• সমগ্র বাংলা

ঈশ্বরগঞ্জে পাওনা টাকা চাওয়ায় ৫ জনকে পিটিয়ে আহত, গ্রেফতার ১

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

ঈশ্বরগঞ্জ প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পাওনা টাকা চাওয়ায় পিতাসহ একই পরিবারের পাঁচজনকে পিটিয়ে গুরুত্বর আহত করার অভিযোগ ওঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এর মধ্যে পিতার অবস্থা আশঙ্কাজনক। শনিবার দিনগত রাত সাড়ে ১২ টার দিকে ঈশ্বরগঞ্জ পৌর এলাকার ধামদী গ্রামে ওই ঘটনাটি ঘটে।

আহতরা হলেন, পৌর এলাকার শিমরাইল গ্রামের প্রয়াত আঃ জব্বাবের ছেলে মো. মতিউর রহমান(৫৫), ছেলে  রাজু মিয়া (২৭), রিয়াদ হোসেন (১৬), মো. সজিব মিয়া (৩২), রমজান আলী(২৬)।
আহতদের মধ্যে মতিউর রহমানকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ করা হয়েছে। গুরুত্বর আহত রাজু মিয়া ও তার ভাই রিয়াদ বর্তমানে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। 
আহত রাজু মিয়া জানান, সিরাজুল ইসলামের কাছে পাওনা টাকা চাওয়ায় সে দলবল নিয়ে প্রথমে আমার ভাই রমজান আলীর ওপর হামলা চালায়। রমজান আলীর চিৎকার শুনে আমার বাবা মতিউর রহমান এবং আমরা তিন ভাই ছুটে গেলে প্রতিপক্ষরা আমাদের ওপর দেশীয় অস্ত্র দিয়ে অতর্কিত হামলা চালায়। এতে আমারা চার ভাই ও বাবা গুরুত্বর আহত হই। স্থানীয়রা আমাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
এতে ঘটনার দিন রাতেই ভোক্তভোগী রমজান আলী (২৭) বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে আসামি করে ঈশ্বরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। ঘটনা রাতেই  অভিযান চালিয়ে মামলার এজহারভুক্ত সাত নম্বর আসামি ইমন মিয়া(২২) কে গ্রেফতার করে পুলিশ।
এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত সিরাজের মুঠোফোনে কল দিলে তা বন্ধ পাওয়া যায়। তা ছাড়া বাড়িতে গেলে অভিযুক্ত কাউকেই বাড়িতে পাওয়া যায়নি।
এ ব্যাপারে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. ওবায়দুর রহমান বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। রাতেই অভিযান চালিয়ে এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকী আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
 

মন্তব্য (০)





image

গোপালপুরে বর্নাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলা বর্ষবরণ উদযাপন

গোপালপুর প্রতিনিধিঃ বাঙালির হাজার বছরের ইতিহাস ঐতিহ্যকে তুুলে ধরে মহা ধু...

image

মিরসরাইতে লোকজ মেলা উদ্বোধন

চট্টগ্রাম প্রতিনিধিঃ  চট্টগ্রামের মিরসরাইতে উপজেলা প্রশাসনের উদ্যোগ...

image

নওগাঁয় বর্ষবরণে আনন্দ শোভাযাত্রা

নওগাঁ প্রতিনিধি:  বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। ব্যাপক উৎসাহ-উদ...

image

শার্শায় পহেলা বৈশাখ উপলক্ষে বর্ণাঢ‍্য র‍্যালী অনুষ্ঠিত

বেনাপোল প্রতিনিধি : বাদ্যের তালে তালে গ্রাম বাংলার প্রাচীন ঐতিহ্য লোকজ উপকরণ&...

image

কালীগঞ্জে নানা কর্মসূচিতে বাংলা নববর্ষ উদযাপন

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে  বাংলা নববর্ষ -১৪৩২ উপলক্ষে লোকজ ...

  • company_logo