• বিনোদন

মুক্তির প্রক্রিয়ায় ফারজানা সুমি'র আতরবিবিলেন

  • বিনোদন

ছবিঃ সিএনআই

বিনোদন প্রতিবেদক : মুক্তি প্রতীক্ষিত সরকারি অনুদানের চলচ্চিত্র 'জলরঙ' এর কেন্দ্রীয় চরিত্রে অসাধারণ অভিনয় চলে এসেছেন তরুণ প্রজন্মের মডেল - অভিনেত্রী ফারজানা সুমি। এই অভিনেত্রী নতুন একটি সুখবর জানালেন। তার অভিনীত আরেকটি চলচ্চিত্র ২৪ ফেব্রুয়ারি সেন্সর সার্টিফিকেট পেয়েছে। এই ছবির নাম ভূমিকায় অভিনয় করেছেন তিনি। ছবিটির নাম 'আতরবিবিলেন'। এটি পরিচালনা করেছেন মিজানুর রহমান লাবু। ছবিটি নির্মিত হয়েছে নতুন প্রযোজনা সংস্থা টাইমস মিডিয়ার ব্যানারে।

নির্মাতা মিজানুর রহমান লাবু'র কাহিনী, সংলাপ ও চিত্রনাট্যে আতরবিবিলেন ছবির আতরবিবি চরিত্রটি রূপায়ণ করা প্রসঙ্গে ফারজানা সুমি বলেন, ছবির গল্পে আতরবিবি সমাজের একটি স্বাভাবিক মেয়ের মতো বাঁচার স্বপ্ন দেখে। নিজের একটা সুখের জীবন কাটানোর অনেক স্বপ্ন তার। কিন্তু এই সমাজে ভদ্রবেশী কিছু ভয়ংকর স্বার্থলোভীর স্বার্থ উদ্ধারের জন্য বার বার বলী হতে হয় আতরবিবিকে। তার জীবনে নানান ঘাত প্রতিঘাতের ঘটনা ঘটতে থাকে। পুরো ছবিতে ওঠে আসে আতর বিবির সংগ্রামী জীবন। তার জীবনে ঘটে যাওয়া নানা ঘটনাকে এক সুতোয় বেঁধে নির্মাতা এগিয়ে নিয়েছেন এই ছবির কাহিনী। কাহিনীর পরতে পরতে রয়েছে আতরবিবির সংগ্রামী জীবন। নাম ভূমিকায় অভিনয় করার প্রতিক্রিয়া জানতে চাইলে ফারজানা সুমি বলেন, আতরবিবিলেন ছবির নাম ভূমিকায় অভিনয় করে অসাধারণ ভালো লাগা কাজ করছে আমার মধ্যে। যদিও নির্মাতা লাবু ভাইয়ের কল্পনায় ভাসা আতরবিবি হওয়া খুব সহজ ছিল না। এই চরিত্রের জন্যে আমাকে অনেক হোমওয়ার্ক করতে হয়েছে। তারপরেই আমি ক্যামেরার সামনে আতরবিবি সেজেছি। নির্মাতার চাহিদা অনুযায়ী অভিনয়ের সর্বোচ্চ চেষ্টা করেছি।

এই চরিত্রটি ফুটিয়ে তুলতে আমার চেষ্টার কোনো ত্রুটি ছিলো না। অসম্ভব রকমের পরিশ্রম করে এই ছবির শুটিং করেছি। নির্মাণ শেষে পুরো ছবিটি দেখে খুবই ভালো লেগেছে আমার বিশ্বাস - এটি দর্শকদেরও ভালো লাগবে। আর তাদের ভালো লাগলেই আমার এবং ছবির পুরো ইউনিটের কষ্ট স্বার্থক হবে বলে মনে করি। নির্মাতা সূত্রে জানা গেছে, ঢাকার বিভিন্ন লোকেশন ছাড়াও খাগড়াছড়ি, কুয়াকাটা, নেত্রকোনা কলমাকান্দা, দৌলতদিয়া যৌনপল্লী, রাজবাড়ি, গোয়ালন্দ, ফরিদপুর ইত্যাদি স্থানে আতরবিবিলেন ছবিটির শুটিং হয়েছে। ছবিতে ফারজানা সুমি'র বিপরীতে অভিনয় করেছেন গোলাম মুস্তফা প্রকাশ। এছাড়াও অভিনয় করেছেন রাশেদ মামুন অপু, আশীষ খন্দকার, এলিনা শাম্মী, সানজিদা মিলা, জয়রাজ, পারভেজ সুমন, ফরহাদ লিমন, কাজী উজ্জ্বল, সকাল, সীমান্ত প্রমুখ। ছবিটির চিত্রগ্রহণ করেছেন আসাদুজ্জামান মজনু। সম্পাদনায় তৌহিদ হোসেন চৌধুরী। স্থিরচিত্রগ্রাহক শাহ সুলতান এবং রূপসজ্জাকর জামাল। নৃত্য পরিচালনা করেছেন জাকির ও রোহান বেলাল। সঙ্গীত পরিচালনায় আকাশ মাহমুদ। সেট ডিজাইনার ফরিদ হোসেন। নির্মাতা সূত্রে জানা গেছে, আগামী ঈদ কিম্বা ঈদ পরবর্তী কোনো সুবিধাজনক সময়ে ছবিটি মুক্তির পরিকল্পনা করা হয়েছে। সেই ভাবনা থেকেই ছবিটি মুক্তির প্রক্রিয়ায় যুক্ত হয়েছে।

মন্তব্য (০)





image

মেট গালায় প্রথমবারের মতো অন্তঃসত্ত্বা কিয়ারা আদভানি

বিনোদন ডেস্কঃ শুরু হয়েছে ফ্যাশন উৎসব মেট গালা।  প্রতিবছর মে মাসের প...

image

আসিফ আকবরের ভাইরাল ভিডিও নিয়ে যা জানা গেল

বিনোদন ডেস্কঃ দেশের সংগীতাঙ্গনে তুমুল জনপ্রিয় গায়ক আসিফ আকবর। ক্যাসেট-সি...

image

এবার আলিয়ার মুকুটে নতুন পালক

বিনোদন ডেস্কঃ চলতি বছরের ১৩ থেকে ২৪ মে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক কান চলচ্...

image

কড়া প্রতিবাদ জানালেন হানিয়া আমির

বিনোদন ডেস্কঃ ভারত-পাকিস্তানের রাজনৈতিক উত্তেজনার আঁচ সবচেয়ে আগে গিয়ে পড়...

image

আমরা গর্বিত আমাদের একজন খালেদা জিয়া আছেনঃ আসিফ

বিনোদন ডেস্কঃ বিনোদন জগতের সংগীতাঙ্গনের জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর বি...

  • company_logo