
ছবিঃ সিএনআই
লালমনিরহাট প্রতিনিধি: তিস্তা নদীর খনন কাজ করে তিস্তা পাড়বাসীকে রক্ষার জন্য তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে বুধবার রাতে এক প্রস্তুতিমূলক সভা হামার বাড়ি হলরুমে অনুষ্ঠিত হয়েছে।তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটির উদ্যোগে জাগো বাহে তিস্তা বাঁচাই শিরোনামে এ সভা অনুষ্ঠিত হয়।তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক, জেলা বিএনপির সভাপতি ও বিএনপি নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এসময় তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি সরকারের কাছে তুলে ধরার জন্য বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন। এবং আগামী ১৭ ও ১৮ ফেব্রুয়ারি দুই দিনের জন্য তিস্তায় অবস্থান কর্মসূচির ঘোষণা দেন। এ অবস্থান কর্মসূচিতে তিস্তা পাড়ের দুই প্রান্তে লক্ষাধিক মানুষের সমাগমের আয়োজন করা হবে।
তিস্তা নদীকেন্দ্রিক রংপুর, গাইবান্ধা,কুড়িগ্রাম,নীলফামারি ও লালমনিরহাট জেলার জনসাধারণকে এতে অংশ নেওয়ার উদ্যোগ নেয়া হয়। এ আন্দোলনে সকলকে অংশ নেওয়ার জন্য নানারকম প্রচারণামূলক কর্মকাণ্ড হাতে নেওয়া হয়েছে। প্রস্তুতিমূলক আজকের এ সভায় জেলার চালকল মিল মালিক সমিতি, পেট্রোল পাম্প মালিক সমিতি, কোল্ড স্টোরেজ মালিক সমিতি, ইট প্রস্তুতকারক মালিক সমিতি,সাংস্কৃতিক সংগঠন সহ পেশাজীবী বিভিন্ন সংগঠনের সভাপতি,সম্পাদকসহ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় তারা বিভিন্ন পরামর্শমূলক বক্তব্য প্রদান করেন। এবং এ আন্দোলনের প্রশংসা করেন। সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপি'র যুগ্ন আহবায়ক,সাবেক উপজেলা চেয়ারম্যান এ কে এম মমিনুল হক,সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন সহ জেলা বিএনপির নেতৃবৃন্দ ও সুশীল সমাজের নাগরিকগণ।
ফরিদপুর প্রতিনিধিঃ আগামী ১৫ মার্চ ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদযাপন উপলক...
গাজীপুর প্রতিনিধিঃ ১৫ মার্চ ভিটামিন ‘এ’ প্লাস ক্যাস্পেইন উপল...
পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ে তিন বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে শরিফুল ইস...
ঠাকুরগাঁও প্রতিনিধি:দাবী মোদের একটাই ইসি'র অধীনে NID চাই জাতীয় পরিচয়পত্র ...
বগুড়া প্রতিনিধি: বগুড়ায় গাবতলী উপজেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক ও কাগইল...
মন্তব্য (০)