
প্রতীকী ছবি
নারায়ণগঞ্জ প্রতিনিধি: সিদ্ধিরগঞ্জে ছয় বছরের এক মেয়ে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে দু’জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো শরিয়তপুরের পালং থানাধীন খেয়ালপুর গ্রামের মো. শাহজাহানের ছেলে হাসান ও পিরোজপুরের নেছারাবাদ থানাধীন মাগুরা গ্রামের আনিছুজ্জামান রনির ছেলে মাজিদুল আলিফ ওরফে শাহরিয়া।
এর আগে গত বৃহস্পতিবার রাতে সিদ্ধিরগঞ্জের সাহেবপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। শুক্রবার রাতে ভুক্তভোগীর মা বাদি হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় তিনজনের নামে অভিযোগ দায়ের করেন। অভিযুক্ত আরেকজন আরাফাতকে আটক করতে পারেনি পুলিশ।
ভুক্তভোগীর পরিবার ও অভিযোগ সূত্রে জানা যায়, একই বাড়িতে বসবাসের সুবাদে ঘটনার রাতে ভুক্তভোগী শিশুটি খেলাধুলা করতে করতে ঘর থেকে বাইরে চলে যায়। এই সুযোগে অভিযুক্তরা শিশুটিকে তাদের ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। পরে শিশুটির মা টের পেয়ে চিৎকার করলে অভিযুক্তরা শিশুটিকে ছেড়ে দেয়। আহত ওই শিশুকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে তার পরিবার।
ভুক্তভোগী শিশুর মা বলেন, অভিযুক্তরা আমাদের প্রতিবেশি। ঘটনার রাতে আমি বাসায় রান্নার কাজে ব্যস্ত ছিলাম। আমার মেয়ে তখন খেলাধুলা করছিল। পরে দীর্ঘ সময় আমার মেয়েকে দেখতে না পেয়ে খুজতে খুজতে অভিযুক্ত হাসানের বাসায় গিয়ে দেখি আমার মেয়েকে সে ধর্ষণের চেষ্টা করছে এবং অপর দুই অভিযুক্ত আলিফ-আরাফাত সহযোগিতা করছিল।
বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম জানান, অভিযুক্ত দুই’জনকে আটক করা হয়েছে। শিশুটিকে হাসপাতালে পাঠানো হয়েছে। পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।পলাতক আসামীকে গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত আছে।
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের আড়াইহাজারে ফতেপুর ইউনিয়নের দক্ষিণপাড়া জোড়া...
নিউজ ডেস্কঃ অবৈধ ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় ঠ...
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়ায় ছাত্র আন্দোলনে হ...
নওগাঁ প্রতিনিধি: অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে অচেতন অবস...
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের নবাবগঞ্জে পুলিশের হেফাজত থেকে জানালার রড ভেঙ্গ...
মন্তব্য (০)