
ছবিঃ সিএনআই
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের পাটগ্রামে গত দুইদিন থেকে লালমনিরহাট-বুড়িমারী রেল ও সড়কপথ অবরোধ করে রেখেছে স্থানীয়রা।
আন্ত:নগর ট্রেন ‘বুড়িমারী এক্সপ্রেস’ লালমনিরহাট-ঢাকা রুটের বদলে বুড়িমারী থেকে ঢাকা রুটে চালুর দাবিতে ‘সংগ্রাম উন্নয়ন পরিষদের’ ব্যানারে এ অবরোধের ডাক দেওয়া হয়েছে।
আন্ত:নগর বুড়িমারী এক্সপ্রেস লালমনিরহাট থেকে ঢাকা রুটে চলাচল না করায় জেলার চার উপজেলার মানুষ সরাসরি ট্রেনটির সুবিধা বঞ্চিত হচ্ছে শুরু থেকে। ফলে আদিতমারী, কালীগঞ্জ, হাতীবান্ধা ও পাটগ্রামের মানুষ বুড়িমারী থেকে ট্রেনটি চালানোর দাবিতে দীর্ঘসময় ধরে আন্দোলন করে আসছে। এ দাবীর কারণে বুড়িমারী স্টেশনের প্রয়োজনীয় উন্নয়ন কাজও করেছে রেল কতৃপক্ষ। কিন্তু বারবার তারিখ নির্ধারণ করেও কাঙ্খিত গন্তব্য থেকে বুড়িমারী এক্সপ্রেস চালানো হচ্ছে না। ফলে আবারও আন্দোলন শুরু করা হয়েছে। এদিকে একই দাবিতে লালমনিহাট জেলার মিশন মোড়ে সোমবার দুপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তারা অবিলম্বে বুড়িমারী এক্সপ্রেস বুড়িমারী থেকে চলার দাবি জানিয়েছে।
আন্দোলনে অচল হয়ে পড়েছে লালমনিরহাট। আন্দোলনের কারণে লালমনিরহাট -- বুড়িমারী রুটে সকল ধরনের লোকাল ট্রেনগুলোও বন্ধ হয়ে পড়েছে। ফলে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। পাটগ্রাম উপজেলার নিয়মিত যাত্রী শরিফ হোসেন ও মোজাম্মেল হক জানান,আমরা চাকুরীর জন্য নিয়মিত লালমনিরহাটে যাতায়াত করি। কিন্তু আন্দোলনের কারণে লোকাল ট্রেনগুলোও বন্ধ হয়ে যাওয়ায় আমরা খুবই সমস্যায় পড়েছি। যেখানে ট্রেনে মাত্র ৮০ টাকায় লালমনিরহাট যাতায়াত করে থাকি। সেখানে এখন যাতায়াতে ৩শ টাকা খরচ হচ্ছে। আমরা দ্রুত এর অবসান চাই।
আন্দোলনের নেতা পাটগ্রাম উপজেলার বাসিন্দা মোস্তফা সালাউজ্জামান ওপেল বলেন,এটা জনতার আন্দোলন। বুড়িমারী আন্তঃনগর ট্রেনটি অবিলম্বে বুড়িমারী থেকে ঢাকা চলাচলের দাবী জানিয়ে আন্দোলন চলছে।দাবী আদায় না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলবে। লালমনিরহাট রেলওয়ে বিভাগের বানিজ্যিক কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান,২০২৪ সালের ১২মার্চ বুড়িমারী আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনটি বুড়িমারী থেকে উদ্বোধন হয়। কিন্তু বর্তমানে অবকাঠামো,কোচ,ইঞ্জিন আর জনবল সংকটের কারণে আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনটি বুড়িমারী থেকে ঢাকায় যাতায়াতের জন্য চালু করা সম্ভব হচ্ছেনা। তবে সমস্যা সমাধানে উর্ধ্বতন পর্যায়ে আলোচনা চলছে।
এদিকে নিরাপত্তাজনিত কারণে লোকাল ট্রেনগুলো বন্ধ রাখা হয়েছে। আন্দোলনকারীরা অবরোধ প্রত্যাহার করলে লোকাল ট্রেনগুলো চলাচল করবে।
বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় বজ্রপাতে আমির হোসেন (৪০) নামে এক কৃষ...
গোপালপুর প্রতিনিধি ঃ টাঙ্গাইলের গোপালপুরে যমুনা নদীতে গোসল করতে গিয়...
গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জে গরু চুরির ঘটনা যেন এখন নিত্যদিনের খবর ...
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে কৃষক-কৃষাণী ও উদ্যোক্তা প্রশিক্ষণ অনুষ্ঠিত হ...
নড়াইল প্রতিনিধিঃ “দ্বন্ধে কোনো আনন্দ নাই, আপস করো ভাই, লিগ্য...
মন্তব্য (০)