশাপাশি গুজব প্রতিরোধে গণমাধ্যমগুলোকে আরো বেশি সতর্কতা অবলম্বন করার পাশাপাশি দায়িত্বশীল হবার আহ্বান জানিয়েছে আলোচকরা।    

এছাড়াও অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- খুলনা পিআইডির সহকারি তথ্য অফিসার আতিকুর রহমান মুফতি, মাগুরা জেলা তথ্য অফিসার পাভেল দাস, মাগুরা প্রেস ক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, মাগুরা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ ইউনুছ আলী, সাধারণ সম্পাদক মোঃ আলী আশরাফ, মাগুরা জার্নালিস্ট নেটওয়ার্কের সহ-সভাপতি কাজী আশিক রহমান, সাধারণ সম্পাদক ফয়সাল পারভেজ প্রমুখ।

আয়োজক সংস্থা জানায়, জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের কর্মসূচি নিয়মিতভাবে আয়োজন করা হবে।

মন্তব্য (০)





image

নড়াইলে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি...

নড়াইল  প্রতিনিধিঃ বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে নড়াইলে মহান মে দিবস এব...

image

ফরিদপুরে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও নিরাপত...

ফরিদপুর প্রতিনিধি ঃ ফরিদপুরে মহান মে দিবস ২০২৫ এবং জাতীয় পেশাগত স্ব...

image

রুপগঞ্জে ডাইং কারখানায় বিস্ফোরণে ৩ জন দগ্ধ

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি ডাইং কারখানায় গ্যাসের ব...

image

চাটমোহরে নানা আয়োজনে মহান মে দিবস উদযাপন

পাবনা প্রতিনিধিঃ আন্তর্জাতিক শ্রমিক দিবস এবং মহান মে দিবস উদযাপন উপলক্ষে...

image

মে দিবসে দিনাজপুরে জাতীয়  শ্রমিক পার্টির র‍্যালী

দিনাজপুর প্রতিনিধিঃ মহান মে দিবসে দিনাজপুর শহরে বর্নাঢ্য র‍্যালী বের করে ...

  • company_logo