ছবিঃ সিএনআই
কিশোরগঞ্জ প্রতিনিধি:"চল যুদ্ধে, মাদক সেবন ও চোরা কারবারীর বিরুদ্ধে" এই শ্লোগানকে সামনে রেখে মাদক মুক্ত সমাজ গড়ার উদ্যোগে আলোচনা সভা অনুস্ঠিত হয়েছে।শুক্রবার বিকাল ৪ টায় কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল ইউনিয়নের ভট্টাচার্যপাড়া আমাটিশিবপুর এলাকার আয়োজনে এই আলোচনাসভা অনুস্ঠিত হয়।
উক্ত অনুস্ঠানে বিশিষ্ট সমাজসেবক আবদুর রশিদ মিয়ার সভাপতিত্বে ও কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ওমর ফারুকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার জেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক সাইফুল হক মোল্লা দুলু, প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আহমেদ ফরিদ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এসএম মুশফিকুর রহমান, কিশোরগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আরিফুল ইসলাম আরজু, কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সহ-সভাপতি মো. জুবায়ের ইসলাম, কিশোর জেলা নবীন দলের সাবেক সাধারণ সম্পাদক মো. বেলাল হোসেন, কিশোরগঞ্জ জেলা পৌর ছাত্রদলের সদস্য সচিব মো. দিদার জামান বাপ্পী, কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজ শাখার ছাত্রদলের যুগ্ম আহবায়ক মো. এনামুল হক নাঈমসহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিবৃন্দ।
আলোচনাসভায় বক্তারা বলেন, মাদক আগামী প্রজন্মকে ধংসের দিকে ঠেলে দিচ্ছে। মাদকের বিরুদ্ধে প্রশাসনকে আরো কঠোর হতে হবে। মাদকের বিরুদ্ধে প্রত্যেকের নিজ নিজ জায়গা থেকে প্রতিরোধ গড়ে তুলতে হবে। মাদকের হাত থেকে আমাদের সোনার বাংলাদেশকে বাঁচাতে হবে।
নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ শহরে রায়হান (৪০) নামে এক যু...
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে চরমপন্থীদের পূর্নবাসনের লক্...
মানিকগঞ্জ প্রতিনিধি : যাত্রাপথে রাত গভীর হওয়ায় নিরাপদ ...
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে ২০২০ সালে দায়ের হওয়া একটি মাদ...
জামালপুর প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-২ (ইসলামপুর উ...

মন্তব্য (০)