• অপরাধ ও দুর্নীতি

চুয়াডাঙ্গায় শিশুকন্যাকে ধর্ষন চেষ্টায় বাবা গ্রেফতার

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গা পৌর এলাকার জাফরপুর গ্রামে বাবার বিরুদ্ধে মেয়েকে ধর্ষন চেষ্টার অভিযোগ এনে গ্রেফতার করা হয়েছে। এ অভিযোগের জের ধরে অভিযুক্তের বাড়ি ঘেরাও করে স্থানীয় বিক্ষুব্ধ জনতা। বিষয়টি জানাজানি হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা গ্রামে। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

জানা গেছে, সোমবার (১৭ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জাফরপুরের পাওয়ার হাউস পাড়ায় ফকির মোহাম্মদের ছেলে এনামুল হক জনি (৪০) তার নিজ  কন্যা ফাউজিয়া হক এ্যানির (১৪)  সাথেই  এমন নিকৃষ্ট ঘটনা ঘটায়।

এ ঘটনায় ( মঙ্গলবার১৮ মার্চ) ভিকটিমের মামা বেলগাছি ঈদগাহ পাড়ার মৃত ফজল করিমের ছেলে রেজাউল করিম বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় একটি ধর্ষন চেষ্টা মামলা দায়ের করেন। এবং মামলা দাখিলের  পর ঝিনাইদহের কালিগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত বাবা এনামুল হক জনিকে গ্রেফতার করতে সক্ষম  পুলিশ। গ্রেফতার আসামী এনামুল হক জনি (৪০) জাফরপুরের ফকির মোহাম্মদের ছেলে। 

পুলিশ ও স্থানীয়রা জানান, জাফরপুরের পাওয়ার হাউস পাড়ার ফকির মোহাম্মদের ছেলে এনামুল হক জনি (৪০) একটি ব্যাংকের নিরাপত্তা প্রহরী। এর আগেও তার একাধিক বিয়ে হয়েছিল। জনির আগের স্ত্রীর একটি কন্য সন্তান রয়েছে। ১৪ বছর বয়সী কন্যা ফাউজিয়া হক এ্যানি  মাদ্রাসায় পড়াশুনা করে। বিভিন্ন সময় সেই মেয়েকে কু-নজর ও কু-প্রস্তাব দিত অভিযুক্ত জনি।

মামলা সূত্রে জানা গেছে, গত ১ ডিসেম্বর স্ত্রীর অনুপস্থিতিতে নিজের কন্যা সন্তানকে ঘরের বিছানায়  একা পেয়ে ধর্ষনের চেষ্টা চালায় বাবা এনামুল হক জনি। তখন কৌশলে নিজেকে রক্ষা করে ওই নাবালিকা শিশুটি। লোকলজ্জার ভয়ে বিষয়টি পরিবারের কাউকে না জানিয়ে তার এক বান্ধবীকে বলে দেয় সে। এরপর গত ১৪ মার্চ কর্মস্থল থেকে বাবার বাড়িতে ফেরার কথা শুনে ঘরে থাকা তিনটি প্যারাসিটামল ওষুধ সেবন করেন ভুক্তভোগী মেয়ে। এতে অসুস্থ হয়ে পড়ে সে। হাসপাতালে নিয়ে চিকিৎসাও দেয়া হয় তাকে। তখন বিষয়টি ছড়িয়ে পড়ে।

বিষয়টি জানাজানি এক পর্যায়ে অভিযুক্ত জনির বাড়ি ঘেরাও করেন স্থানীয় জনতা। প্রায় ঘণ্টা দুয়েক তার বাড়ির সামনে অবস্থান নেয় উত্তেজিত গ্রামবাসী। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। 

ভুক্তভোগী কন্যাকে  ধর্ষনের এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার ওসি খালেদুর রহমান জানান, ওই শিশুকন্যাকে ধর্ষনের চেষ্টা করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় অভিযুক্ত বাবাকে আসামী করে থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলা রুজুর দুই ঘণ্টার মধ্যে থানা ও ডিবি পুলিশ যৌথ অভিযান চালিয়ে ঝিনাইদহের কালিগঞ্জের কাশিপুর গ্রামের মামা বাড়ি থেকে আসামী জনিকে গ্রেফতার করা হয়। আজ মঙ্গলবার বিজ্ঞ আদালতে বিচারের জন্য তোলা হবে।

 

মন্তব্য (০)





image

রংপুরে ইউপি চেয়ারম্যান ও আ.লীগ নেতা গ্রেফতার

 রংপুর ব্যুরোঃ রংপুরের কাউনিয়া উপজেলার কুর্শা...

image

সিদ্ধিরগঞ্জে শিশুসহ ৩ লাশ উদ্ধারের ঘটনায় আসামির স্বীকারোক্তি

নারায়ণগঞ্জ প্রতিনিধি: সিদ্ধিরগঞ্জে চাঞ্চল্যকর স্ত্রী-সন্তানসহ  তিনজ...

image

প‌হেলা বৈশা‌খে মো‌টিফ বানা‌নো চিত্র শিল্পীর মা‌নিকগ‌ঞ্জ...

মা‌নিকগঞ্জ প্রতিনিধিঃ পহেলা বৈশাখের আনন্দ শোভাযাত্রায় মোটিফ নি...

image

অবৈধ মাটি লুটের বিরুদ্ধে আন্দোলনে এলাকাবাসী

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ঢে...

image

আপত্তিকর ছবি ও ভিডিও ভাইরাল করায় ২ এপিবিএন এর অভিযানে গ্র...

ময়মনসিংহ প্রতিনিধিঃ ভিকটিম বর্ষা আক্তার (১৭) (ছদ্মনাম) এর সাথে মোঃ তাজিমুল ইস...

  • company_logo