ছবিঃ সিএনআই
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাটে প্রতিবন্ধী শাবলু(৪৩) নামের এক ভিক্ষুককে পূণর্বাসন করতে মঙ্গলবার(৪ফেব্রুয়ারী) বিকাল ৩টায় রকমারী দোকান উদ্বোধন করলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল ইমরান।
উপজেলা সমাজ সেবা অধিদপ্তরের উদ্যোগে এককালীন ৪০হাজার টাকার বিভিন্ন রকমের মালমাল দিয়ে দোকান সাজিয়ে তাকে পূর্ণবাসন করা হয়।
শাবলু উপজেলার চাকিরপশার ইউনিয়নের চাকিরপশার তালুক গ্রামের মোকছেদ আলীর ছেলে। পঙ্গু শাবলু মিয়া (৪৩) পাঁচ বছর আগে ছাগল কেটে মাংস বিক্রি করতো। হঠাৎ করে সে প্যারালাইসিস রোগে আক্রান্ত হলে হাত পা অকোজো হয়ে পড়ে। তার ২মেয়ে ১ বামন (বেটে) ছেলে। পুরু সংসারের ঘানি টানতে বাধ্য হয়ে অন্যের দানের পঙ্গু রিকসায় ভরকরে ভিক্ষাবৃত্তিতে জড়িয়ে পড়ে। শাবলুর করুন কাহিনী স্থানীয় একটি পত্রিকায় প্রকাশ হলে রাজারহাট উপজেলা সমাজ সেবা অধিপ্তরের নজরে আসে। পরে তাকে ভিক্ষা নামক খারাপ পেশা থেকে সরিয়ে নিয়ে আসতে তার বাড়িতেই নানা ধরনের পসরা সাজিয়ে রকমারী দোকান চালু করে দেন রাজারহাট উপজেলা সমাজ সেবা অধিদপ্তর। মঙ্গলবার(৪ফেব্রুয়ারী) বিকাল ৩টায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল ইমরান পঙ্গু শাবলু মিয়ার দোকানটির উদ্বোধন করেন।
এসময় শাবলুর স্ত্রী মোছাঃ রহিমা বেগম(৩২) আবেগাপ্লুত হয়ে বলেন, আল্লাহ্র রহমতে সমাজ সেবা থেকে আজ দোকান পেলাম। এখন থেকে আমার স্বামী আর ভিক্ষা করতে বের হবে না। দোকানে বসে খরচ(মালামাল) বিক্রি করবে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ মশিউর রহমান, সহকারী কর্মকর্তা মোছাঃ ববিতা খাতুন, প্রেসক্লাব রাজারহাট এর সাধারণ সম্পাদক ও পাক্ষিক আলোকিত রাজারহাট এর সম্পাদক প্রহলাদ মন্ডল সৈকত, ফ্লিড সুপারভাইজার মনসের আলী, কারিগরি প্রশিক্ষক আঃ হাকিম, নজরুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে জেলা শিশুশ্রম পরিবীক্ষন কমিটির ৬ষ্ঠ সভা অনুষ্...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাটে গলায় ফাঁস দিয়ে তিন সন্তানের জ...
বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় পাওনা টাকা চাওয়ায় রহিমা খাতুন (৭০) নামে এক...
গোপালপুর প্রতিনিধি: এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই, ...
মাগুরা প্রতিনিধি: মাগুরা ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে ‘এসো দেশ বদলা...
মন্তব্য (০)