
ছবিঃ সিএনআই
রংপুর ব্যুরো: রংপুরে একযুগ(১২ বছর)পর শিবির নেতা আশিকুর রহমান হত্যার বিচার চেয়ে আওয়ামী লীগের ২২৪ জনসহ আরও অজ্ঞাত ৫০ থেকে ৭০ জনের নামে মামলা করেছে নিহতের বাবা আফতাব উদ্দিন।
মামলাটি গত ৮ মার্চ রংপুরের মিঠাপুকুর থানায় দায়ের করেছেন নিহতের পিতা।ন্যায় বিচারের দাবি করছেন বাদি।১২ বছর ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছে।
গত মঙ্গলবার (১১ মার্চ)রাতে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আবু বক্কর সিদ্দিক।মিঠাপুকুর উপজেলার ইমাদপুর গ্রামের মো:আফতাব উদ্দিনের ছেলে নিহত আশিকুর রহমান।
বুধবার (১২ মাচ )দুপুরে এ তথ্য জানান,ওসি।তিনি বলেন দীঘ কয়েক বছর পর এই হত্যা মামলাটি করছেন নিহতের পিতা। মামলার আসামীদের গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে।
মামলা সূত্রে জানা যায়, গত ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি জামায়াতের নায়েবে আমীর দেলোয়ার হোসেন সাঈদির বিরুদ্ধে ফাঁসি রায়ের প্রতিবাদে সকাল-সন্ধ্যা হরতাল ডাকে বাংলাদেশ জামায়াতী ইসলা।হরতালের সমর্থনে মিঠাপুকুর জামায়াত ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা উপজেলা জামায়াতের কার্যালয়ে শান্তিপূর্ণ অবস্থান নেন।
এসময় পুলিশ র্যাব,বিজিবি ও আওয়ামী লীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিকলীগ, যুবলীগের নেতাকর্মীরা এইচ এন আশিকুর রহমানের নির্দেশে হামলা চালায়। হামলার এক পর্যায়ে আশিকুর রহমান নামে এক তরুণ গুলিবিদ্ধ হন এবং মহাসড়কেই মৃত্যুর কোলে ঢলে পরেন। এতে অন্তত ৫০/৬০ জন জামায়াত শিবিরের নেতা কর্মী গুরতর আহত হয়। আহতদের মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়।পরে গুরুত্বর আহতরা উন্নত চিকিৎসা সেবা নিতে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভতি হয়।
মামলায় বাদী উল্লেখ করেন,সন্তান হারানোর শোকে মানসিকভাবে বিপর্যস্ত থাকায় ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকায় মিঠাপুকুর থানায় মামলা করতে গেলে থানায় মামলা নিতে অসম্মতি প্রকাশ করে। যার কারণে মামলা করতে বিলম্ব হয়েছে।সেই থেকে দীঘ ১২ বছর পর মামলাটি করা হয়েছে।
৫ আগস্ট পরবর্তি আওয়ামী লীগ সরকারের পতনের ৬ মাস পর ছেলে হত্যার বিচার চেয়ে আওয়ামী লীগের ২২৪ জনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাত ৫০ থেকে ৭০ জনের নামে মামলা করেন নিহতের বাবা আফতাব উদ্দিন।মামলায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কোষাধ্যক্ষ এইচ এন আশিকুর রহমানকে ১ নম্বর আসামি,তার ছেলে আ্ওয়ামীলীগের উপকমিটির নেতা রাশেক রহমানকে ২ নম্বর আসামি এবং উপজেলা আ্ওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সাবেক এমপি জাকির হোসেন সরকারকে ৩ নম্বর আসামি করে উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ,শ্রমিকলীগের নেতাকর্মীর ২২৪ জনের নাম উল্লেখ করে আরও ৫০ থেকে ৭০ জনের নামে মামলা দায়ের করেন তিনি।
এ ব্যাপারে মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আবু বক্কর সিদ্দিক বলেন,থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে।মামলাটি তদন্ত করা হচ্ছে।এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।তবে আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।অতিদ্রুত আসামীদের আইনের আ্ওতায় আনা হবে।
বগুড়া প্রতিনিধিঃ বগুড়ায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই ...
নিউজ ডেস্কঃ পবিত্র আশুরা উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভা...
নিউজ ডেস্কঃ হাসপাতালের আইসিইউতে ভর্তি গুরুতর অসুস্থ শাশুড়ির জন্য দোয়া চে...
নিউজ ডেস্কঃ মানুষের সমস্যার সমাধান করাই আমাদের দলের রাজনীতি বলে মন্তব্য ...
নিউজ ডেস্কঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশ...
মন্তব্য (১)
Annis
Wow loads of terrific material. casino en ligne fiable Wow tons of useful tips! casino en ligne France You expressed it wonderfully! casino en ligne Seriously quite a lot of excellent information! casino en ligne France Good advice Many thanks. casino en ligne You said it very well.! casino en ligne Well expressed truly! . casino en ligne francais Regards. I appreciate this! casino en ligne You actually expressed that well! casino en ligne Great write ups, Kudos. casino en ligne fiable