• গণমাধ্যম

'সাংবাদিক হাসনাত উজ্জামান হীরার দেখানো পথে আমাদের ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে'

  • গণমাধ্যম

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ 'হাসনাত উজ্জামান হীরা ছিলেন প্রচন্ড স্মার্ট ও স্টাইলিশ মানুষ। আত্মসম্মানবোধ ও পেশাগত জীবনে যত্নবান ছিলেন তিনি। 

তার কাছে গেলে সবসময় ভালকাজের পরামর্শ দিতেন। ভাল মনের মানুষ ছিলেন। আমাদের কর্মে তার আদর্শ ধারণ করতে হবে।'

পাবনা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য হাসনাত উজ্জামান হীরার ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পাবনা প্রেসক্লাব আয়োজিত স্মরণ সভায় এসব কথা বলেন বক্তারা। 

বক্তারা আরো বলেন, তখন প্রেসক্লাবের জৌলুস তখন ছিল না। কিন্তু তার ব্যক্তিত্বের জৌলুস ছিল। তিনি ভাল ও সৎ মানুষ ছিলেন। ভুট্টা আন্দোলনে তিনি একজন বীর সেনানী। তার মতো সমস্ত গুণি মানুষরা যদি না থাকতেন তাহলে পাবনা প্রেসক্লকবের ঐতিহ্য থাকতো না। তখন সাংবাদিকদের ব্যক্তিত্ব ছিল আলাদা। তিনি সাংবাদিকতা শিখিয়েছেন নানাভাবে। তিনি অন্যদের চেয়ে আলাদা ছিলেন। শৃঙ্খলিত অভিজাত মানুষ ছিলেন। তিনি অল্প অল্প কথা বলতেন।  তার সামনে কেউ অপমান করলে তিনি জবাব দিতেন না। তার দেখানো পথে একসাথে আমাদের এগিয়ে যেতে হবে। প্রেসক্লাবকে নানাভাবে প্রশ্নবিদ্ধ করার ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে। 

রোববার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় প্রেসক্লাবের ভিআইপি মিলনায়তনে ক্লাব সভাপতি আক্তারুজ্জামান আখতারের সভাপতিিত্বে স্মরণসভা অনুষ্ঠিত হয়। 

সভার শুরুতে হীরার স্সরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

স্বাগত বক্তব্য দেন, ক্লাব সম্পাদক জহুরুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য দেন, প্রবীণ সাংবাদিক ও প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রফেসর শিবজিত নাগ, সাবেক সভাপতি এবিএম ফজলুর রহমান, সাবেক সম্পাদক আঁখিনূর ইসলাম রেমন,  সিনিয়র সহ-সভাপতি ছিফাত রহমান সনম, যুগ্ম সম্পাদক মোখলেছুর রহমান খান বিপ্লব, অর্থ সম্পাদক আবুল কালাম আজাদ, একুশে টিভি প্রতিনিধি রাজিউর রহমান রুমী, কার্যনির্বাহী সদস্য চ্যানেল২৪ প্রতিনিধি শাহীন রহমান, এটিএন নিউজ প্রতিনিধি রিজভী জয়।

সভায় আহবান জানানো হয় প্রেসক্লাবের সকল সদস্য জীবিত ও মৃত সবার জীবনী নিয়ে একটি সংকলন প্রকাশ করার উদ্যোগ গ্রহণ করা হোক। সভাটি সঞ্চালনা করেস সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পাভেল মৃধা।

স্মরণসভায় উপস্থিত ছিলেন, কল্যাণ সম্পাদক কলিট তালুকদার, দপ্তর সম্পাদক মনিরুজ্জামান শিপন, কার্যনির্বাহী সদস্য আবু হাসনা মুহাম্মদ আইয়ুব, ক্লাব সদস্য মাহফুজ আলম, কাজী মাহবুব মোর্শেদ বাবলা, এমজি বিপ্লব চৌধুরী, এনজিও কর্মী আব্দুস সালাম, সাংবাদিক শামসুল আলম। 

২০১৩ সালের ২৯ ডিসেম্বর মারা যান হাসনাত উজ্জামান হীরা।

মন্তব্য (০)





image

ঢাকার রাশিয়ান হাউসে আন্তর্জাতিক সাংবাদিক সংহতি দিবস উদযাপন

কুটনৈতিক প্রতিবেদকঃ ঢাকার রাশিয়ান হাউসে আন্তর্জাতিক সাং...

image

‎গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ রিভিউর দাবি সাংবাদিকদের

নিউজ ডেস্কঃ গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ রিভিউর করার দাব...

image

সালথা প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম নাহিদ, সাধারণ সম্পা...

ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের সালথা প্রেসক্লাবের ২০২৫-২৬...

image

‎নো ওয়েজ বোর্ড, নো মিডিয়ার সঙ্গে আমি একমত: প্রেস সচিব

নিউজ ডেস্কঃ প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম বলে...

image

আমার দেশ পত্রিকার কুমিল্লা প্রতিনিধির বিরুদ্ধে মিথ্যা মাম...

দিনাজপুর প্রতিনধি: আমার দেশ পত্রিকার কুমিল্লা প্রতিনিধি...

  • company_logo