• জাতীয়

তিস্তা মহা পরিকল্পনা বাস্তবায়ন হলে মানুষের ভাগ্যের পরিবর্তন হবেঃ উলিপুরে সাবেক উপমন্ত্রী দুলু

  • জাতীয়

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ রংপুর হবে সারা বাংলাদেশের সবচেয়ে সমৃদ্ধশালী এলাকা। রংপুরের মানুষ খাদ্যশর্ষে সবচেয়ে অগ্রগামী। শষ্য ভান্ডার হবে রংপুর। তিস্তা মহা পরিকল্পনা বাস্তবায়ন হলে এ এলাকার মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। এ এলাকার মানুষকে প্রিয় পরিবার রেখে ঢাকা-গাজীপুর চট্রগ্রামে গিয়ে কাজ করতে হবে না। কুড়িগ্রামের উলিপুরে শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকালে তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায় ও তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়নের দাবীতে প্রস্তুতি সভায় থেতরাই ইউনিয়নের দড়ি কিশোরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কথা গুলো বলেন, রংপুর বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক , তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটির প্রধান সমন্বয়ক ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু।

তিনি আরও বলেন, পতিত স্বৈরাচার শেখ হাসিনার দেশের মানুষের প্রতি কোনো ভালোবাসা ছিল না। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হাসিনাকে বলেছিলেন তুমি তিস্তার পানি চাও না গদি চাও, তিনি গদি চেয়েছিলেন। কারন তিস্তা পারের মানুষ আমাকে ভোট দেয় না। আমাকে ভোট দেয় প্রিজাইডিং অফিসার ও পুলিশ ভাইয়েরা। সুতরাং জনগনের কাছে তার কোনো জবাবদিহিতা ছিল না। এ কারনের মোদী সরকারের সাথে তিস্তা চুক্তি করা সম্ভব হয়নি।

এ সময় তিনি বলেন, জুলাই আন্দোলনের পতিত সরকারকে ভারত আশ্রয় দিয়েছে, তারা কি আমাদের বন্ধু হতে পারে, পারে না। অনেক বুদ্ধিজীবি অনেক কথা বলেন, ভারত আমাদের বন্ধুপ্রতিম রাষ্ট্র অথচ তারা বাংলাদেশের তলপট্রি দখল করে, সীমান্তে প্রতিদিন নিরিহ মানুষ গুলি করে হত্যা করে তারা কোনো দিন আমাদের বন্ধু হতে পারে না। বাংলাদেশকে যারা ছোট মনে করে তাদেরকে বলি পৃথিবীর শক্তিশালী সেনাবাহিনী পাকিস্তানের, তারা কিন্তু আমাদের কাছে পরাজিত হয়েছে।

তিস্তার পানির নায্য হিস্যা আদায় ও তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়নের দাবীতে প্রস্তুতি সভায় উলিপুরের সমন্বয়ক হায়দার আলী মিঞার সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক ওবায়দুর রহমান বুলবুলের সঞ্চালনায় বক্তব্য রাখেন, কুড়িগ্রাম জেলা সমন্বয়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, অধ্যাপক শফিকুল ইসলাম বেবু,  সহকারী অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, সোহেল হোসনাইন কায়কোবাদ, আব্দুর রশিদ, মহসিন আলী, নুর মোহাম্মদ, সোলায়মান আলী সরকার প্রমুখ।

উল্লেখ্য, তিস্তানদীর তীরবর্তী রংপুর বিভাগের পাঁচ জেলার ১১টি স্থানে গত ১৭ ও ১৮ ফেব্রুয়ারি ২দিন ব্যাপী লাগাতার কর্মসূচী বাস্তায়নের জন্য এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

মন্তব্য (০)





image

মাগুরায় নির্যাতিত শিশুর মৃত্যু: আসামিদের দ্রুত বিচারের আ...

নিউজ ডেস্কঃ মাগুরায় নির্যাতিত শিশুটির মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ কর...

image

সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা ৬০ দিন বাড়ল

নিউজ ডেস্কঃ বাংলাদেশ সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা ...

image

দ্বিতীয় শ্রেণির গেজেটেড কর্মকর্তার মর্যাদা পাবেন প্রাথমিক...

নিউজ ডেস্কঃ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দ্বিতীয় শ্রেণির গেজেটেড ...

image

এ বছর জনপ্রতি ফিতরা সর্বনিম্ন ১১০ টাকা

নিউজ ডেস্কঃ রমজানে এ বছর বাংলাদেশে ফিতরার হার জনপ্রতি সর্বনিম্ন ১১০ টাকা...

image

পাচার হওয়া টাকা ফেরাতে বিশেষ করার উদ্যোগ

অর্থনীতি ডেস্ক: এ বছরের মধ্যেই বিদেশে পাচার হওয়া প্রায় কয়েকশ কোটি ডলার ফিরিয়ে...

  • company_logo