• জাতীয়

সামাজিক মাধ্যমে অশ্লীলতা বন্ধে আইনি নোটিশ, মুখ খুললেন ডাক্তার তাসনিম জারা

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ সামাজিক যোগাযোগ মাধ্যমে অশ্লীলতা ও পর্নোগ্রাফির অভিযোগ এনে ডাক্তার জাহাঙ্গীর কবির ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে একটি আইনি নোটিশ দিয়েছে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ুন কবির পল্লব। এবার এ বিষয়ে মুখ খুলেছেন ডা. তাসনিম জারা। তিনি বলেন, এত ভিত্তিহীন কিছু খণ্ডন করার দরকার নেই। তবে আমি কথা বলতে চাই কারণ নীরবতা অনেক সময় ভুলভাবে ব্যাখ্যা করা হয়। 

শুক্রবার (২৫ এপ্রিল) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে পোস্ট করা এক বিবৃতিতে তিনি এই কথা বলেন।

তাসনিম জারা লিখেন, ‘গত কয়েকদিন ধরে, আমার ছবি এবং "অশ্লীল সংস্কৃতি" প্রচারের একটি অযৌক্তিক অভিযোগ সহ মিডিয়াতে একটি আইনি নোটিশ প্রচারিত হচ্ছে। এমন ভিত্তিহীন কিছু খণ্ডন করার দরকার নেই। তবে আমি কথা বলতে চাই কারণ নীরবতা অনেক সময় ভুলভাবে ব্যাখ্যা করা হয়।’

তিনি বলেন, ‘যখন আপনি পরিষ্কার হাত ও খোলা মন নিয়ে জনজীবনে প্রবেশ করেন, তখন আপনি মনে করেন যে সংগ্রাম হবে চিন্তা নিয়ে, নীতি নিয়ে, স্বপ্ন নিয়ে। কিন্তু তারা আপনার ধারণার সাথে তর্ক করার আগে, তারা আপনার নাম কলঙ্কিত করার চেষ্টা করে। এটি একটি পুরোনো কৌশল, যা লজ্জা দেওয়া, বিভ্রান্ত করার জন্য এবং বিকৃত করার জন্য নেওয়া হয়েছে। কিন্তু আমি বিভ্রান্ত হব না এবং এমন লজ্জা বহনও করব না, যা আমার নয়।’

এনসিপির এই যুগ্ম আহ্বায়ক বলেন, ‘বছরের পর বছর ধরে, আমি জনস্বাস্থ্যসেবায় কাজ করেছি, মানুষের সাহায্য করার জন্য প্ল্যাটফর্ম তৈরি করতে অতিরিক্ত সময় দিয়েছি। আমার নাম ব্যবহার করে ভুয়া পেজ এবং ভেজাল ওষুধ সম্পর্কে বারবার জনসাধারণকে সতর্ক করেছি। যারা এখন সেই বাস্তবতাকে শিরোনামে রূপান্তরিত করার চেষ্টা করে তারা একটি জিনিস ভুলে যায়: জনগণ মনে রাখে।’

তাসনিম জারা বলেন, ‘তারা মনে রাখে যখন তাদের উত্তরের প্রয়োজন হয় তখন কে তাদের পাশে দাঁড়িয়েছিল। তারা সেই কণ্ঠস্বর মনে রাখে যা বিশৃঙ্খলার সময় শান্তভাবে ব্যাখ্যা করেছিল। তারা মনে রাখে কে ভাঙা ব্যবস্থাকে শোষণ করার পরিবর্তে সংশোধন করার চেষ্টা করেছিল। আর রাজনীতিতে, স্মৃতি শব্দের চেয়ে বেশি শক্তিশালী।’\

তিনি আরও বলেন, ‘আমি আরামের জন্য এখানে আসিনি। আমি জেনেই এসেছি যে এটি কঠিন হবে। জেনেই এসেছি যে এটি নোংরা হবে। কিন্তু আমি এই বিশ্বাস নিয়েও এসেছি যে আমরা ভিন্নভাবে, সততার সাথে, শালীনতার সাথে, সাহসের সাথে রাজনীতি করতে পারব।’

তাসনিম জারা লিখেন, ‘আর যারা মনে করছেন এই বিতর্কে আমি পিছিয়ে পড়বো, তাদের উদ্দেশে বার্তা একটাই—"না, আমি পিছিয়ে আসবো না। না, আমি লুকাবো না। না, আমি তোমাদের খেলা খেলবো না।" বরং, এই অবস্থান আমার সংকল্পকে আরও দৃঢ় করেছে। কারণ যখন মিথ্যাই অবশিষ্ট থাকে, এর মানে হলো আপনার সত্য ইতোমধ্যে যুক্তিতে জিতেছে। তাদের কথা বলতে দিন। আমি কাজ চালিয়ে যাব।’

 

 

আরও পড়ুন: সাবেক এপিএস মোয়াজ্জেমের বিষয়ে যা জানালেন উপদেষ্টা আসিফ মাহমুদ

এর আগে গত ২৪ এপ্রিল ফেসবুক, ইউটিউব, টিকটক, লাইকিসহ সব অনলাইন মাধ্যমে অশ্লীল ও পর্নোগ্রাফিক ভিডিও, বিজ্ঞাপন ও প্রচারণা বন্ধ করতে সরকারকে আইনি নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লব। এতে ডা. জাহাঙ্গীর কবির ও ডা. তাসনিম জারাসহ সামাজিক যোগাযোগমাধ্যমে অশ্লীলতা ছড়ানো ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

এ ছাড়া সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ না করলে ল’ অ্যান্ড লাইফ ফাউন্ডেশন জনস্বার্থে হাইকোর্টে রিট করে যথাযথ আইনি পদক্ষেপ নেবে বলেও নোটিশে জানানো হয়।

মন্তব্য (০)





image

‘জুলাই বিপ্লবের মতো ঘটনা ঘটে বলেই অত্যাচারী শাসক, স্বৈরাচ...

নিউজ ডেস্কঃ তরুণ প্রজন্মকে দেশের জন্য নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানি...

image

নতুন রাজনৈতিক দলে যোগ দেওয়ার প্রশ্নে যা বললেন আসিফ মাহমুদ

নিউজ ডেস্কঃ  স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং য...

image

গরমে লোডশেডিং সহনীয় পর্যায়ে থাকবেঃ জ্বালানি উপদেষ্টা

 নিউজ ডেস্কঃ গরম বাড়ছে। সামনে আরও বাড়বে। এতে লোডশেডিং আরও বাড়বে, সঙ্গে ভ...

image

দেশে শক্তিশালী উদ্ভাবনী সংস্কৃতি গড়ে তোলার প্রত্যাশা প্র...

নিউজ ডেস্কঃ সমৃদ্ধ বাংলাদেশ গড়তে মেধাসম্পদের সর্বোত্তম ব্যবহার ও মেধাস্...

image

পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে রোমে যাচ্ছেন ...

নিউজ ডেস্কঃ রোমান ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দি...

  • company_logo