প্রতীকী ছবি
দিনাজপুর প্রতিনিধি: বাংলাদেশে তামাকের ব্যবহার বন্ধের বর্তমান পরিস্হিতি চ্যালঞ্জ এবং সমাধানেরর পথ নিয়ে আজ রবিবার দিনাজপুরে কর্মরত সাংবাদিকদের সাথে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জেলা শহরের একটি বেসরকারি উন্নয়ন সংস্হার মিলনায়তনে কর্মশালার আয়োজন করে বাংলাদশ ব্লাউন্ড মিশন (বিবিএম) নামক একটি প্রতিষ্ঠান।
ধুমপান এবং তামাকজাত দ্রব্যর ক্ষতি ও প্রতিকার বিষয়ে উপস্হাপনা করেন উন্নয়ন কনসালটেন্ট শুভাশীষ চন্দ্র মহন্ত । স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ ব্লাউন্ড মিশনের এডমিন ও ফাইনান্স ম্যানেজার খন্দকার আবেদুল ইসলাম। সঞ্চালনায় ছিলেন প্রজেক্ট অফিসার তারেক মাহমুদ।
এতে অংশ নেন বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রোনিক্স মিডিয়ার কর্মরত ২৫ জন প্রতিনিধি । ধুমপান এবং তামাকজাত দ্রব্যের ক্ষতি ও প্রতিকার বিষয়ক প্রাণবন্ত আলােচনায় বলা হয়- প্রতিবছর তামাকের কারণে বিশ্বে ৮০ লক্ষ মানুষ মত্যুবরণ করেন। বিশ্ব স্বাস্হ্য সংস্হার প্রতিবেদনে তামাকের ব্যবহারে মৃত্যুর হারকে মহামারী হিসেবে উল্লেখ করা হয়েছে। উঠতি বয়সিদের মধ্যে ২২ গুন মাদকাসক্তিতে জড়ায় প্রথমে তামাকজাত ব্যবহারের মাধ্যমে।
একটি সিগারেট পোড়ালে ৪ থেকে ৭হাজার ক্ষতিকারক রাসায়নিক তৈরি হয়। বিশ্বে ১শ কোটিরও বেশী মানুষ তামাকজাত বিভিন্ন উপকরন ব্যবহারে করে থাকে। এদের মধ্যে তামাকের কারনে ৭০ লাখ মানুষ সরাসরি মৃত্যু বরন করে। আর বাংলাদেশে মারা যায় ১লাখ ৬১ হাজার মানুষ। এর মধ্যে পুরুষের মত্যুের হার ২০.৮ শতাংশ এবং নারীদের মত্যুের হার ০.৯ শতাংশ। তামাকজাত বিড়ি সিগারেট খয়নি গুলসহ বিভিন্ন উপকরনে হৃদরোগ, স্ট্রোক, ক্যান্সার ফুসফুস দীর্ঘ মেয়াদী ডায়াবেটিক্সের মতরোগে আক্রান্ত হয়ে ধুকে ধুকে মরতে হয়।
২০২২ সালের গবেষণা অনুসারে দেশে প্রাপ্ত বয়স্কদের মধ্যে ধূমপানের হার ২৮.৬ শতাংশ। এর মধ্য পুরুষের হার ৪৭.৭ শতাংশ এবং নারীদের ধূমপানর হার ৮.৭ শতাংশ।
তবে আশার খবর হচ্ছে ২০৪০ সালের মধ্যে দেশে তামাকের ব্যবহার উৎপাদন বিপনন খাওয়া বন্ধ করতে সরকার বিশ্ব সংস্হায় স্বাক্ষর করেছে।
বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলায় খেজুরের রস ও গুড়ের প্রচুর চ...
পাবনা প্রতিনিধিঃ স্কুলের ২৫ জন শিক্ষার্থীর সবাই কৃষক। তাদের রয়েছে খাতা-কলম ও ...
রংপুর ব্যুরোঃ রংপুর বিভাগের দিনাজপুর জেলার পার্বতীপুরে মধ্যপাড়ায় ...
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে পৌষ সংক্রান্তি উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবা...
ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে ৩/৪ দিন ধরে কুয়াশায় জেকে বসেছে শীত। তীব্রতা...
মন্তব্য (০)