
প্রতীকী ছবি
পাবনা প্রতিনিধিঃ সকালে কাজে বেরিয়ে পাবনার সাঁথিয়ায় ট্রাকের ধাক্কায় তিন দিনমজুর নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচজন।
শুক্রবার (২৭ ডিসেম্বর) ভোর পাঁচটার দিকে সাঁথিয়া-মাধপুর সড়কের রাঙামাটিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
সাঁথিয়া থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল লতিফ এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন, উপজেলার রাঙামাটিয়া গ্রামের আলতাব হোসেনেে ছেলে খোকন হোসেন (২৭), ছোন্দহ গ্রামের নজিমুদ্দিনের ছেলে ধনী প্রামানিক (৫০), একই গ্রামের সাইদ হোসেনের ছেলে রাসেল হোসেন (২৭)।
আহতদের স্থানীয়রা উদ্ধার করে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করেছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি।
সাঁথিয়া থানার ওসি (তদন্ত) আব্দুল লতিফ জানান, ভোরে দিনমজুররা পেঁয়াজ লাগানোর জন্য করিমন যোগে অন্য এলাকায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। সড়কের পাশে দাঁড়িয়ে যাত্রীরা গাড়িতে ওঠার সময় পাবনা থেকে সাঁথিয়াগমী মালবাহী একটি ট্রাক তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই ৩ জন মারা যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত তিনজনের মরদেহ উদ্ধার করে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পরিদর্শক (তদন্ত) আব্দুল লতিফ আরো জানান, দুর্ঘটনা কবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক হেলপার পালিয়ে গেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
ফরিদপুর প্রতিনিধি : বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ফরিদপুর জেলা ও মহানগর ব...
মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইরে একটি গরুর খ...
পাবনা প্রতিনিধি : পাবনা জেলা বিএনপির সাবেক যুগ্ন সম্পাদ...
গোপালপুর (টাংগাইল) প্রতিনিধি : সারাদেশ...
নড়াইল প্রতিনিধি : নারী সমাজকে আত্মনির্ভরশীল&n...
মন্তব্য (০)