• গণমাধ্যম

মাগুরা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে শীতবস্ত্র বিতরণ

  • গণমাধ্যম

ছবিঃ সিএনআই

মাগুরা প্রতিনিধি: মাগুরায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মাগুরা জেলার সাংবাদিকদের সর্ববৃহৎ সংগঠন মাগুরা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে মঙ্গলবার সকালে মাগুরা সিদ্দীকিয়া কামিল মাদরাসা মাঠে শীতবস্ত্র বিতরণ করা হয়। 

মাগুরা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মোঃ আলী আশরাফের সঞ্চালনায় ও সভাপতি মহম্মদ ইউনুস আলীর সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপির সদস্য সচিব মোঃ মনোয়ার হোসেন খান, যুগ্ম আহ্বায়ক খান আমিনুর রহমান পিকুল, জেলা জামায়াতে ইসলামীর আমির এমবি বাকের, ইসলামি আন্দোলন বাংলাদেশ মাগুরা জেলা শাখার সহ-সভাপতি মাওলানা নাজিরুল ইসলাম, হেফাজতে ইসলাম বাংলাদেশ মাগুরা জেলা শাখার সভাপতি মাওলানা কাজী জাবের বিন মুহসিন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এস এ টেলিভিশন ও বাংলাদেশ সংবাদ সংস্থার মাগুরা জেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক মোঃ আব্দুল আজিজ, মাগুরা রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি বিকাশ বাছাড়, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ তৌহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক মোঃ শাহিন খন্দকার, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোঃ নাসির উদ্দিন নয়ন, ঢাকা পোস্ট এর মাগুরা জেলা প্রতিনিধি মোঃ তাসিন জামান সহ অন্যান্যরা।

মাগুরা রিপোর্টার্স ইউনিটির সভাপতি বলেন, রিপোর্টার্স ইউনিটি শুধু একটি সাংবাদিকদের সংগঠন নয় । এটি একটি সামাজিক আন্দোলনের নাম । সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা প্রতি বছরই শীতের মৌসুমে  অসহায় ছিন্ন মূল মানুষের মাঝে ধারাবাহিকভাবে কম্বল ও শীত বস্ত্র বিতরণ করে থাকি। তারই ধারাবাহিকতায় এ বছরের প্রথম ধাপে ১৫০ জন ছিন্নমূল মানুষের মাঝে  কম্বল বিতরণ করেছি। পরবর্তীতে মাগুরার ০৪ টি উপজেলায় বিভিন্ন ধাপে  কম্বল ও শীত বস্ত্র বিতরণের উদ্যোগ হাতে নিয়েছি। গত বারের চেয়ে এবার আরও বেশি মানুষকে শীত বস্ত্র ও কম্বল সহায়তা করার পরিকল্পনা আমাদের আছে। যা ধারাবাহিক ভাবে সম্পন্ন করবো ইনশাআল্লাহ।
 সাধারণ সম্পাদক আলী আশরাফ বলেন,  সেবামূলক এ কর্মকাণ্ডে আমরা শরিক হতে পেরে ভালো লাগছে। আমরা আরও বড় পরিসরে ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র ছাড়াও অন্যান্য সুযোগ সুবিধা প্রদানের জন্য চেষ্টা করছি।
শেষে মাদ্রাসার শিক্ষার্থী সহ ১৫০ জন শীতার্ত মানুষের  মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়।

মন্তব্য (০)





image

‎কূটনৈতিক সাংবাদিকতা পররাষ্ট্রনীতিকে শক্তিশালী করছে: পররা...

নিউজ ডেস্কঃ কূটনৈতিক সাংবাদিকদের মর্যাদাপূর্ণ সংগঠন ডিপ্লোম্...

image

নারায়ণগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ প্রতিনিধি : পেশাদারিত্ব, সততা ও সাহস বজায় রেখে দায়িত্ব পালনের...

image

দুই শীর্ষ গণমাধ্যমের কার্যালয়ে হামলার ঘটনায় বিএফইউজে ও ডি...

নিউজ ডেস্ক : প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগের ঘটনায়...

image

দুই শীর্ষ গণমাধ্যমে হামলায় ‘লজ্জিত’ প্রেস সচিব

নিউজ ডেস্ক : দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার ভবনে হামলা ও ...

image

চন্দনাইশ প্রেস ক্লাবের বিজয় দিবস উদযাপন

চট্টগ্রাম প্রতিনিধি :  চন্দনাইশ প্রেস ক্লাবের  উদ্যোগে যথাযোগ্...

  • company_logo