• প্রশাসন

নীলফামারী পুলিশ লাইন্স একাডেমির আয়োজনে আইজিপি শিক্ষাবৃত্তি প্রদান

  • প্রশাসন

ছবিঃ সিএনআই

নীলফামারী প্রতিনিধি: বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতি কর্তৃক এসএসসি কৃতি শিক্ষার্থীদের মাঝে আইজিপি শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করে নীলফামারী পুলিশ লাইন একাডেমী। 

শনিবার (২৬ এপ্রিল) বিদ্যালয় হল রুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক জনাব তোফায়েল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এ এম এফ তারিক হোসেন খান, জেলা পুলিশ সুপার ও সভাপতি, পুলিশ লাইন্স একাডেমি, নীলফামারী।  

প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের উপস্থিতিতে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের  সিনিয়র শিক্ষক মো: রবিউল ইসলাম প্রামানিক। 

এ সময়, ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে সনদ, ক্রেস্ট,  এবং শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। 

শিক্ষাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী  রাসেদ ইসলাম জানান, "ভালো ফলাফলে স্বীকৃতি স্বরূপ আমাদেরকে যে বৃত্তি প্রদান করা হলো এটা আমাদের ভবিষ্যতের জন্য অনুপ্রেরণা। সবাই দোয়া করবেন যাতে ভালো রেজাল্টের এ ধারা ভবিষ্যতে অব্যাহত রাখতে পারি।" 

অনুষ্ঠানের প্রধান অতিথি  জনাব এ এম এফ তারিক হোসেন খান পুলিশ লাইন্স একাডেমী থেকে জিপিএ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, "পুলিশ লাইন্স একাডেমির শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি অন্যান্য এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসেও ভালো করার চেষ্টা করতে হবে যাতে আগামীতে নীলফামারী জেলায় এই প্রতিষ্ঠানটিকে সবাই একটা সেরা প্রতিষ্ঠান হিসেবে চেনে। তিনি বলেন, এ বছর যে সংখ্যক শিক্ষার্থীকে আইজিপি শিক্ষাবৃত্তি প্রদান করা হচ্ছে আগামীতে যেন এ সংখ্যাটা আরো বৃদ্ধি পায়। 

অনুষ্ঠানের সভাপতি প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক ২০২৬ ব্যাচের এসএসসি পরীক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণ করে বলেন, "আজকের  অনুষ্ঠানে তোমাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে এই জন্য যে ভালো রেজাল্ট করলে আগামীতে এভাবে তোমরাও পুলিশ সুপার স্যারের হাত থেকে পুরস্কার ও সম্মাননা গ্রহণ করার সুযোগ পাবে। কাজেই পড়াশোনায় মনোযোগী হতে হবে এবং তোমাদের হাত ধরেই পুলিশ লাইন্স একাডেমি এগিয়ে যাবে অনেকদূর।

 

মন্তব্য (০)





image

প্রশাসনের তৎপরতায় রাণীনগরে ৩১টন সরকারি চাল জব্দ

নওগাঁ প্রতিনিধি: প্রশাসনের অভিযানে নওগাঁর রাণীনগরের দুটি পৃথক স্থান থেকে সরকা...

image

নড়াইলে কাঠ পুড়িয়ে কয়লা তৈরীর আস্তানা গুড়িয়ে দিয়েছে যৌথ ব...

নড়াইল  প্রতিনিধঃ নড়াইল জেলার সদর উপজেলার চন্ডিবরপুর ইউনিয়নের বাঁধাল গ্র...

image

আমের বাজারজাতকরণ নিয়ে কোন অরাজকতা বরদাস্ত করা হবে নাঃ নওগ...

নওগাঁ প্রতিনিধি: নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল বলেছেন নওগাঁ ইতিমধ্...

image

সাবেক গোয়েন্দা কর্মকর্তা নাজমুল ইসলামের বিরুদ্ধে গ্রেপ্তা...

নিউজ ডেস্কঃ এবার সাবেক গোয়েন্দা কর্মকর্তা নাজমুল ইসলাম সুমনের বিরুদ্ধে গ...

image

রত্নগর্ভা সুন্দর রাণীনগর গড়ার প্রত্যয়

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর ১১টি উপজেলার মধ্যে ধান উৎপাদন, পাতি শিল্প,  পাখি...

  • company_logo