• শিক্ষা

জমকালো আয়োজনে পবিপ্রবিতে সরস্বতী পূজা উদযাপন

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

পবিপ্রবি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) জমকালো আয়োজনে দেবী আরাধনা, পুষ্পাঞ্জলি, যজ্ঞ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রসাদ বিতরণের মাধ্যমে বিদ্যার দেবী সরস্বতীর পূজা উদযাপিত হয়েছে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল আটটার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় পূজা মন্ডপে সরস্বতী পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। এতে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের সনাতন ধর্মাবলম্বী অসংখ্য শিক্ষক- শিক্ষার্থী। পূজার প্রস্তুতি ১৫ দিন আগে থেকেই শুরু হয়। সকল সনাতনী শিক্ষার্থীরা এতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।

সরস্বতী পূজা উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন পবিপ্রবি উপ-উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান।এছাড়াও উপস্থিত ছিলেন পবিপ্রবির সাবেক উপাচার্য অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত, পূজা উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. গোপাল সাহা, অধ্যাপক অনুপ কুমার মন্ডল ও অধ্যাপক কুমার দেবাশীষ দত্ত। 

পবিপ্রবি পূজা উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. গোপাল সাহা পূজা উদযাপন নিয়ে বলেন, "বিশ্ব জ্ঞান লাভের উদ্দেশ্যে আমাদের এই আরাধনার আশোজন। আমি বিশ্বাস করি, বাগদেবী সন্তুষ্ট হলে মানব হৃদয়ে বিদ্যা বুদ্ধির প্রসারতা বাড়ে। আমি সবাইকে শ্রীপঞ্চমীর শুভেচ্ছা জানিয়ে আজকের পূজার আনুষ্ঠানিকতা শুরু করছি। " এরপর তিনি মন্দিরের জন্য ভার্সিটির তরফ থেকে রাস্তা বানিয়ে দেওয়ার প্রস্তাব রেখে বক্তৃতা শেষ করেন।

বিশ্ববিদ্যালয়ের সনাতন সংঘের সভাপতি হিমেল মজুমদার জানান, "আমাদের মন্দিরের যে স্পেস বা জায়গা, এই স্বল্প জায়গায় পূজা পরিচালনা করা কঠিন। ভেতরে সবাইকে বসতে দিতে পারছি না। শিক্ষার্থীরা উপায় না পেয়ে বাইরে ঘোরাঘুরি করছে আবার না বসে দাড়িয়ে থাকতে হচ্ছে। এমতাবস্থায় শিক্ষার্থীদের প্রয়োজন অনুসারে একটু বড় করে নতুন মন্দির নির্মানের বিশেষ অনুরোধ রাখছি।"

সরস্বতী পূজার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পবিপ্রবির প্রো-ভিসি অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান সনাতন ধর্মাবলম্বী ছাত্র-ছাত্রী, শিক্ষক, কর্মকর্তা সবার কথা মনোযোগের সাথে শুনে সকল সমস্যার দ্রুত সমাধানের আশ্বাস দেন।

মন্তব্য (০)





image

চিকিৎসকের অবহেলায় শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসক ওএসডি

পবিপ্রবি প্রতিনিধিঃ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) শিক্ষার...

image

ছয় দাবিতে ঠাকুরগাঁও পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ছয় দফা দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে ঠা...

image

কুড়িগ্রামে পলিটেকনিক শিক্ষার্থীদের ৬ দফা দাবিতে সংবাদ সম...

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে পলিটেকনিক শিক্ষার্থীদের ৬ দফা দাবি নিয়ে সংব...

image

পানিতে ডুবে পবিপ্রবি শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু, চিকিৎ...

পবিপ্রবি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্...

image

পবিপ্রবিতে বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

পবিপ্রবি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ব...

  • company_logo