
ছবিঃ সিএনআই
পবিপ্রবি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) বরিশাল ক্যাম্পাসে জমকালো আয়োজনের মাধ্যমে উত্তরবঙ্গ (রাজশাহী ও রংপুর বিভাগ) থেকে আগত ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের ছাত্র-ছাত্রীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকাল ৪.৩০ ঘটিকায় নর্থবেঙ্গল এসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ড. মো. সাইদুর রহমান এর উপস্থিতিতে এ আয়োজন শুরু হয়।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে স্বাগত বক্তব্য রাখেন সহ-সভাপতি আজমাইন ইকতিদার ও সাধারণ সম্পাদক মুনতাসীর রিয়াদ।
পরে নবীনদের উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য ও ক্রেস্ট দিয়ে বরণ করেন অধ্যাপক ড. ননী গোপাল সাহা, অধ্যাপক ড.অসীত কুমার পাল, ড. মো: শাহআলম এবং ড. প্রদীপ কুমার সরকার।
অনুষ্ঠানের পরবর্তী অংশ হিসেবে অনুষ্ঠিত হয় পিঠা উৎসব। এসময় উপস্থিত ছিলেন সহকারী প্রক্টর মো: আলী আজগর ও আনোয়ার জাহিদ। পরবর্তীতে ফটোসেশন, মেয়েদের বালিশ খেলা, ছেলেদের ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।
নর্থবেঙ্গল এসোসিয়েশন এর সভাপতি অধ্যাপক ড. মো. সাইদুর রহমান তার বক্তব্যে বলেন, এই এসোসিয়েশনের সবাই একটা পরিবারের মতো। বাসা থেকে দূরে এসেও নিজ এলাকার কিছু মানুষের সাহচর্য নিঃসন্দেহে আনন্দের। মাঝেমধ্যেই সবাই একসাথে হয়ে আরও বড় পরিসরে এরূপ অনুষ্ঠানের আয়োজনের তিনি আহ্বান জানান।
রংপুর ব্যুরো: সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের ১০ম গ্রেড মামলার রা...
পবিপ্রবি প্রতিনিধি: যথাযোগ্য মর্যাদায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্...
জাককানইবি প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধ...
জাককানইবি প্রতিনিধিঃ সম্প্রতি ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলার প্রতিবাদে জা...
জাককানইবি প্রতিনিধিঃ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে শেখ পরিবারের ন...
মন্তব্য (০)