• শিক্ষা

পবিপ্রবিতে তিন মাসব্যাপী ‘জার্নালিজম অ্যান্ড কমিউনিকেশন’ প্রশিক্ষণ কর্মশালা

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

পবিপ্রবি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) সাংবাদিক সমিতির উদ্যোগে ও পৃষ্ঠপোষকতায় ‘জার্নালিজম অ্যান্ড কমিউনিকেশন’ বিষয়ক তিন মাসব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে।

শনিবার (১ ফেব্রুয়ারি ) পবিপ্রবির কৃষি কনফারেন্স কক্ষে এ কর্মশালার উদ্বোধন করেন প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়টির ট্রেজারার অধ্যাপক আব্দুল লতিফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. ইকতিয়ার উদ্দিন ও প্রক্টর অধ্যাপক আবুল বাশার খান। এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক ও সহকারী প্রক্টর এবং বাংলাদেশ ফিচার লেখক সংঘের প্রতিষ্ঠাতা মুতাসিম বিল্লাহ।

অনুষ্ঠানে পবিপ্রবি সাংবাদিক সমিতির সহ-সভাপতি মারসিফুল আলম রিমনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাব্বির হোসেনের সঞ্চালনায় পবিত্র কুরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে সূচনা হয়। স্বাগত বক্তব্য দেন সমিতির সাংগঠনিক সম্পাদক আবু হাসনাত তুহিন, আর সমিতির ইতিহাস তুলে ধরেন দপ্তর সম্পাদক জান্নাতীন নাঈম জীবন। এছাড়া সহযোগী সদস্য জয় ভাঙ্গী ও সাজ্জাদ ইয়াসির তাদের বক্তব্যে প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরেন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. ইকতিয়ার উদ্দিন প্রশিক্ষণ কর্মশালাটিকে সময়োপযোগী উদ্যোগ হিসেবে উল্লেখ করে সাংবাদিক সমিতিকে ধন্যবাদ জানান। প্রধান অতিথির বক্তব্যে ট্রেজারার অধ্যাপক আব্দুল লতিফ বলেন, "সাংবাদিকতা একটি জাতির দর্পণস্বরূপ। আমাদের শিক্ষার্থীদের এই কর্মশালায় আগ্রহ দেখে আমি অত্যন্ত আনন্দিত।"

প্রক্টর অধ্যাপক আবুল বাশার খান প্রশিক্ষণার্থীদের বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন। প্রশিক্ষণের প্রথম দিনের সেশন পরিচালনা করেন আমন্ত্রিত অতিথি সহকারী অধ্যাপক মুতাসিম বিল্লাহ, যেখানে তিনি ‘জার্নালিজম ও সোসাইটি’ এবং ‘ফিচার রাইটিং’ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। প্রায় শতাধিক শিক্ষার্থী এতে অংশগ্রহণ করেন।

শেষে পবিপ্রবি সাংবাদিক সমিতির সহ-সভাপতি মারসিফুল আলম রিমন প্রশিক্ষণের সফল আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

মন্তব্য (০)





image

বাকৃবি ও মারডক বিশ্ববিদ্যালয়ের কৃষি সুরক্ষা পদ্ধতি নিয়ে য...

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ: বাংলাদেশের মাটি ও পানি সম্পদের উপর কৃষ...

image

জমকালো আয়োজনে পবিপ্রবিতে সরস্বতী পূজা উদযাপন

পবিপ্রবি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) জ...

image

মহাখালীতে তিতুমীর শিক্ষার্থীদের অবরোধে রেলে বিচ্ছিন্ন ঢাকা

নিউজ ডেস্কঃ স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে সরকারি তিতুমীর কলেজের আন্দো...

image

কোয়ান্টিটি নয় কোয়ালিটিতে আমাদের বেশি জোর দিতে হবেঃ বাকৃবি...

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহঃ “পরিবেশ...

image

জামালপুরে সাস্টিয়ান মিলনমেলা অনুষ্ঠিত

জামালপুর প্রতিনিধি : জামালপুরে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যা...

  • company_logo