
ছবিঃ সিএনআই
দিনাজপুর প্রতিনিধি : প্রথম শ্রেণির দিনাজপুর পৌরসভাকে পরিচ্ছন্ন শহর হিসেবে গড়তে এবং নাগরিক সুবিধা বাড়াতে নিজস্ব অর্থ্যায়নে আরো ২৪টি ভ্যানসহ আনুসাঙ্গীক সরঞ্জাম সংযোজন করা হয়েছে। পাশাপাশি অচল হয়ে পড়ে থাকা বর্জ্য (ময়না) বহনকারি ১২টি ট্রাক মেরামত করে সচল করা হয়েছে। এতে অবসান ঘটবে বর্জ্র ব্যবস্হাপনার।
আজ শনিবার সকালে নাগরিক সেবা কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক রফিকুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন পৌর প্রশাসক অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রিয়াজ উদ্দিন, নির্বাহী প্রকৌশলী মিনারুল ইসলাম খান সোহেল এবং সহকারি প্রকৌশলী মীর তোফাজ্জল হোসেনসহ অন্যান্যরা।
শহর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে দৈনন্দিনের বর্জ্র আর্বজনা যত্রতত্রের পরিবর্তে নির্ধারিত স্হানে ফেলতে নাগরিকদের প্রতি কিছু পরামর্শ দিয়েছেন জেলা প্রশাসক।
এছাড়াও ব্যাটারি চালিত অটো বাইকের ( ইজিবাইক) দ্বৌরাত্ব ঠেকাতে ব্যবস্হা নিচ্ছে পৌর প্রশাসন। ১০ হাজার ইজে বাইকের লাইসেন্স এবং চালকদের স্বল্প মেয়াদি প্রশিক্ষন দিয়ে রেজিষ্ট্রেশনসহ স্মাটকার্ড ইস্যু করবেন তারা। চলাচল নিয়ন্ত্রনে শহরের ৭টি প্রবেশ মুখে নিজস্ব জনবলে মনিটরিংও করবেন তারা। এতে ইজি বাইকের কারনে নাগরিক ভোগান্তির অবসান হবে বলে আশা করছেন তারা।
প্রথম শ্রেণিতে উন্নিত হলেও তৃতীয় শ্রেণির মত নাগরিক সেবা পাননা নাগরিকরা। ময়লা আবর্জনার দুর্গন্ধে হাটবাজার পথঘাটে চলতে হয় নাজুক অবস্হায়। আর সেই সাথে অনিয়ন্ত্রিত
অগনিত হাজার হাজার ইজি বাইকে কারনে যানজোটে পথ চলতে হয় দুর্ঘটনার শিকার হওয়াসহ চরম দুর্ভোগের মধ্যে।
পৌর প্রশাসনের গৃহিত ব্যবস্হায় দীর্ঘ দিনের ভোগান্তির অবসান ঘটবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে মোটরসাইকেল চোর চক...
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে আবারো অবৈধ সোঁতীবাধ অপসারণ...
বগুড়া প্রতিনিধি : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বগুড়ায় বিএ...
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : বাংলাদেশ ...
লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দো...
মন্তব্য (০)