
ছবিঃ সিএনআই
মাগুরা প্রতিনিধি আজ মহান মে দিবস। দিবসটিতে এবারের প্রতিপাদ্য-‘শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো এ দেশ নতুন করে’।
১৮৮৬ সালের ১লা মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে শ্রমের মর্যাদা, শ্রমের মূল্য এবং দৈনিক আট ঘন্টা কাজের দাবিতে আন্দোলনে শ্রমিকদের আত্মত্যাগের সম্মানে বাংলাদেশসহ সারা বিশ্বে দিবসটি শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন হিসেবে পালন করা হয়। দিবসটিকে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবেও গণ্য করা হয়।
এবারের মে দিবসে বৃহস্পতিবার ( ১ মে) বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল মাগুরা জেলা শাখা বিভিন্ন আয়োজনে যথাযোগ্য মর্যাদায় পালন করে।
সকালে মাগুরা জেলার প্রাণকেন্দ্র ভায়না মোড় থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার ভায়না মোড়ে এসে শেষ হয়।
শোভাযাত্রা শেষে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে, সমাবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল মাগুরা জেলা শাখার সাবেক সভাপতি ইমদাদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি মোঃ নাজীর হোসেন লাড্ডু, সহ-সভাপতি ফারুক আহমেদ, টোকোন মন্ডল, রেন্টু শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ খান, অর্থ সম্পাদক রনি আহমেদ, সদস্য আসাদুজ্জামান।
পৌর আহ্বায়ক ইমদাদ হোসেন, সদস্য সচিব মানিক শেখ।
শালিখা উপজেলা শ্রমিক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জামাল হোসেন, যুগ্ম আহ্বায়ক মিন্টু শিকদার, কাজী আনিসুর রহমান, সদস্য আনোয়ার হোসেন, মোঃ মুরাদ মোল্লা, আলমগীর হোসেন,শ্রমিক নেতা ওহাব মোল্লা, ইদ্রিস সরদার আওয়াল শেখ, রাকিবুল ইসলাম রাকিব, মোঃ রুবেল মোল্লা।
মহম্মদপুর উপজেলা শ্রমিক দলের সহ-সভাপতি মুকুল হোসেন মেম্বার, সাধারণ সম্পাদক রাজু আহমেদ।
শ্রীপুর উপজেলা শ্রমিক দলের সভাপতি মাসুদ মজুমদার, সাধারণ সম্পাদক আলিম খান, সাংগঠনিক সম্পাদক মোঃ আখিরুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, দৈনিক আট ঘণ্টা কাজের সময় নির্ধারণের দাবিতে ১৮৮৬ সালের ১ মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেট চত্বরে আন্দোলনরত শ্রমিকদের ওপর গুলি চালায় পুলিশ। এতে অর্ধশত শ্রমিক হতাহত হন। এ হত্যার প্রতিবাদে বিশ্বব্যাপী বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এর তিন বছর পর ১৮৮৯ সালের ১৪ জুলাই ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত আন্তর্জাতিক শ্রমিক সম্মেলনে শিকাগোর রক্তঝরা দিনটিকে 'মে দিবস' হিসেবে পালনের সিদ্ধান্ত নেয়া হয়।
গোপালপুর প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরে আন্তর্জাতিক শ্রমিক দিবস-২...
লালমনিরহাট প্রতিনিধি: ‘শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো এদেশ নতুন ক...
পঞ্চগড় প্রতিনিধি: আওয়ামী লীগ এখনো ৭২ এর সংবিধানে রয়ে গেছে। তাই ৭২ এর সংবিধা...
নড়াইল প্রতিনিধিঃ বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে নড়াইলে মহান মে দিবস এব...
ফরিদপুর প্রতিনিধি ঃ ফরিদপুরে মহান মে দিবস ২০২৫ এবং জাতীয় পেশাগত স্ব...
মন্তব্য (০)