ছবিঃ সিএনআই
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাণীনগর (২) সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে দিনব্যাপী এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এদিন সকালে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন এবং বিকেলে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান। প্রতিযোগিতায় ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয় ভিত্তিক কুইজ ও কাবিং বিভাগে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেয়া হয়। প্রতিযোগিতায় উপজেলার সিংহ ভাগ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাদিরউজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসান। এছাড়াও উপজেলা প্রাথমিক সহকারি শিক্ষা কর্মকর্তা, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারি শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ উপস্থিত ছিলেন।
এসময় প্রধান অতিথি বলেন সুস্থ ও মেধা সম্পন্ন আগামীর প্রজন্ম গড়ে তুলতে নিয়মিত খেলাধুলার চর্চার কোন বিকল্প নেই। সুস্থ শরীর সুস্থ মন। যদি শরীর সুস্থ না থাকে তাহলে মন ভালো থাকতে পারে না। তাই শরীরকে সুস্থ ও সুন্দর ভাবে গঠন করতে চাইলে পড়ালেখার পাশাপাশি নিয়মিত বেশি বেশি খেলাধুলার চর্চা করতে হবে। আর খেলাধুলার প্রতিযোগিতায় বিজয়ী হয়ে প্রাপ্ত পুরস্কার একজন শিক্ষার্থীকে ভালো কিছু করার অনুপ্রেরণা যোগায়। তাই ক্ষুদে শিক্ষার্থীদের অংশগ্রহণে এমন আয়োজনের ধারাবাহিকতা অব্যাহত রাখতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।
নিউজ ডেস্ক : নবম ও তদূর্ধ্ব গ্রেডের সরকারি কর্মকর্তা ও শিক্ষকদের ডিজিটাল...
নিউজ ডেস্কঃ সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বব...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আলিনগর কার...
বাকৃবি প্রতিনিধি : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শিক্ষার্থীদের উ...
গাজীপুর প্রতিনিধি : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার কার...

মন্তব্য (০)